2022-এর সেরা ফ্যামিলি কার কোনটা? Maruti Ertiga-র জনপ্রিয়তায় থাবা এই গাড়িগুলির

ইদানিং ভারতে যাত্রীবাহী গাড়ির বাজারে এসইউভি (SUV) মডেলের পাশাপাশি মাল্টিপারপাস ভেহিকেল বা এমপিভি (MPV-এর চাহিদাও বাড়তে...
SUMAN 24 Dec 2022 6:17 PM IST

ইদানিং ভারতে যাত্রীবাহী গাড়ির বাজারে এসইউভি (SUV) মডেলের পাশাপাশি মাল্টিপারপাস ভেহিকেল বা এমপিভি (MPV-এর চাহিদাও বাড়তে দেখা যাচ্ছে। আরামসে একসঙ্গে ৬-৭ জন যাত্রী বসার ব্যবস্থা থাকার জন্য এই সেগমেন্টের মডেলগুলি কিছু শ্রেণীর মানুষের কাছে ভীষণই জনপ্রিয়। এই প্রতিবেদনে চলতি বছরের নভেম্বর পর্যন্ত পাঁচটি সর্বাধিক বিক্রিত সেরা ফ্যামিলি কার সম্পর্কে জেনে নেব।

Maruti Suzuki Ertiga

২০২২-এ এমপিভি গাড়ির মধ্যে দেশের বেস্ট-সেলিং মডেল হল Maruti Suzuki Ertiga। এবছর এখনও পর্যন্ত এটি মোট ১,২১,৫৪১ ইউনিট বিক্রি হয়েছে। এতে উপস্থিত ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে ৯৯ বিএইচপি শক্তি উৎপন্ন হয়। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়। Ertiga-এর বর্তমান দাম ৮.৩৫ থেকে ১২.৭৯ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Kia Carens

এবছর এমপিভি গাড়ির দ্বিতীয় বেস্ট সেলিং মডেলের তকমা ছিনিয়ে নিয়েছে Kia Carens। বছরের শুরু থেকে শেষ পর্যন্ত মোট ৫৯,৫৬১ ক্রেতার গ্যারেজে ঠাঁই পেয়েছে দক্ষিণ কোরিয়ান সংস্থার গাড়িটি। এ বছর জানুয়ারিতেই ভারতের বাজারে পা রেখেছিল এটি। কারেন্স ১.৫ লিটার পেট্রোল, ১.৪ লিটার টার্বো পেট্রোল এবং ১.৫ লিটার ডিজেল ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যায়। গাড়িটির এক্স-শোরুম মূল্য ১০ থেকে ১৮ লক্ষ টাকা।

Toyota Innova

মাল্টি পারপাস ভেহিকেলের দুনিয়ায় দীর্ঘদিনের নামজাদা গাড়ি হল Toyota Innova। জাপানি সংস্থার এই বিলাসবহুল গাড়িটির ৫৬,৫৩৩ ইউনিট গত মাসে বিক্রি হয়েছে। সম্প্রতি সংস্থা Innova HyCross-এর উপর থেকে পর্দা সরিয়েছে। এদিকে Innova Crysta-র বাজার চলতি মডেলটি ডিজেল ইঞ্জিন সমেত হাজির করা হবে।

Maruti Suzuki XL6

এ বছরই নয়া ভার্সনে হাজির হয়েছিল Maruti Suzuki XL6। নতুন প্রজন্মের মডেলটি এ বছর মোট ৩৫,০০০ ইউনিট বিক্রি হয়েছে। এতে উপস্থিত ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন থেকে ৯৯ বিএইচপি শক্তি পাওয়া যায়। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে উপলব্ধ। এর মূল্য ১১.২৯ থেকে ১৪.৫৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Renault Triber

তালিকার পঞ্চম স্থানে রয়েছে ফরাসি সংস্থার গাড়ি Renault Triber। ২০২২-এর এ পর্যন্ত গাড়িটির বেচা কেনার অঙ্ক হল ৩১,৭৫১ ইউনিট। এতে রয়েছে একটি ১.০ লিটার পেট্রোল ইঞ্জিন। ৫-স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে উপলব্ধ ইঞ্জিনটির আউটপুট ৭১ বিএইচপি। Triber-এর বর্তমান দাম ৫.৯২ লক্ষ থেকে ৮.৫১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story