Maruti Alto কিনতে আর ভিড় জমছে না, ভারতের সবচেয়ে সস্তা গাড়ির বিবর্ণ চিত্র!
গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও এখন বড় চেহারার স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি (SUV)-র কদর। ক্রেতারা আজকাল এই ধরনের...গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও এখন বড় চেহারার স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল বা এসইউভি (SUV)-র কদর। ক্রেতারা আজকাল এই ধরনের গাড়িকেই বেশি প্রাধান্য দিচ্ছেন। যদিও বছর তিন চারেক আগেও ছবি ছিল সম্পূর্ণ ভিন্ন। সেই সময় প্রথম পছন্দে ছিল ছোট হ্যাচব্যাক। তবে সময়ের সঙ্গে বদলেছে সবার পছন্দের ধারা। আজ পরিস্থিতি এতটাই খারাপ যে গত অক্টোবর মাসে দেশের সর্বাধিক বিক্রিত ২৫টি গাড়ির মধ্যে মাত্র ৮টি হল হ্যাচব্যাক। এমনকি Alto-র মতো সস্তা গাড়ির চাহিদা বিপুল হারে কমছে। চলুন দেখে নিই বিক্রির নিরিখে গত মাসে পাঁচ সেরা হ্যাচব্যাক গাড়ির তালিকা।
Maruti WagonR
ভারতের বেস্ট সেলিং গাড়ির তালিকায় প্রথম দিকেই থাকে মারুতি সুজুকি ওয়াগনর। গত মাসেও শীর্ষস্থান ধরে রেখেছে হ্যাচব্যাকটি। অক্টোবরে মারুতি এটির ২২,০৮০টি মডেল বেচেছে। ২০২২-এর অক্টোবর মাসে এই সংখ্যাটি ছিল ১৭,৯৪৫ ইউনিট। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিক্রি বেড়েছে ২৩ শতাংশ।
Maruti Swift
ওয়াগনার-এর পরেই দ্বিতীয় স্থানের মালিক মারুতি সুজুকি সুইফট। ইন্দো-জাপানি সংস্থার তৈরি জনপ্রিয় এই গাড়িটির গত মাসে ২০,৫৯৮ ইউনিট বিক্রি হয়েছে। পূর্ববর্তী বছরের অক্টোবরের তুলনায় যা ২০ শতাংশ এগিয়ে। সম্প্রতি বিশ্বের আঙিনায় আত্মপ্রকাশ করেছে ফোর্থ জেনারেশন সুইফট। ২০২৪ সালের শুরুর লগ্নেই ভারতে পাকাপাকিভাবে লঞ্চ হতে পারে গাড়িটির নতুন ভার্সন।
Maruti Baleno
তালিকায় তৃতীয় স্থানেও উজ্জ্বল উপস্থিতি রয়েছে মারুতির। গত মাসে মারুতি ব্যালেনোর ১৬,৫৯৪টি মডেল বিক্রি হয়েছে। যেখানে গত বছর অক্টোবরে এই গাড়িটির ১৭,১৪৯ ইউনিট বেচতে পেরেছিল মারুতি।
Maruti Alto
দীর্ঘ কয়েক দশক ধরেই ভারতের এন্ট্রি লেভেল গাড়ির দুনিয়ায় একাধিপত্য কায়েম রেখেছে মারুতি সুজুকি অল্টো। বর্তমানে বাজেট ফ্রেন্ডলি এই গাড়ির দাম শুরু হচ্ছে ৩.৮২ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। গত মাসে মারুতির এই ছোট চেহারার গাড়ির ১১,২০০ ইউনিট বিক্রি হয়েছে। যদিও ২০২২ সালের অক্টোবরে ২১,২৬০ অল্টো বিক্রি হয়েছিল। ফলে বিক্রিতে বড়সড় পতন।
Hyundai i20
অক্টোবরে ৭২১২টি i20 মডেলের চাবি গ্রাহকদের হাতে তুলে দিতে পেরেছে হুন্ডাই। Maruti Suzuki Baleno এর প্রধান প্রতিদ্বন্দ্বী Hyundai i20। গত বছর একই সময়ে ৭৮১৪ ইউনিট বিক্রি হয়েছিল গাড়িটির। অর্থাৎ বিক্রিতে ৮ শতাংশ ধস নেমেছে। প্রসঙ্গত, সেপ্টেম্বরে এই প্রিমিয়াম হ্যাচব্যাকের ফেসলিফ্ট ভার্সন ভারতে লঞ্চ করেছে হুন্ডাই। ইন্টেরিয়র, ফিচার এমনকি ইঞ্জিনেও আপডেট যুক্ত হয়েছে।