দাম যেমন সস্তা, তেল খরচও সামান্য, এই সব বাইক কিনলে ফুরফুরে মেজাজে থাকবেন
এই দুর্মূল্যের বাজারে ভারতীয় আমজনতার উদ্দেশ্য যেনতেন প্রকারে খরচ কিছুটা কমিয়ে আনা। তা সে যেকোন খাত থেকেই হোক। যদি...এই দুর্মূল্যের বাজারে ভারতীয় আমজনতার উদ্দেশ্য যেনতেন প্রকারে খরচ কিছুটা কমিয়ে আনা। তা সে যেকোন খাত থেকেই হোক। যদি বাইকের প্রসঙ্গ আসে, তবে প্রত্যেকের নজর থাকে – মাইলেজ কতটা পাওয়া যাচ্ছে, সেদিকে। যত বেশি মাইলেজ, সেই মডেলের কদর তত বেশি। এর পাশাপাশি আরেকটা বিষয়েও গুরুত্ব দেওয়া হয়ে থাকে, তা হল বাইকটির দাম। যে ক্ষেত্রে কমিউটার সেগমেন্টের জুড়ি মেলা ভার। কম দামে বেশি পথ চলার খুশি উপভোগ করতে এই জাতীয় মোটরসাইকেলগুলির প্রতি মন মজেছে ক্রতাদের। তাই আজকের এই প্রতিবেদনে দেশের সেরা পাঁচটি কমিউটার বাইকের খোঁজ রইল।
Hero HF 100
ভারতে বিক্রিত সবচেয়ে সস্তার মোটরসাইকেল হচ্ছে Hero HF 100। এর দাম ৫৭,২৩৮ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে একটি ৯৭.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ৭.৯ বিএইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সাথে আছে ৪-স্পিড গিয়ারবক্স।
Hero HF Deluxe
Hero MotoCorp-এর অপর এক সস্তার বাইক হল HF Deluxe। এর বর্তমান বাজার মূল্য ৬০,২০৮ টাকা থেকে ৬৭,২০৮ টাকা (এক্স-শোরুম)। এতে উপস্থিত একটি ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ৭.৯ বিএইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক পাওয়া যায়। এতে আছে ৪-স্পিড গিয়ারবক্স।
Honda Shine 100
Honda-র লেটেস্ট মোটরবাইক Shine 100 বাজারে Hero Splendor-এর সাথে টক্কর নিতে আনা হয়েছে। এর দাম ৬৪,৯০০ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছে। বাইকটিতে উপস্থিত ৯৮.৮ সিপি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন। এটি থেকে ৭.২ বিএইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপাদিত হয়। মোটরের সাথে সংযুক্ত ৪-স্পিড গিয়ারবক্স।
Bajaj Platina 100
দেশের অন্যতম সস্তার বাইক হিসেবে জনপ্রিয় Bajaj Platina একটি ১০২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন সহ অফার করা হয়। যা থেকে ৭.৮ বিএইচপি শক্তি এবং ৮.৩০ এনএম টর্ক উৎপন্ন হয়। ৬৫,৮৫৬ টাকা (এক্স-শোরুম) মূল্যের বাইকটিতে রয়েছে ৪-স্পিড গিয়ারবক্স।
Hero Splendor Plus
এই তালিকার সর্বশেষ মডেলটি হল Hero Splendor Plus। বাইকটির দাম ৭৩,৪৮১ টাকা থেকে ৭৭,৭৪৫ টাকা (এক্স-শোরুম)। চালিকাশক্তি জোগাতে এতে দেওয়া হয়েছে একটি ৯৭.২ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ৭.৯ বিএইচপি শক্তি এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন হয়। ইঞ্জিনের সাথে রয়েছে ৪-স্পিড গিয়ারবক্স।