ডিসেম্বরে লঞ্চ হয়েছে ফিচার্সে ভরপুর এই চার ই-স্কুটার, এক চার্জে 151 কিমি যাওয়া নিশ্চিত

বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের কবলে জর্জরিত গোটা বিশ্ব। মাত্রাতিরিক্ত উষ্ণতার কারণে ক্রমাগত বেড়ে চলেছে সমুদ্রপৃষ্ঠের...
techgup 18 Dec 2023 10:41 AM IST

বিশ্ব উষ্ণায়ন এবং পরিবেশ দূষণের কবলে জর্জরিত গোটা বিশ্ব। মাত্রাতিরিক্ত উষ্ণতার কারণে ক্রমাগত বেড়ে চলেছে সমুদ্রপৃষ্ঠের জলতলের উচ্চতা। এই দূষণ কমাতে মোক্ষম অস্ত্র জীবাশ্ম জ্বালানির কম ব্যবহার। তাই পেট্রোল কিংবা ডিজেল চালিত গাড়ির পরিবর্তে ইলেকট্রিক ভেহিকেলের ব্যবহার বাড়ানোর ব্যবহার দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভারতে ইভির মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়। সেই কারণে প্রতি মাসেই নতুন নতুন মডেল নিয়ে হাজির হয় নির্মাতারা। ডিসেম্বরে তেমনই চারটি নতুন বৈদ্যুতিক স্কুটার বাজারে এসেছে। নতুন বছরে আপনিও কি একটা কিনতে চান? তাহলে চলুন জেনে নিই ব্যাটারি স্কুটারগুলির দাম সহ সমস্ত খুঁটিনাটি।

Bajaj Chetak Urbane

ডিসেম্বরের শুরুতেই বাজাজ চেতকের নয়া ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে। যার নাম Chetak Urbane। দাম ১.১৫ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। ফুল চার্জে ১১৩ কিলোমিটার পথ ছুটতে সক্ষম এটি। নতুন ভার্সনেও স্ট্যান্ডার্ড মডেলের ২.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ইকো মোডে Chetak Urbane এর সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৬৩ কিলোমিটার। তবে টেকপ্যাকের সহায়তায় টপ স্পিড প্রতি ঘন্টায় ৭৩ কিমি স্পর্শ করতে পারবে। জানিয়ে রাখি, ৬,০০০ টাকা অতিরিক্ত খরচ করলে ‘টেকপ্যাক’ প্যাকেজ পাওয়া যাবে। যা আরও ভালো পারফরম্যান্স এবং টেকনোলজির সুবিধা দেবে।

Simple Dot One

বেঙ্গালুরুর স্টার্টআপ সিম্পল এনার্জি তাদের ফ্ল্যাগশিপ ই-স্কুটার, One-এর সস্তা ভার্সন কয়েকদিন আগেই লঞ্চ করেছে। যার নাম Simple Dot One। প্রারম্ভিক দাম ৯৯,৯৯৯ টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। এতে ৩.৭ কিলোওয়াট আওয়ার ফিক্সড ব্যাটারি প্যাক রয়েছে, যা ফুল চার্জে ১৫১ কিমি পথ ছুটবে বলে দাবি করা হয়েছে। বিশেষ ফিচার্সের মধ্যে রয়েছে ৩৫ লিটার আন্ডারসিট স্টোরেজ, ৭-ইঞ্চি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, টার্ন বাই টার্ন নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, কল অ্যালার্ট, প্রভৃতি।

Kinetic Green Electric Scooter

কাইনেটিক গ্রীন ডিসেম্বরে Zulu নামের এক হাই-স্পিড ই-স্কুটার ভারতে লঞ্চ করেছে। যার দাম ৯৫,০০০ টাকা (এক্স-শোরুম)। আবার সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করতে চাইলে ব্যাটারি ছাড়া ৬৯,৯৯৯ টাকা খরচ হবে কিনতে। ফুল চার্জ থাকলে ১০৪ কিমি পর্যন্ত চলতে পারবে কাইনেটিক গ্রীন জুলু। আর টপ স্পিড ৬০ কিমি/ঘন্টা।

Gogoro Crossover

তাইওয়ানের নামকরা ইলেকট্রিক মবিলিটি সংস্থা Gogoro কিছু দিন আগেই ভারতে তাদের প্রথম ই-স্কুটার, Crossover লঞ্চ করেছে। এটি তিনটি ভ্যারিয়েন্ট উপলব্ধ। যার মধ্যে Crossover 50 ও Crossover S সাধারণ ক্রেতাদের ব্যবহারের জন্য। এবং GX250 মডেলটি শুধু B2B বা বিজনেস টু বিজনেস সেগমেন্টের। অর্থাৎ হোম ডেলিভারি সহ নানা কমার্শিয়াল কাজে উপযোগী। প্রতিটি ভ্যারিয়েন্ট ১.৬ কিলোওয়াট আওয়ার ক্ষমতার সোয়াপেবল ব্যাটারি প্যাক অফার করে। ফলে টোটাল ব্যাটারি ক্যাপাসিটি ৩.২ কিলোওয়াট আওয়ার। ফুল চার্জে Gogoro GX250 ছুটবে ১১১ কিলোমিটার পথ। তবে অন্য দুটি মডেলের রেঞ্জ এখনও বলেনি কোম্পানি

Show Full Article
Next Story