Best Mileage Scooter: বাইকের থেকে বেশি মাইলেজ, এক লাখের মধ্যে সেরা স্কুটার এগুলি

বড় সিট, আন্ডারসিট স্টোরেজ, ও গিয়ারলেস ব্যবস্থার কারণে ভারতে স্কুটির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। প্রতি মাসেই বিপুল সংখ্যক...
SUMAN 25 July 2024 1:20 PM IST

বড় সিট, আন্ডারসিট স্টোরেজ, ও গিয়ারলেস ব্যবস্থার কারণে ভারতে স্কুটির সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। প্রতি মাসেই বিপুল সংখ্যক স্কুটি বিক্রি করছে টিভিএস, হোন্ডা, সুজুকির মতো সংস্থারা। এগুলি যেমন ফিচার সমৃদ্ধ ও তেমনই ভরসাযোগ্য। কিন্তু বর্তমান সময়ে জ্বালানির যা দাম তাতে ভাল মাইলেজ পাওয়া না গেলে মুশকিল। তাই আজকের এই প্রতিবেদনে এক লাখ বাজেটের মধ্যে সর্বাধিক মাইলেজ প্রদানকারী তিনটি স্কুটারের সন্ধান রইল।

ভারতে সেরা মাইলেজের তিন স্কুটার

হোন্ডা অ্যাক্টিভা

ভারতে যত স্কুটার পাওয়া যায় তার মধ্যে সর্বাধিক বিক্রি হয় হোন্ডা অ্যাক্টিভা। এটি ১১০ সিসি ও ১২৫ সিসি ইঞ্জিন অপশনে উপলব্ধ। ১০৯ সিসির অ্যাক্টিভা ৬জি মডেলটির দাম ৭৮,৭১৯ টাকা (এক্স-শোরুম)। এবং অ্যাক্টিভা ১২৫-এর দাম ৮৩,১৭৮ টাকা (এক্স-শোরুম)। প্রতি লিটার পেট্রোলে স্কুটারটি ৫০-৬০ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।

টিভিএস জুপিটার

হোন্ডা অ্যাক্টিভার পরেই ভারতের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত স্কুটার হল টিভিএস জুপিটার। ফ্যামিলি স্কুটারের মধ্যে এটি অন্যতম সেরা মডেল। এটিও দুই সংস্করণে পাওয়া যায় - ১০৯ সিসি ও ১২৫ সিসি ইঞ্জিনে। দাম যথাক্রমে ৭৭,২৪৯ টাকা ও ৮৬,৬০৫ টাকা (এক্স-শোরুম)। এক লিটার জ্বালানিতে স্কুটারটি ৫০-৬২ কিলোমিটার মাইলেজ দেয়।

সুজুকি অ্যাক্সেস ১২৫

হোন্ডা অ্যাক্টিভা ও টিভিএস জুপিটারের পর দেশের তৃতীয় সর্বাধিক বিক্রিত স্কুটার হল সুজুকি অ্যাক্সেস ১২৫। এটি দেখতেও যেমন সুন্দর, তেমনই ফিচার্স ও পারফরম্যান্স আকর্ষণীয়। প্রতি লিটার পেট্রলে এটি প্রায় ৫০ কিলোমিটারের মাইলেজ দিতে পারে। দাম ৮২,৩৬১ টাকা থেকে শুরু (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story