Best Mileage Bikes: দেশে সবচেয়ে বেশি মাইলেজ দেয় এই বাইকগুলি, রইল তালিকা
ভারতে বিক্রিত মোটরসাইকেলের মধ্যে সিংহভাগ হল কমিউটার ক্যাটাগরির। অর্থাৎ যে বাইকগুলি প্রতিদিন চালানোর জন্য আদর্শ এবং কম...ভারতে বিক্রিত মোটরসাইকেলের মধ্যে সিংহভাগ হল কমিউটার ক্যাটাগরির। অর্থাৎ যে বাইকগুলি প্রতিদিন চালানোর জন্য আদর্শ এবং কম তেল খেয়ে বেশি রাস্তা দৌড়তে সক্ষম। আমজনতার জন্য উপযুক্ত এমন কিছু মডেল আছে দেশের বাজারে যাদের সম্পর্কে বলা হয়, 'তেলের গন্ধেই ছোটে'। চলুন আজকের প্রতিবেদনে ভারতে সবচেয়ে বেশি মাইলেজ প্রদানকারী তিন বাইক সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
Bajaj CT 110
বিশেষজ্ঞদের মতে, Bajaj CT 110 দেশের অন্যতম সর্বাধিক মাইলেজ প্রদানকারী মোটরসাইকেল। এটির ১১৫.৪৫ সিসি ইঞ্জিন থেকে ৭,০০০ আরপিএমে ৮.৬ পিএস পাওয়ার ও ৫,০০০ আরপিএমে ৯.৮১ এনএম টর্ক পাওয়া যায়। ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি ১১ লিটার। বাইকটি থেকে প্রতি লিটারে ৭০-৭৫ কিলোমিটার মাইলেজ পাওয়া সম্ভব। দাম ৭০,৪১৯ টাকা (এক্স-শোরুম)।
TVS Sport
হাই-মাইলেজের জন্য সুপরিচিত টিভিএস স্পোর্ট। এমনকি মাইলেজের নিরিখে এশিয়ার মধ্যে রেকর্ড গড়েছে বাইকটি। হালকা এই মোটরসাইকেলের ১১৯.৭ সিসি ইঞ্জিন থেকে ৭,৩৫০ আরপিএমে সর্বোচ্চ ৮.২৯ পিএস পাওয়ার ও ৪,৫০০ আরপিএমে ৮.৭০ এনএম পিক টর্ক পাওয়া যায়। কিনতে খরচ হবে ৬৫,৩০০ টাকা (এক্স-শোরুম)। লিটার পিছু ৭০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।
Bajaj Plantina 110 (মাইলেজ ৭০ কিমি/লিটার)
বাজাজ প্ল্যাটিনা বাজারে আসার পর থেকেই ব্যাপক মাইলেজের জন্য জনপ্রিয়তা লাভ করেছে। এটির জ্বালানি সাশ্রয়ী ১১৫.৪৫ সিসি ইঞ্জিন থেকে ৭,০০০ আরপিএমে সর্বোচ্চ ৮.৬ পিএস পাওয়ার এবং ৫,০০০ আরপিএমে ৯.৮১ এনএম টর্ক উৎপন্ন হয়। কলকাতায় দাম ৭২,০৬৪ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এটি প্রতি লিটার তেলে ৬৫ থেকে ৭০ কিলোমিটার রাস্তা ছুটতে পারে।