ডুয়েল টোন কালারের সুন্দর গাড়ি খুঁজছেন? বাজেটে এই 5 মডেলের মধ্যে নিজের পছন্দ বেছে নিন

ডুয়েল টোন রঙের কম্বিনেশনের গাড়ি ভালোবাসেন অনেকেই। এই জাতীয় গাড়িগুলির বাইরের অংশে দুই ধরনের রঙের আস্তরণ দেখতে পাওয়া যায়। যা যথেষ্ট আকর্ষণীয়। এই মুহূর্তে আমাদের…

ডুয়েল টোন রঙের কম্বিনেশনের গাড়ি ভালোবাসেন অনেকেই। এই জাতীয় গাড়িগুলির বাইরের অংশে দুই ধরনের রঙের আস্তরণ দেখতে পাওয়া যায়। যা যথেষ্ট আকর্ষণীয়। এই মুহূর্তে আমাদের দেশের গাড়ির বাজারে আপনি বিভিন্ন সংস্থার তৈরি প্রচুর ডুয়েল টোন গাড়ির অপশন পাবেন। তার মধ্যে থেকেই সেরা পাঁচটির নাম রইল এই প্রতিবেদনে। এর মধ্যে কোনওটিতে রংয়ের কারুকার্যের পাশাপাশি অত্যাধুনিক ফিচার দেখতে পাওয়া যাবে। আবার কোনওটিতে বৈশিষ্ট্যের তেমন আড়ম্বর নয়, বরং ডুয়েল টোন রঙই অধিক প্রাধান্য পাবে।

Maruti Suzuki WagonR (সব কম্প্যাক্ট হ্যাচব্যাক)

শুরুতেই এদেশের গাড়ির বাজারে দীর্ঘ কয়েক বছর ধরে দাপিয়ে বেড়ানো মারুতি সুজুকি ওয়াগনার গাড়িটিকে রাখা হলো। কমার্শিয়াল কিংবা প্রাইভেট সব ক্ষেত্রেই বহুল ব্যবহৃত হয় এটি। সাবকম্প্যাক্ট হ্যাচব্যাক এই মডেলে উঁচু করা কেবিনের ছাদ বাস্তবিক ব্যবহারের উপযুক্ত বলেই অনেক ভারতীয়র পছন্দের তালিকায় রয়েছে মারুতি সুজুকি ওয়াগনর। এছাড়াও অন্যতম প্লাস পয়েন্ট হল কম রক্ষণাবেক্ষণ খরচ এবং দীর্ঘদিন ধরে ব্যবহারের সুবিধা। প্রাইম গ্যালেন্ট রেড রংয়ের বডি প্যানেল এবং কালো রংয়ের ছাদ এই দুই মিলিয়েই তৈরি ওয়াগনারের এই ডুয়েল টোন রং এর মডেলটি। এই একই রং অটো ট্রান্সমিশন ভ্যারিয়েন্ট ZX Plus এর মধ্যেও দেখতে পাওয়া যায়।

Tata Punch (সাব কম্প্যাক্ট এসইউভি)

আমাদের দেশের সাবকম্প্যাক্ট এসইউভির যে কয়েকটি মডেল রয়েছে তাদের মধ্যে একমাত্র টাটা পাঞ্চ এর দখলেই রয়েছে পাঁচ স্টার গ্লোবাল সেফটি রেটিং। মোট ৯টি ডুয়াল টোন পেইন্ট স্কিম উপলব্ধ এতে। অ্যাটোমিক অরেঞ্জের সঙ্গে কালো রঙের রুফ অপশনের পাশাপাশি ফলিয়েজ গ্রিনের সঙ্গে সাদা রুফ, গ্রাসল্যান্ড বেইজ এর সঙ্গে ব্ল্যাক রুফ, টর্নেডো ব্লু-এর সঙ্গে হোয়াইট রুফ, মিটিয়র ব্রোঞ্জ এর সঙ্গে ব্ল্যাক রুফ, ক্যালিপসো রেড সাথে হোয়াইট রুফ, টিপিক্যাল মিস্ট এর সঙ্গে ব্ল্যাক রুফ, ডেটোনা গ্রে এর সঙ্গে ব্ল্যাক রুফ এবং সবশেষে অর্কাস হোয়াইট এর সঙ্গে ব্ল্যাক রুফ ডুয়েল টোন পেইন্ট স্কিম দেখতে পাওয়া যায়।

Hyundai i20 (হ্যাচব্যাক)

ভারতের অতি প্রিয় হ্যাচব্যাক Hyundai i20 ইতিমধ্যেই তিনটি আলাদা জেনারেশনের আপডেট লাভ করেছে। এমনকি ভারতীয়দের মধ্যে এই গাড়িটি নিয়ে অত্যাধিক চাহিদা থাকায় গত বছরেই N লাইনের একটি নতুন ভ্যারিয়েন্ট যুক্ত হয়েছে তালিকায়। উন্নত পারফরম্যান্স প্রদানকারী Hyundai i20 এর N লাইনের মডেলগুলির মধ্যে ফেয়ারি রেড এর সাথে ব্ল্যাক রুফ এবং থান্ডার ব্লু এর সাথে ব্ল্যাক রুফ এই দুটি ডুয়েল টোন রঙের অপশন উপলব্ধ রয়েছে।

Skoda Slavia (কম্প্যাক্ট সেডান)

তালিকায় গ্লোবাল এনক্যাপ ফাইভ স্টার রেটিং সমৃদ্ধ দ্বিতীয় মডেলটি হল Skoda Slavia। Volkswagen Virtus এর মধ্যে ব্যবহৃত MQB AO IN প্ল্যাটফর্মের উপরেই তৈরি স্কোডার এই গাড়িটি। যদিও ফোক্সওয়াগেন এবং স্কোডা এর এই দুটি কম্প্যাক্ট সেডান মডেলের মধ্যে কেবলমাত্র Slavia তেই পাবেন ডুয়েল টোন রঙের অপশন। এদের মধ্যে রয়েছে ব্ল্যাক রুফের সঙ্গে ক্রিস্টাল ব্লু এবং ব্ল্যাক রুফের সঙ্গে কার্বন স্টিল।

Hyundai Creta (কম্প্যাক্ট এসইউভি)

তালিকায় একদম শেষে রয়েছে ভারতীয়দের সবচেয়ে পছন্দের এসইউভি Hyundai Creta। পোলার হোয়াইট এর সঙ্গে ব্ল্যাক রুফ কেবলমাত্র এই একটি ডুয়েল টন রঙের অপশন রয়েছে এতে। যদিও SX ভ্যারিয়েন্টের মধ্যেও এই পেইন্ট স্কিম দেওয়া হয়েছে। এরমধ্যে ১.৪ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে সেভেন স্পিড DCT উপলব্ধ।