ফুল চার্জে 181 কিমি মাইলেজ, ভারতের সেরা 4 ইলেকট্রিক স্কুটারের তলিকা দেখে নিন

নিত্যদিন চলাফেরার জন্য সিংহভাগ ভারতীয় টু-হুইলার বেছে নেন। কারণ এর জ্বালানির খরচ কম। কিন্তু তা সত্ত্বেও পেট্রোল ডিজেলের...
SUMAN 12 Oct 2023 5:21 PM IST

নিত্যদিন চলাফেরার জন্য সিংহভাগ ভারতীয় টু-হুইলার বেছে নেন। কারণ এর জ্বালানির খরচ কম। কিন্তু তা সত্ত্বেও পেট্রোল ডিজেলের অগ্নি মূল্যের কারণে অনেকেই আইসিই মডেলের থেকে বিমুখ হচ্ছেন। আবার পরিবেশের প্রতি সচেতনতা বহু মানুষকে ব্যাটারি ভিত্তিক যানবাহনমুখী করে তুলছে। ফলত বৈদ্যুতিক স্কুটার রমরমিয়ে বিক্রি হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে, ইলেকট্রিক স্কুটার থেকে বেশি রেঞ্জ পেতে হলে দাম ১.৫ লাখ পার করে যায়। আজকের এই প্রতিবেদনে তাই চারটি সেরা ইলেকট্রিক স্কুটারের হদিশ রইল, যেগুলির মূল্য ১.৫ লাখের কম। এগুলির দর এক্স-শোরুম মূল্য ও ফেম-২ প্রকল্পের ভর্তুকি ধরে দেওয়া হয়েছে।

Ola S1 Pro (দাম ১.৩৯ লাখ)

Ola S1 Pro-তে উপস্থিত একটি ৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। যা থেকে সম্পূর্ণ চার্জে ১৮১ কিলোমিটার রেঞ্জ পাওয়া যায়। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে সময় লাগে ৬.৫ ঘন্টা। ০-৪০ কিমি/ঘন্টার গতিবেগ তুলতে এটি ২.৯ সেকেন্ড সময় নেয়। এর প্রতি ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ১১৬ কিলোমিটার।

TVS iQube (দাম ১.৩৪ ও ১.৪৯ লাখ)

TVS iQube দুই ভ্যারিয়েন্টে উপলব্ধ। দুটিতেই রয়েছে একটি ৩.০৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। সম্পূর্ণ চার্জে যেটি ১০০ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। এর ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ৪.৫ ঘন্টা সময় নেয়। উভয় ভ্যারিয়েন্টের সর্বোচ্চ গতিবেগ ৭৮ কিমি/ঘন্টা এবং এগুলি ০-৪০ কিমি/ঘন্টার গতি ৪.২ সেকেন্ডে তোলে।

Ather 450X (দাম ৯৮,০৭৯ থেকে ১.২৮ লাখ)

Ather 450X দুই ধরনের ব্যাটারি সমেত কেনা যায় – ২.৯ কিলোওয়াট আওয়ার এবং ৩.৭ কিলোওয়াট আওয়ার। সম্পূর্ণ চার্জ থাকলে মডেলগুলি যথাক্রমে ১১১ কিলোমিটার ও ১৪৬ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। ৯০ কিমি/ঘন্টার সর্বাধিক গতিবেগ যুক্ত স্কুটারটি ০-৪০ কিমি/ঘন্টার গতি ৩.৩ সেকেন্ডে তুলতে সক্ষম।

Bajaj Chetak (দাম ১.৪১ লাখ)

Bajaj Chetak ভারতীয় ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় একটি অতি জনপ্রিয় মডেল। এতে রয়েছে একটি ডিসি মোটর এবং একটি ২.৯ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। পুরোপুরি চার্জ থাকলে স্কুটারটি ১০৮ কিলোমিটার পর্যন্ত ছুটতে সক্ষম। ৬৩ কিমি/ঘন্টার সর্বোচ্চ গতিবেগ যুক্ত স্কুটারটি ০-৪০ কিমি/ঘন্টার গতি ৩.৯ সেকেন্ডে তুলতে পারে।

Show Full Article
Next Story