SUV গাড়ির জগতে দাপট দেখাচ্ছে Hyundai, রমরমিয়ে বিক্রি হচ্ছে সংস্থার এই তিন মডেল

ভারতে বিপুল হারে বিকোচ্ছে এসইউভি (SUV) গাড়ি। এ বছর অক্টোবর যার জলজ্যান্ত প্রমাণ। আধুনিক ফিচার্সে ভরপুর এসইউভি সুরক্ষার...
SUMAN 30 Nov 2023 7:16 PM IST

ভারতে বিপুল হারে বিকোচ্ছে এসইউভি (SUV) গাড়ি। এ বছর অক্টোবর যার জলজ্যান্ত প্রমাণ। আধুনিক ফিচার্সে ভরপুর এসইউভি সুরক্ষার দিক থেকেও হ্যাচব্যাকের তুলনায় এগিয়ে। আবার অত্যাধুনিক স্টাইলিংয়ের কারণে এই ধরনের গাড়ির ফ্যান ফলোয়িং বেশি। দিন দিন এই জাতীয় মডেলের বিক্রি বেড়েই চলেছে। ভারতীয় অটোমোবাইল শিল্পে বিক্রি বৃদ্ধির আশীর্বাদ থেকে বঞ্চিত হয়নি হুন্ডাই (Hyundai)। অক্টোবরে বিপুল বেচাকেনার সাক্ষী থেকেছে তারা। চলুন আগের মাসে হুন্ডাইয়ের সর্বাধিক বিক্রিত তিনটি এসইউভি মডেল সম্পর্কে জেনে নেওয়া যাক।

Hyundai Creta

হুন্ডাইয়ের সর্বাধিক বিক্রিত এসইউভি Creta। গত মাসে ১৩,০৭৭ ইউনিট বিক্রি হয়েছে এই গাড়ির। যেখানে এক বছর আগে ওই সময়ে ক্রেটার ১১,৮৮০ ইউনিট বেচেছিল হুন্ডাই। ফলে এবারে গাড়িটির বিক্রি ১০% বেড়েছে। অক্টোবরের সর্বাধিক বিক্রিত প্যাসেঞ্জার ভেহিকেলের দশম স্থান দখল করেছে এটি। শীঘ্রই গাড়িটি নতুন আপডেট পেতে চলেছে। ১৫৮ বিএইচপি পেট্রোল ইঞ্জিন ও অ্যাডাস ফিচার সমেত হাজির হতে পারে বলে খবর।

Hyundai Venue

Hyundai Venue অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সংস্থার দ্বিতীয় বেস্ট সেলিং মডেল। অক্টোবর, ২০২৩-এ এটি ১১,৫৮১ ইউনিট বিক্রি হয়েছিল। তুলনাস্বরূপ, আগের বছর অক্টোবরে গাড়িটির ৯,৫৮৫টি মডেৎ বিক্রি হয়েছিল। ফলে বিক্রি ২১% বৃদ্ধি পেয়েছে। হুন্ডাই-এর এই অন্যতম বেস্ট-সেলিং এসইউভি-র প্রতিপক্ষ হিসেবে রয়েছে Tata Nexon।

Hyundai Exter

Hyundai Exter হচ্ছে সংস্থার নবীনতম মডেল। গাড়িটি Tata Punch-এর সাথে সরাসরি টক্কর নেয়। আগের মাসে গাড়িটির ৮,০৯৭টি মডেল বিক্রি কররেছে হুন্ডাই। অক্টোবর মাসে ভারতের বাজারেসর্বাধিক বিক্রিত গাড়ির তালিকার ২০তম স্থান দখল করেছে এটি।

Show Full Article
Next Story