Top 3 Scooter: দুর্দান্ত লুকস, ষাটের উপরে মাইলেজ, এই 3 স্কুটার কিনলে পয়সা উসুল
৫০ কিলোমিটারের বেশি মাইলেজ, ভাল আন্ডার সিট স্টোরেজ, অ্যালয় হুইল, সঙ্গে ডিস্ক ব্রেক - বর্তমানে নতুন স্কুটার কেনার আগে এই...৫০ কিলোমিটারের বেশি মাইলেজ, ভাল আন্ডার সিট স্টোরেজ, অ্যালয় হুইল, সঙ্গে ডিস্ক ব্রেক - বর্তমানে নতুন স্কুটার কেনার আগে এই ফিচারগুলি ভাল ভাবে যাচাই করে নেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ক্রেতাদের মধ্যে। আজ আমরা এমন তিনটি স্কুটারের কথা জেনে নেবো যার দাম সাধ্যের মধ্যে। উপরন্তু, সুন্দর মাইলেজ দেয় এবং উক্ত বৈশিষ্ট্যগুলি অফার করে।
Honda Dio
Honda Dio প্রতি লিটার পেট্রোলে ৬০ কিলোমিটার মাইলেজ দেয়। এতে রয়েছে ১০৯.৫১ সিসি ইঞ্জিন। এক্স-শোরুম দাম ৭০,২১১ টাকা থেকে শুরু। ইঞ্জিন থেকে ৮,০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৭.৬৫ বিএইচপি এবং ৪,৭৫০ আরপিএম গতিতে ৯ এনএম টর্ক উৎপন্ন হয়। স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৮৩ কিলোমিটার। এতে উপস্থিত ৫.৩ লিটার ফুয়েল ট্যাঙ্ক। টিউবলেস টায়ার সমেত স্কুটারটিতে রয়েছে ১৮ লিটার আন্ডার সিট স্টোরেজ।
Suzuki Burgman Street
Suzuki Burgman Street প্রতি লিটারে ৫৮.৫ কিলোমিটার মাইলেজ প্রদান করে ক্রেতাদের হৃদয় জিতে নিয়েছে। এর ১২৪ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থেকে সর্বাধিক ৮.৫৮ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। স্কুটারটির দৈহিক ওজন ১১০ কেজি। ৯৫,৮০২ টাকা (এক্স শোরুম) থেকে দাম শুরু হচ্ছে মডেলটির। মাটি থেকে সিটের উচ্চতা ৭৮০ মিমি এবং ৫.৫ লিটার ফুয়েল ট্যাঙ্ক রয়েছে। এটি ৩টি ভ্যারিয়েন্ট এবং ১৩টি কালার অপশন সমেত বেছে নেওয়া যায়।
Yamaha RayZR 125 Fi Hybrid
হাইব্রিড সিস্টেম থাকার কারণে Yamaha RayZR 125 Fi Hybrid লিটার প্রতি সর্বোচ্চ ৭১.৩৩ কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম বলে দাবি ব্যবহারকারীদের। স্কুটারটির ১২৫ সিসি ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৮.২ পিএস শক্তি ও ১০.৩ এনএম উৎপন্ন হয়। ১২টি রঙে উপলব্ধ এই স্কুটির ওজন ৯৯ কেজি। ডিস্ক ব্রেক, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ৫.২ লিটার ফুয়েল ট্যাঙ্ক ও ২১ লিটার আন্ডার সিট স্টোরেজ রয়েছে এতে। দাম ৮৪,৭৩০ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু।