দামে কম, চালানো সহজ, জীবনের প্রথম গাড়ি কেনার আগে এই 5 মডেল দেখে নিতে পারেন
আপনি কি গাড়ি চালানো শিখছেন? নতুন ড্রাইভার হয়ে থাকলে হাত পাকানোর জন্য অতি অবশ্যই ফাঁকা রাস্তায় গাড়ি চালানোই আদর্শ।...আপনি কি গাড়ি চালানো শিখছেন? নতুন ড্রাইভার হয়ে থাকলে হাত পাকানোর জন্য অতি অবশ্যই ফাঁকা রাস্তায় গাড়ি চালানোই আদর্শ। একই সাথে গাড়ির বিভিন্ন পরিচালনা সম্পর্কে ওয়াকিবহাল না হয়ে যানজট পূর্ণ রাস্তায় ড্রাইভ করা উচিত নয়। নতুন চালক হওয়ায় কোন জায়গায় গাড়ি ঠুকে দিয়েছেন এমন দৃষ্টান্ত হামেশাই দেখা যায়। তাই পাকা ড্রাইভার হয়ে ওঠার জন্য সস্তায় কোন গাড়ি কেনাই বুদ্ধিমানের কাজ। প্রশ্ন উঠতে পারে কোন মডেলটি তাহলে কেনা যায়? আজকের এই প্রতিবেদনে সাশ্রয়ী মূল্যের সেরা পাঁচটি গাড়ির হদিশ রইল।
Maruti Suzuki Swift
ভারতে Maruti Suzuki Swift কিনতে ৬.৪৯-৯.৬৪ লাখ টাকা (এক্স-শোরুম) খরচ পড়ে। এতে শক্তির উৎস হিসেবে উপস্থিত একটি ১.২ লিটার ৩ সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন। যার আউটপুট ৮২ বিএইচপি। ছোট হ্যাচব্যাক হিসেবে Swift ড্রাইভিং শেখার জন্য আদর্শ একটি মডেল।
Tata Tiago
ভারতের বাজারে অন্যতম সস্তার গাড়ি হিসেবে রয়েছে Tata Tiago। এটির বর্তমান মূল্য ৫.৬৫ লাখ থেকে ৮.৯০ লাখ টাকা (এক্স-শোরুম)। চাকায় ঘূর্ণনের শক্তি জোগাতে এতেও রয়েছে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। এটি থেকে সর্বাধিক ৭৪ বিএইচপি শক্তি পাওয়া যায়। প্রচুর ফিচার্স এবং সুরক্ষার জন্য এই গাড়ি ব্যাপক জনপ্রিয়।
Hyundai Exter
দাম কম এবং চালানো সহজ, এমন গাড়ির তালিকায় রয়েছে Hyundai Exter। এই গাড়ির দাম ৬.১৩ লাখ থেকে ১০.২৮ লাখ টাকা (এক্স-শোরুম)। গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এতে উপস্থিত একটি ১.২ লিটার ন্যাচারালি অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন। এটি থেকে সর্বোচ্চ ৮৩ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। ভরপুর ফিচারে সজ্জিত এই গাড়ি শহরের রাস্তায় চলার জন্য বেশ উপযুক্ত।
Hyundai Grand i10 Nios
Exter-এর পর Hyundai Grand i10 Nios জাপানি সংস্থার একটি অন্যতম জনপ্রিয় গাড়ি। সস্তায় পুষ্টিকর মডেল, তাই এত জনপ্রিয়তা। এটির বর্তমান দাম ৫.৯২ লাখ থেকে ৮.৫৬ লাখ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন, যার আউটপুট ৮৩ বিএইচপি। আকার আকৃতিতে ছোট হওয়ার কারণে এটি হ্যান্ডলিং করা অতি সহজ।
Tata Punch
তালিকার সর্বশেষ মডেলটি হচ্ছে Tata Punch। বর্তমানে এটি দেশের বেস্ট সেলিং গাড়ি। বর্তমানে এই গাড়ি কিনতে খরচ পড়ে ৬.১৩ লাখ থেকে ১০.২০ লাখ টাকা (এক্স-শোরুম)। এতে উপস্থিত ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে উৎপন্ন হয় ৭৪ বিএইচপি শক্তি। এতে ভরপুর ফিচার্স, ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অফার করা হয়।