লিটারে 70 কিমি মাইলেজ, আমজনতার ভরসা এই 5 স্কুটার, আপনিও কিনলে লাভবান হবেন

ভাল মাইলেজ দেবে আবার দামও হবে পকেট ফ্রেন্ডলি৷ এমন স্কুটারের খোঁজে অনলাইনে ঢুঁ মারছে অনেকেই। কিনতে খরচ বেশি নয় আবার লিটার প্রতি পেট্রলে ৫০ কিলোমিটার…

ভাল মাইলেজ দেবে আবার দামও হবে পকেট ফ্রেন্ডলি৷ এমন স্কুটারের খোঁজে অনলাইনে ঢুঁ মারছে অনেকেই। কিনতে খরচ বেশি নয় আবার লিটার প্রতি পেট্রলে ৫০ কিলোমিটার ছুটবে এমন কিছু জনপ্রিয় স্কুটার রয়েছে দেশের বাজারে। এই প্রতিবেদনে সেগুলির মধ্যে পাঁচটি সেরা মডেলের সন্ধান রইল।

Yamaha Ray ZR125 Hybrid

তালিকার সবার প্রথমে স্থান পেয়েছে Yamaha Ray ZR125 fi। হাইব্রিড সেটআপ থাকার কারণে ১ লিটার পেট্রোলে ৭১.৩৩ কিলোমিটার পথ ছোটে। এতে রয়েছে একটি ১২৫ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৮.২ এইচপি শক্তি এবং ১০.২ এনএম টর্ক পাওয়া যায়। স্কুটারটি কিনতে খরচ পড়ে ৮৪,৭৩০ টাকা।

Yamaha Fascino 125 Fi

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত Yamaha Fascino 125। এর এখনকার দাম ৭৮,৬০০ টাকা (এক্স-শোরুম)। ১ লিটার পেট্রলে ৬৮ কিলোমিটার মাইলেজ দেয়। এর ১২৫ সিসি, এয়ার কুল্ড মোটর থেকে সর্বোচ্চ ৮.২ বিএইচপি শক্তি এবং ১০.২ এনএম টর্ক উৎপন্ন হয়।

Hero Maestro Edge 125

তালিকার পরবর্তী স্থানে রয়েছে Hero Maestro Edge 125। বর্তমানে এর বাজার মূল্য ৮৬,১৬০ টাকা। এতে রয়েছে একটি ১২৪ সিসি এয়ার কুল্ড ইঞ্জিন। যা থেকে ৬৫ কিলোমিটার মাইলেজ মেলে। ইঞ্জিন থেকে ৯ বিএইচপি শক্তি এবং ১০.৪ এনএম টর্ক উৎপন্ন হয়।

TVS Jupiter

টিভিএস মোটর কোম্পানির অন্যতম জনপ্রিয় স্কুটার হচ্ছে Jupiter 110। এর ফিচারের তালিকাটিও বেশ লম্বা-চওড়া। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে উপস্থিত একটি ১০৯.৭ সিসি, এয়ার কুল্ড ইঞ্জিন। এর আউটপুট ৭.৭ বিএইচপি এবং ৮.৮ এনএম টর্ক। যা থেকে সর্বোচ্চ ৬৪ কিলোমিটার মাইলেজ মেলে। স্কুটারটি কিনতে এখন খরচ পড়ে ৭৩,৩৪০ টাকা (এক্স-শোরুম)।

Honda Activa 125

ভারতের স্কুটারের জগতে নেতৃত্ব প্রদান করে চলেছে Honda Activa। এর ১২৫সিসি মডেলটি একটি ১২৫ সিসি এয়ার কুল্ড ইঞ্জিনে ছোটে। যার আউটপুট ৮.১৮ বিএইচপি এবং ৮.৮৯ এনএম। এর ইঞ্জিন ১ লিটার পেট্রোলে ৬০ কিলোমিটার মাইলেজ প্রদান করে। Honda Activa 125-এর বর্তমান বাজার মূল্য ৭৯,৮০৬ টাকা (এক্স-শোরুম)।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন