বৈদ্যুতিক স্কুটারের দৌড়ে কে সবার আগে? বাজারে কোন কোম্পানির স্কুটারের চাহিদা বেশি জেনে নিন

লকডাউনে হওয়া ক্ষতি থেকে নিজেদের তুলতে অটোমোবাইল কোম্পানিরা এই মাসে একের পর এক গাড়ি ও বাইক লঞ্চ করে চলেছে। সেরকমই বহু ইলেকট্রিক গাড়ি ও ইলেকট্রিক…

লকডাউনে হওয়া ক্ষতি থেকে নিজেদের তুলতে অটোমোবাইল কোম্পানিরা এই মাসে একের পর এক গাড়ি ও বাইক লঞ্চ করে চলেছে। সেরকমই বহু ইলেকট্রিক গাড়ি ও ইলেকট্রিক স্কুটার ও লঞ্চ হয়েছে এই মাসে। তবে ভারতীয় বাজারে ইলেকট্রিক গাড়ির তুলনায় ইলেকট্রিক স্কুটারের চাহিদা অনেক বেশি। ২০১৯-২০ সালে ভারতে সেইকারণে ই স্কুটার প্রস্তুতকারক কোম্পানির সংখ্যাও অনেক বেড়ে গেছে। আজ আমরা এই প্রতিবেদনে ভারতে বিক্রিত সেরা চারটি ই স্কুটার কোম্পানির কথা বলবো।

Okinawa :

ভারতে সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে অধিক বিক্রিত ই স্কুটার কোম্পানি হল Okinawa। ২০১৯ সালের এপ্রিল মাস থেকে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত কোম্পানি প্রায় ১০,১৩৩ টি ই স্কুটার সেল করেছে। যার মধ্যে নভেম্বর মাসে কোম্পানির ১,৩৯৪ টি ই স্কুটার বিক্রি হয়।

Hero Electric :

ভারতীয় অটোমোবাইলের অন্যতম কোম্পানি হিরো যা গত কিছু বছর ধরে ই স্কুটারের মার্কেটে ২ য় নম্বরে রয়েছে। Hero ২০১৯ সালের এপ্রিল মাস থেকে ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত ৭,৩৯৯ টি ই স্কুটার বিক্রি করেছে। যার মধ্যে এপ্রিল ২০১৯ এ কোম্পানির সর্বাধিক ১,৬৯৪ টি স্কুটার বিক্রি হয়।

Ather :

এই লিস্টের তৃতীয় নম্বরে রয়েছে Ather কোম্পানি। এই কোম্পানি ২০১৯ থেকে ২০২০ এর মধ্যে ২,৯০৮ টি স্কুটার বিক্রি করেছে। এর মধ্যে কোম্পানি ২০১৯ এর জুন মাসে সবচেয়ে বেশি ৪৬৪ ইউনিট বিক্রি করেছে। তার পরের মাসেই আবার বিক্রি হয়েছে মাত্র ২৯ ইউনিট।

Ampere :

এই লিস্টের ৪র্থ স্থানে রয়েছে Ampere। এপ্রিল ২০১৯ থেকে মার্চ ২০২০ পর্যন্ত কোম্পানি ২,৪৯৯ টি ইলেকক্ট্রিক স্কুটার বিক্রি করেছে। তবে ২০২০ এর মার্চ মাসে কোম্পানির কোনো স্কুটার বিক্রি হয়নি বলে জানা যায়।

প্রসঙ্গত এই চারটি সংস্থা বাদে বাজাজ অটো এবং টিভিএসও বৈদ্যুতিক স্কুটার নিয়ে এসেছে। তবে তারা কয়েক মাস আগে এই স্কুটার আনার কারণে প্রথম চারটি কোম্পানির তালিকায় নেই।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *