মধ্যবিত্তের জন্য চমক, মে মাসে নতুন গাড়ি আনতে চলেছে Tata ও Maruti Suzuki

মে মাসে টু হুইলারের পাশাপাশি ভারতের গাড়ির বাজারও বেশ সরগরম থাকবে। চলতি মাসে একগুচ্ছ মডেল লঞ্চ হবে। ইতিমধ্যেই নতুন...
SUMAN 4 May 2024 6:15 PM IST

মে মাসে টু হুইলারের পাশাপাশি ভারতের গাড়ির বাজারও বেশ সরগরম থাকবে। চলতি মাসে একগুচ্ছ মডেল লঞ্চ হবে। ইতিমধ্যেই নতুন প্রজন্মের Force Gurkha 3-door ও নতুন Force Gurkha 5-door লঞ্চ হয়েছে। এ মাসেই বাজারে আসছে Maruti Suzuki Swift, Tata Nexon iCNG ছাড়াও বেশিকিছু মডেল। চলুন ২০২৪-এর মে'তে ভারতের বাজারে আসন্ন প্যাসেঞ্জার ভেহিকেল মডেলগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

New Maruti Suzuki Swift

Maruti Suzuki Swift ভারতের অন্যতম সফল হ্যাচব্যাক গাড়ি। এর নতুন প্রজন্মের ভার্সন আনছে সংস্থা। ইতিমধ্যেই ১১ হাজার টাকার বিনিময়ে বুকিং শুরু হয়েছে। আগামী ৯ মে ভারতের বাজারে পা রাখছে এটি। সুরক্ষা জনিত ফিচারস হিসাবে এতে থাকছে ছয়টি এয়ার ব্যাগ।

Tata Nexon iCNG

Tata Nexon বর্তমানে পেট্রোল, ডিজেল এবং বৈদ্যুতিক ভার্সনে পাওয়া যায়। শুধু এর সিএনজি ভার্সন আনা বাকি রয়েছে। এবারে ক্রেতাদের সেই ইচ্ছাও পূরণ করতে চলেছে টাটা। চলতি মাসেই ভারতের বাজারে পা রাখতে পারে Tata Nexon iCNG। বর্তমানে দেশের এসইউভি বাজারে Maruti Brezza, Tata Punch ও Taisor-র সিএনজি ভার্সন উপলব্ধ রয়েছে। এবারে সেই তালিকায় নাম লেখাতে চলেছে নেক্সন।

Tata Altroz Racer

অটো এক্সপো ২০২৩-এ প্রথম আত্মপ্রকাশ করেছিল। এবারে চলতি মাসেই ভারতের বাজারে পা রাখতে চলেছে Tata Altroz Racer। এই স্পেশাল ভ্যারিয়েন্টে থাকবে ডুয়েল টোন পেইন্ট স্কিম, নতুন গ্রীন এবং ইন্টেরিয়ার। রেগুলার ভার্সনের চাইতে এর দাম সামান্য বেশি ধার্য করা হতে পারে।

Show Full Article
Next Story