Maruti: মধ্যবিত্তের প্রিয় তিন গাড়ি নতুন রূপে আনছে মারুতি, মাইলেজ মন ভাল করে দেবে

দেশের বৃহত্তম প্যাসেঞ্জার ভেহিকেল নির্মাতা মারুতি সুজুকির (Maruti Suzuki) বর্তমান সময়টা খুব ভাল কাটছে। এই বছর Fronx,...
SUMAN 25 Dec 2023 7:20 PM IST

দেশের বৃহত্তম প্যাসেঞ্জার ভেহিকেল নির্মাতা মারুতি সুজুকির (Maruti Suzuki) বর্তমান সময়টা খুব ভাল কাটছে। এই বছর Fronx, Jimny, Invicto, Brezza CNG ও Grand Vitara CNG-র মতো বেশ কয়েকটি গাড়ি লঞ্চ করেছে তারা। যার মধ্যে অধিকাংশ মডেল বাজারে সাফল্যের মুখ দেখেছে। ইন্দো-জাপানি সংস্থাটি ২০২৪ সালেও একঝাঁক গাড়ির আপডেট ভার্সন লঞ্চ করবে। যার মধ্যে বেশিরভাগ মধ্যবিত্তের খুব পছন্দের।

Maruti Suzuki আনছে তিনটি নতুন গাড়ি

2024 Suzuki Swift ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে আত্মপ্রকাশ করেছে। এতে নতুন Z সিরিজ ১.২ লিটার, ৩-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে। জাপানের বাজারে গাড়িটি দু’ধরনের ইঞ্জিন অপশনে উপলব্ধ – ১.২ লিটার পেট্রোল এবং অপরটি ১.২ লিটার পেট্রোল হাইব্রিড। দ্বিতীয়টি সিভিটি অটোমেটিক গিয়ারবক্স সমেত উপলব্ধ। WLTP সাইকেলে ২৪.৫ কিমি/লিটার এবং স্ট্যান্ডার্ড ইউনিট থেকে ২৩.৪ কিমি/লিটার মাইলেজ মেলে।

ভারতীয় ক্রেতাদের জন্য নতুন প্রজন্মের সুইফ্ট এবং ডিজায়ার গাড়ি দুটি অত্যাধুনিক ১.২ লিটার পেট্রোল ইঞ্জিনের সঙ্গে লঞ্চের পরিকল্পনা করছে কোম্পানি। ভারতের বাজারে মাইল্ড হাইব্রিড মডেলটি ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন অপশনে কেনা যাবে বলে অনুমান।

অন্যদিকে, Swift ও Dzire-এর নতুন ভার্সন আনার পাশাপাশি WagonR-এ আপডেট দেওয়ার পরিকল্পনা করছে মারুতি সুজুকি। সম্প্রতি টেস্টিং মডেলটি দেশের রাস্তায় দেখা গিয়েছে। যদিও এই মুহূর্তে অফিসিয়াল লঞ্চ টাইমলাইন দেওয়া সম্ভব নয়, তবে আগামী বছরের মধ্যেই বাজারে চলে আসবে বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে।

Maruti Suzuki WagonR-এর নতুন মডেলটি ১.০ লিটার ও ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন সহ হাজির হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এতে থাকবে ডুয়েল জেট, ডুয়েল ভিভিটি আইডেল স্টার্ট স্টপ ও কুল্ড ইজিআর-এর মতো অত্যাধুনিক প্রযুক্তি। ফলে গাড়িটির পারফরম্যান্স ও এফিশিয়েন্সি আগের তুলনায় আরও উন্নত হবে।

Show Full Article
Next Story