Best Mileage Petrol Car: মধ্যবিত্তের জন্য সেরা 3 গাড়ি, লিটারে 26.68 কিমি মাইলেজ

গাড়ি কেনা জীবনের বড় সিদ্ধান্তগুলির মধ্যে একটি। কারণ বছর বছর গাড়ি বদলানো সবার পক্ষে সম্ভব নয়। তাই সেটি কেনার আগে খুব...
SUMAN 13 Jun 2024 1:39 PM IST

গাড়ি কেনা জীবনের বড় সিদ্ধান্তগুলির মধ্যে একটি। কারণ বছর বছর গাড়ি বদলানো সবার পক্ষে সম্ভব নয়। তাই সেটি কেনার আগে খুব ভেবেচিন্তে তবেই এগোনো উচিত। খুঁটিনাটি নানান বিষয়ে খেয়াল রাখতে হয়। যার মধ্যে অন্যতম জ্বালানি সাশ্রয়ী ক্ষমতা। মাইলেজ বেশি পাওয়া গেলে তো সোনায় সোহাগা। যারা এই বছর চার চাকা কেনার কথা ভাবছেন, তাদের জন্য সেরা মাইলেজ প্রদানকারী তিনটি পেট্রোল গাড়ির সন্ধান রইল এই প্রতিবেদনে।

Maruti Suzuki Celerio AMT

দ্বিতীয় প্রজন্মের Maruti Suzuki Celerio এক লিটার পেট্রোলে প্রায় ২৪.৯৭ কিলোমিটার থেকে ২৬.৬৮ কিলোমিটার পথ চলতে সক্ষম। যে কারণে এটি সর্বাধিক মাইলেজ প্রদানকারী পেট্রল গাড়ির তালিকার শীর্ষস্থান দখল করেছে। গাড়িটির দাম ৫.৩৬ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। ইঞ্জিন ক্যাপাসিটি ৯৯৮ সিসি। ৫ সিটার এই গাড়ি ম্যানুয়াল/অটোমেটিক ট্রান্সমিশনে উপলব্ধ। উৎপন্ন টর্কের পরিমাণ ৮২.১ থেকে ৮৯ এনএম।

Tata Tiago

যদি পেট্রোল চালিত সর্বাধিক মাইলেজ গাড়ির খোঁজ করে থাকেন তবে Tata Tiago অন্যতম জনপ্রিয়। এটি ফোর স্টার সেফটি রেটিং পেয়েছে গ্লোবাল এনক্যাপ ক্রাশ টেস্টে। তাই এই গাড়ির বিক্রিও বেশি। দাম ৫.৪৩ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। মাইলেজ সর্বোচ্চ ২৩.৮৪ কিলোমিটার/লিটার। ইঞ্জিন ক্যাপাসিটি ১১৯৯ সিসি। ৫ সিটার এই গাড়িতে ম্যানুয়াল/অটোমেটিক গিয়ারবক্স অপশন রয়েছে। টর্ক পাওয়া যায় ৯৫ এনএম।

Maruti Suzuki Baleno

আপনার এবং আপনার লাগেজের জন্য Maruti Suzuki Baleno-তে যথেষ্ট জায়গা রয়েছে। এটি অন্যতম সর্বাধিক বিক্রিত প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি। দাম ৬.৬৬ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু মাইলেজ লিটার পিছু সর্বোচ্চ ২২ কিলোমিটার। ১১৯৭ সিসি ইঞ্জিন রয়েছে এতে।

Show Full Article
Next Story