বাজাজ-ট্রায়াম্ফ থেকে এনফিল্ড, 2023-এর শেষ বেলা কাঁপাতে আসছে যে সব নতুন বাইক

ইদানিং ভারতে বড় সিসি ইঞ্জিনের মোটরসাইকেলের কদর বাড়তে দেখা যাচ্ছে। যার মধ্যে অন্যতম ৪০০-৪৫০ সিসি মডেলগুলি। চাহিদা পূরণে...
SUMAN 13 Sept 2023 1:28 PM IST

ইদানিং ভারতে বড় সিসি ইঞ্জিনের মোটরসাইকেলের কদর বাড়তে দেখা যাচ্ছে। যার মধ্যে অন্যতম ৪০০-৪৫০ সিসি মডেলগুলি। চাহিদা পূরণে তাই কোমর বেঁধেছে বিভিন্ন কোম্পানি। বেশ কিছু সংস্থা এবছর উক্ত সেকেন্ডে নিজেদের নতুন মডেল হাজির করার সিদ্ধান্ত নিয়েছে। যেমন – Bajaj/Triumph, Royal Enfield ও Aprilia। চলুন এদের আসন্ন তিনটি মোটরসাইকেল সম্পর্কে বিশদে জেনে নেওয়া যায়।

Bajaj-Triumph Scrambler 400X

এদেশে নতুন লঞ্চ হওয়া Triumph Speed 400 ইতিমধ্যেই বাজারে ব্যাপক সাড়া জাগিয়েছে। ক্রেতাদের বিপুল চাহিদা পূরণে উৎপাদন বাড়াতে বাধ্য হয়েছে বাজাজ অটো। এর স্ক্র্যাম্বলার মডেলটি হচ্ছে Scrambler 400X। এটি অফ-রোডিংয়ের জন্য আরও বেশি উপযুক্ত। আবার মাঝারি ওজনের নিও-রেট্রো মডেলটির সাথে এর যন্ত্রাংশের অনেক মিল বর্তমান। আগামী ক'সপ্তাহের মধ্যেই দাম ঘোষণা হতে পারে।

Triumph Scrambler 400X-এ রয়েছে চওড়া হ্যান্ডেলবার, বৃহত্তর ফ্রন্ট হুইল, বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স, দীর্ঘ হুইলবেস এবং ট্রাভেল সাসপেনশন। এতে উপস্থিত একটি ৩৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড, ফুয়েল ইনজেক্টটেড, DOHC ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪০ পিএস শক্তি এবং ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। যাকে সঙ্গ দিতে রয়েছে সিক্স-স্পিড ট্রান্সমিশন, একটি স্লিপার ও অ্যাসিস্ট ক্লাচ।

Royal Enfield Himalayan 450

নভেম্বরের শুরুতে রয়্যাল এনফিল্ড ভারতের বাজারে তাদের নতুন Himalayan 450 লঞ্চ করতে চলেছে। যার আনুমানিক দাম হতে পারে ২.৬ লাখ টাকা (এক্স-শোরুম)। বাজারে এর প্রতিপক্ষ হয়ে যাবে রয়েছে – Triumph Scrambler 400X, Hero Xpluse 420 ও KTM 390 Adventure X। এটি সংস্থার প্রথম ৪৫০ সিসি ইঞ্জিনের বাইক।

Royal Enfield Himalayan 450-এর ৪৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪০ পিএস শক্তি উৎপন্ন হতে পারে। সঙ্গে থাকবে ৬-স্পিড গিয়ারবক্স। ফিচারের তালিকায় এলইডি হেডল্যাম্প, এলইডি টেল ল্যাম্প ও ইন্ডিকেটর, আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, অফসেট মোনোশক রিয়ার সাসপেনশন, স্প্লিট সিট ইত্যাদির দেখা মিলবে। ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার টুরার মডেলটি সংস্থার পোর্টফোলিওতে Himalayan 411-এর উপরে স্থান পাবে।

Aprilia RS 457

ইতিমধ্যেই উন্মোচিত Aprilia RS 457-এ থাকছে একটি লিকুইড কুল্ড, টুইন সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪৮ পিএস শক্তি উৎপন্ন হয়। ভারতে নির্মিত এই স্পোর্টস বাইকটি খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে। Aprilia RS 457 এর ফিচারের তালিকায় থাকছে টিএফটি স্ক্রিন, থ্রি-লেভেল ট্রাকশন কন্ট্রোল, ইউএসডি ফ্রন্ট ফর্ক ইত্যাদি। এদেশের উপলব্ধ Yamaha R3, Kawasaki Ninja 400 ও KTM RC 390-এর সাথে টক্কর চালাবে বাইকটি।

Show Full Article
Next Story