Car Battery Care Tips: এই ভুলগুলোর জন্যই নষ্ট হচ্ছে আপনার গাড়ির ব্যাটারি, এখনই সতর্ক না হলে পস্তাবেন

শখের গাড়ির প্রতিটি অংশের মতো ব্যাটারির নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। যে কোনও যানবাহনের মধ্যে তার বৈদ্যুতিক ব্যবস্থাকে সবসময় চালু রাখতে সাহায্য করে ব্যাটারি। গাড়ির প্রতিটি…

শখের গাড়ির প্রতিটি অংশের মতো ব্যাটারির নিয়মিত রক্ষণাবেক্ষণ অত্যন্ত জরুরি। যে কোনও যানবাহনের মধ্যে তার বৈদ্যুতিক ব্যবস্থাকে সবসময় চালু রাখতে সাহায্য করে ব্যাটারি। গাড়ির প্রতিটি লাইট, হর্ন থেকে শুরু করে মিউজিক সিস্টেম সব কিছুর নিয়ন্ত্রণকর্তা কিন্তু এটিই। সেই কারণেই ইঞ্জিন কিংবা ট্রান্সমিশন সিস্টেম, এয়ারকন্ডিশনার এই সমস্ত কিছুর মতো এই ব্যাটারির স্বাস্থ্য সঠিক রয়েছে কিনা তা প্রতিনিয়ত নজরে রাখতে হবে আপনাকে। এমনিতেই আমাদের দেশের মতো কঠিন আবহাওয়াতে গাড়ির ব্যাটারির জীবনকাল যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়।

সাধারণভাবে গাড়ির ব্যাটারির আয়ু তিন থেকে পাঁচ বছর। তবে পারিপার্শ্বিক আবহাওয়া এবং ব্যবহার করার ধরনের উপর নির্ভর করে যে একটি ব্যাটারি কতদিন পর্যন্ত ঠিকভাবে চলতে পারবে। আপনার অসতর্কতার কারণে মাত্র এক থেকে দুই বছরের মধ্যেই খারাপ হতে পারে এটি। এক বা দুই বছর পর যাতে ব্যাটারি ফেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি না হয় তা নিশ্চিত করতে আমাদের দেওয়া কিছু টিপস অনুসরণ করতে পারেন আপনি। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

গাড়ির ব্যাটারির যত্ন নেওয়ার সহজ টিপস-

একটানা দীর্ঘদিন গাড়ি ব্যবহার না করা

দীর্ঘদিন আপনার গাড়িটি যদি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে তবে ব্যাটারি তার চার্জ হারায়। আসলে যে কোনো রিচার্জেবল ব্যাটারির নিয়মিত চার্জিং এবং ডিসচার্জিং সেই ব্যাটারির স্বাস্থ্যের জন্য ভালো। দীর্ঘ সময় গাড়ি না চালিয়ে এক জায়গায় ফেলে রাখলে এর ইঞ্জিনের মধ্যে থাকা ফ্লুইড স্থির অবস্থায় থাকতে থাকতে কিন্তু ইঞ্জিনের মধ্যে নানা সমস্যার জন্ম দেয়। একই অবস্থা হয় ব্যাটারির। দু সপ্তাহের বেশি সময় ধরে যদি আপনার গাড়ি ব্যবহার না অবস্থায় পড়ে থাকে তবে এরপর তা চালু করার সময় অবশ্যই আপনাকে বাড়তি সতর্কতা নিতে হবে। এই সমস্যার সমাধানে প্রতি সপ্তাহে অন্তত ত্রিশ মিনিট গাড়ি চালাতে পারলে ভালো।

নিয়মিত ব্যাটারি পরিষ্কার করা

তৈলাক্ত পদার্থ, ময়লা কিংবা জলীয় অংশ সাধারণভাবেই গাড়ির ব্যাটারির ক্ষতি সাধন করে। দীর্ঘদিন এমন চলতে থাকলে ব্যাটারির উপরিভাগ ফুলে ওঠা কিংবা লিক হওয়ার পরিস্থিতি তৈরি হয়। সে কারণেই মাসে অন্তত একবার ব্যাটারির উপরিভাগে জমা ময়লা অংশগুলি শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতে হবে। বর্ষাকালে কিংবা অতিরিক্ত জলীয় বাষ্পপূর্ণ অঞ্চলে ব্যাটারির পজিটিভ ও নেগেটিভ টার্মিনালে ক্ষয় হতে দেখা যায়। এই কারণে ব্যাটারির চার্জ ও ডিসচার্জ হওয়ার সমস্যা দেখতে পাওয়া যেতে পারে। এই সমস্যার সমাধানে দুটি টার্মিনাল পরিষ্কার করে সেখানে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে দেওয়া শ্রেয়।

অপ্রয়োজনীয় বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার না করা

গাড়ির অন্দরমহলের ভেতরে লাগানো বিভিন্ন লাইট, হেডলাইট, ইগনিশন সিস্টেম, ইনফোটেনমেন্ট সিস্টেম এই সমস্ত কিছু কিন্তু গাড়ির ব্যাটারির সাহায্যে চলতে থাকে। তাই যে সময় গাড়ির ইঞ্জিন বন্ধ থাকে তখন এইগুলি চালানোর সমস্ত শক্তি ব্যাটারি থেকেই নিঃশেষিত হয় বলে ব্যাটারির উপর অতিরিক্ত চাপ অনুভূত হয়। এমনকি গাড়ি ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ও এই সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা উচিত। এর ফলে ব্যাটারির সাশ্রয় হয় অবশ্যই। সেই জন্য যখনই গাড়ি ছেড়ে বেরোবেন তখন অবশ্যই গাড়ির দরজা লক অবস্থায় রাখুন। অন বোর্ড কম্পিউটার সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় ব্যাটারির চার্জ সুরক্ষিত থাকে। উপরন্তু আজকালকার দিনে অনেকেই গাড়িতে মডিফিকেশন করে নানা ধরনের আলো লাগিয়ে থাকে। এসবের মাত্রাতিরিক্ত ব্যবহার কিন্তু আদতে ব্যাটারির আয়ু কমিয়ে আনে।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন