Hyundai-র কাছে অল্প ব্যবধানে হার, এই তিনটি গাড়ি Tata-কে ফের চাম্পিয়ন বানাতে পারে

টাটা মোটরস (Tata Motors)-এর যাত্রী গাড়ি বেচাকেনার অবস্থা আগের চাইতে ভালো হলেও, এখনও তারা প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে।...
SUMAN 12 Nov 2022 10:42 PM IST

টাটা মোটরস (Tata Motors)-এর যাত্রী গাড়ি বেচাকেনার অবস্থা আগের চাইতে ভালো হলেও, এখনও তারা প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে। Maruti Suzuki ও Honda-র কাছে পরাস্ত তারা। তবে সর্বাধিক প্যাসেঞ্জার কার বিক্রির তৃতীয় স্থানাধিকারী টাটা বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী দিতে নারাজ। অক্টোবর Hyundai এর থেকে গাড়ির বিক্রিতে মাত্র ২,৭৮১ ইউনিট পিছিয়ে রয়েছে। গত মাসে লড়াইতে টিকে থাকতে টাটাকে যেই গাড়িগুলি সবচেয়ে বেশি সাহায্য করেছে, তাদের সম্পর্কে জেনে নেওয়া যাক।

Tata Nexon

টাটার কম্প্যাক্ট এসইউভি Nexon সবচেয়ে বেশি গ্রাহক বাড়ি নিয়ে এসেছেন। অক্টোবরে এর বেচাকেনা হয়েছিল ১৩,৭৬৭ ইউনিট। আবার আগের বছর ওই সময়ে বিক্রি ১০,০৯৬ ইউনিট হওয়ায় এবারে বিক্রি বৃদ্ধির শতকরা হার ৩৬ শতাংশ। Nexon-এর আইসিই ও ব্যাটারি চালিত উভয় মডেলের চাহিদাই ছিল যথেষ্ট। উল্লেখ্য, এখন দেশের বেস্ট সেলিং এসইউভি হল টাটা নেক্সন।

Tata Punch

Punch হল টাটার দ্বিতীয় সর্বাধিক বিক্রিত গাড়ি। গত মাসে এটি বিক্রি হয়েছে ১০,৯৮২ ইউনিট। আবার ২০২১ এর অক্টোবরে ৮,৪৫৩ ইউনিট বিক্রি হওয়ায় এবারের বেচাকেনায় ৩০% উত্থান ঘটেছে। এদিকে গত য়াসে টাটা Punch-এর Camo এডিশন লঞ্চ করেছে। যা বিক্রিতে বৃদ্ধিতে অবদান রেখেছে বলেই সংস্থার ধারণা।

Tata Tiago

হ্যাচব্যাক মডেলের Tiago বিক্রির নিরিখে তালিকার তৃতীয় স্থান দখল করেছে। গত মাসে ৭,১৮৭ জন নতুন গ্রাহকের হদিশ পায় গাড়িটি। তুলনাস্বরূপ আগের বছর ওই সময়ে বেচাকেনা ৪,০৪০ ইউনিট থাকায় এবারে ৭৮% বিক্রিতে অগ্রগতি ঘটেছে।

Show Full Article
Next Story