যে তিন গাড়ির জনপ্রিয়তাকে হাতিয়ার করে Tata Motors-কে পরাজিত করল Hyundai

বিগত ক'মাসে দেশের বাজারে দ্বিতীয় বৃহত্তম গাড়ি সংস্থার স্থান নিয়ে হুন্ডাই (Hyundai) এবং তাদের মূল প্রতিপক্ষ টাটা মোটরস...
SUMAN 15 March 2023 2:19 PM IST

বিগত ক'মাসে দেশের বাজারে দ্বিতীয় বৃহত্তম গাড়ি সংস্থার স্থান নিয়ে হুন্ডাই (Hyundai) এবং তাদের মূল প্রতিপক্ষ টাটা মোটরস (Tata Motors) এর মধ্যে জোরদার লড়াই চলছে। বেশ ক'বার সেই স্থান হাতছাড়া হলেও নতুন বছর শুরু হওয়ার পরপর দু'মাস টাটাকে টেক্কা দিয়েছে হুন্ডাই। ফেব্রুয়ারি মাসে তিনটি গাড়ির জনপ্রিয়তার উপর করে ফের ভারতের সবচেয়ে বড় গাড়ি সংস্থাগুলির তালিকায় দু'নম্বরে নিজের স্থান পোক্ত করেছে তারা। এই প্রতিবেদনে হুন্ডাইয়ের সর্বাধিক বিক্রিত সেই তিন মডেলের নাম রইল।

Hyundai Grand i10

ফেব্রুয়ারিতে হুন্ডাইয়ের তৃতীয় বেস্ট-সেলিং গাড়ি হিসেবে আত্মপ্রকাশ করেছে Grand i10। সম্প্রতি ডিজাইন আপডেট পাওয়া হ্যাচব্যাক মডেলটি গত মাসে ৯,৬৩৫ ইউনিট বিক্রি হয়েছে। যেখানে এক বছর আগে ওইসময়ে বেচাকেনার পরিমাণ ছিল ৮,৫৫২ ইউনিট। উল্লেখ্য, Grand i10-এর ডিজেল ইঞ্জিন মডেলটির বিক্রি বন্ধ করে দিয়েছে হুন্ডাই। বর্তমানে ১.০ লিটার টার্বো পেট্রোল, ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন এবং সিএনজি বিকল্পে বেছে নেওয়া যায় এটি।

Hyundai Venue

গত মাসে Hyundai Venue সংস্থার দ্বিতীয় সর্বাধিক বিক্রিত মডেলের তকমা পেয়েছে। এটি মোট ৯,৯৯৭ নতুন ক্রেতার মুখ দেখেছে। তুলনাস্বরূপ ২০২২-এর ফেব্রুয়ারিতে বিক্রির অঙ্ক ছিল ১০,২১২ ইউনিট। আগের বছর Venue-এর ফেসলিফ্ট ভার্সন লঞ্চ করা হয়েছিল। সম্প্রতি এর সেফটি ফিচারে আবার আপডেট দেওয়া হয়েছে। 2023 Hyundai Venue-তে Creta-র ১.৫ লিটার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যার ক্ষমতা ১১৩ বিএইচপি।

Hyundai Creta

বরাবরের মতো গত মাসেও বিক্রির নিরিখে বেস্ট-সেলিং মডেল হিসেবে নিজের জায়গা করে নিয়েছে Hyundai Creta। গেল মাসে দক্ষিণ কোরিয়ার সংস্থার গাড়িটি মোট ১০,৪২১ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। যেখানে গত বছর ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছিল ৯,৬০৬ ইউনিট। Creta-তে সম্প্রতি কিছু সিকিউরিটি ফিচার যোগ হয়েছে, যার মধ্যে অন্যতম ছয়টি এয়ারব্যাগ, ইএসপি, ভিএসএম, ইবিডি সহ এবিএস ও আরও অন্যান্য বৈশিষ্ট্য উপলব্ধ।

Show Full Article
Next Story