মারুতির বুকে কাঁপুনি ধরিয়ে দেওয়া Tata-র এই গাড়ির বিক্রি 70% বাড়ল

ভারতের যাত্রী গাড়ির বাজারে দ্বিতীয় স্থানের দখল নিয়ে হুন্ডাইয়ের (Hyundai) সাথে টাটা মোটরসের (Tata Motors) লড়াই দীর্ঘদিনের। আবার মার্চ ও এপ্রিলে মারুতি সুজুকি (Maruti Suzuki)-এর…

ভারতের যাত্রী গাড়ির বাজারে দ্বিতীয় স্থানের দখল নিয়ে হুন্ডাইয়ের (Hyundai) সাথে টাটা মোটরসের (Tata Motors) লড়াই দীর্ঘদিনের। আবার মার্চ ও এপ্রিলে মারুতি সুজুকি (Maruti Suzuki)-এর থেকে দেশের বেস্ট সেলিং গাড়ির তকমা ছিনিয়ে নিয়েছিল Tata Punch। কিন্তু মে মাসে এসে শীর্ষস্থান হাতছাড়া হয়েছে টাটার। পাঞ্চ গত মাসে বেস্ট-সেলিং এসইউভি হিসেবে প্রথম স্থান ধরে রাখলেও, সামগ্রিক বিক্রির নিরিখে নতুন প্রজন্মের Maruti Suzuki Swift হ্যাচব্যাকের কাছে পরাজিত হয়েছে। আজকের এই প্রতিবেদনে গত মাসে টাটার সর্বাধিক বিক্রিত তিনটি গাড়ি সম্পর্কে জেনে নেব।

Tata Tiago

মে মাসে টাটার তৃতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি Tata Tiago। কোম্পানির এই এন্ট্রি লেভেল হ্যাচব্যাক গাড়ির প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে Maruti Suzuki Swift ও Hyundai Grand i10। আগের মাসে টাটা মোটরস এই গাড়িটির ৫,৯২৭ ইউনিট বেচতে পেরেছে। যেখানে ২০২৩-এর মে’তে বিক্রি হয়েছিল ৮,১৩৩টি। ফলে গত মাসে চাহিদায় ২৭% পতন দেখা গেছে।

Tata Nexon

Hyundai Creta ও অন্যান্য প্রতিপক্ষদের পরাস্ত করে দীর্ঘদিন প্রথম দশে নাম ছিল Tata Nexon SUV-র। কিন্তু মে মাসে এসে হঠাৎই ছন্দপতন ঘটেছে যে ১০টি বেস্ট সেলিং গাড়ির তালিকায় নাম ওঠাতে পারেনি নেক্সন। আগের মাসে গাড়িটির ১১,৪৫৭ মডেল বিক্রি হয়েছে। যা ২০২৩-এর একই সময়ের তুলনায় ৩,৯৪৭ ইউনিট কম।

Tata Punch

বর্তমানে টাটার সর্বাধিক বিক্রিত গাড়ি হচ্ছে Tata Punch। আগের মাসে এই গাড়ি মোট ১৮,৯৪৯ জন ক্রেতা বাড়ি নিয়ে এসেছেন। তুলনাস্বরূপ ২০২৩-এর মে’তে বিক্রি হয়েছিল ১১,১২৪ ইউনিট। ফলে গত মাসে এই গাড়ির সেলস ৭০% বাড়তে দেখা গেছে। টাটা পাঞ্চ অল ইলেকট্রিক ভার্সনেও উপলব্ধ। ক’দিন আগে Bharat NCAP থেকে এই মাইক্রো এসইউভি ফাইভ স্টার সেফটি রেটিং পেয়েছে।