অন্ধকার রাস্তাও দিনের মতো উজ্জ্বল লাগবে, সস্তায় LED হেডলাইট সহ সেরা 5 গাড়ি দেখে নিন

যে কোনো ধরনের যানবাহন সুরক্ষিতভাবে চালাতে হলে সামনের দৃশ্য পরিষ্কার থাকা আবশ্যক। দিনের আলোতে রাস্তার সামনের অংশ অত্যন্ত...
techgup 22 Oct 2023 9:47 PM IST

যে কোনো ধরনের যানবাহন সুরক্ষিতভাবে চালাতে হলে সামনের দৃশ্য পরিষ্কার থাকা আবশ্যক। দিনের আলোতে রাস্তার সামনের অংশ অত্যন্ত স্পষ্টভাবে দৃশ্যমান হলেও রাতের বেলায় সেই চেনা রাস্তাই যেন পাল্টে যায় এক লহমায়। তবে আজকালকার দিনের গাড়িগুলিতে ব্যবহৃত অত্যাধুনিক প্রযুক্তির উজ্জ্বল এলইডি হেডলাইট এই সমস্যার সমাধান অনেকটাই করতে সক্ষম। এলইডি লাইটের উজ্জ্বলতা যেমন রাতের অন্ধকার দূরে সরাতে কাজে লাগে তেমনি গাড়ির সৌন্দর্য বৃদ্ধি করতেও অবদান অনস্বীকার্য। ভারতের বাজারে একটা সময় প্রিমিয়াম গাড়িতেই কেবল এমন এলইডি লাইট থাকত। তবে সময়ের সাথে তাল মিলিয়ে সাধারণ গ্রাহকদের উৎসাহ বৃদ্ধি পাওয়ার সাথে সাথেই অধুনা স্বল্প বাজেটের গাড়িতেও উপলব্ধ থাকে এলইডি লাইট।

এলইডি হেডল্যাম্প যেমন একাধারে উজ্জ্বলতা বৃদ্ধির কাজ করে তেমনভাবেই এগুলিতে অতি স্বল্প তড়িৎ শক্তি ব্যবহৃত হয়। যেখানে পুরনো দিনের হ্যালোজেন হেডলাইটে গাড়ির ব্যাটারি অধিক পরিমাণ খরচ হয়। সাম্প্রতিক কালে গাড়ির বাজারে তুমুল প্রতিযোগিতার কল্যাণে ১০ লাখ টাকা বাজেটের মধ্যেই মেলে এলইডি হেডলাইট যুক্ত মডেল। সেগুলির মধ্যে পাঁচটি সেরা গাড়ির সন্ধান রইল আপনাদের জন্য।

10 লাখের মধ্যে LED হেডলাইটযুক্ত সেরা 5 গাড়ি

Maruti Suzuki Swift

ভারতের বাজারে লঞ্চ হওয়ার প্রথম দিন থেকেই এদেশের গ্রাহকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে মারুতি সুজুকি সুইফট। প্রতি মাসেই এই হ্যাচব্যাক গাড়িটি বেস্ট সেলিং গাড়ির তকমা পেয়ে চলেছে। মারুতি সুজুকি সুইফট-র ZXi+ ভ্যারিয়েন্টে এলইডি হেডলাইট দেখতে পাওয়া যায়। এটির এক্স শোরুম মূল্য ৮.৩৪ লক্ষ টাকা।

Hyundai i20

দক্ষিণ কোরিয়ার হুন্ডাই-এর ভারতীয় পোর্টফোলিওতে থাকা একমাত্র প্রিমিয়াম হ্যাচব্যাক হল i20। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি এতে নানা আকর্ষণীয় ফিচার উপলব্ধ। এই স্টাইলিশ হ্যাচব্যাকটির Asta ভ্যারিয়েন্টে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। এটি কিনতে খরচ হবে ৯.২৮ লক্ষ টাকা (এক্স শোরুম)।

Maruti Suzuki Baleno

মারুতি সুজুকির সবচেয়ে জনপ্রিয় প্রিমিয়াম হ্যাচব্যাক Baleno। চোখ ধাঁধানো ডিজাইন এবং বিভিন্ন রকম অত্যাধুনিক বৈশিষ্ট্যের পাশাপাশি এই গাড়ির অন্যতম একটি ফিচার হল এলইডি হেডল্যাম্প। মারুতি সুজুকি ব্যালেনো এর Zeta সংস্করণে এটি উপলব্ধ, যার এক্স শোরুম মূল্য ৮.৩৮ লক্ষ টাকা।

Maruti Suzuki Ignis

ইন্দো-জাপানি সংস্থা মারুতি সুজুকির ঝুলিতে থাকা মাইক্রো এসইউভি থিমের গাড়ি হল Ignis। এটি মারুতির প্রিমিয়াম আউটলেট- নেক্সার মাধ্যমে পৌঁছে যায় গ্রাহকদের কাছে। ভারতে Ignis তেমন জনপ্রিয় না হলেও গাড়িটির সমস্ত বাস্তবিক ব্যবহারগত সুবিধা প্রদানকারী বৈশিষ্ট্যগুলি যথার্থ তারিফ করার যোগ্য। টপ মডেল Alpha এলইডি হেডল্যাম্প অফার করে। মূল্য ৭.৬১ লাখ টাকা (এক্স শোরুম)।

Honda Amaze

সর্বত্র যেখানে এসইউভির রমরমা নজরে আসে সেখানে সেডানের মতো আরাম এবং হ্যাচব্যাকের ন্যায় স্টাইল মিলিয়ে তৈরি কম্প্যাক্ট সেডান হিসাবে বেশ নাম করেছে Amaze, যার নির্মাতা Honda। গাড়িটির সবচেয়ে দামি VX ভ্যারিয়েন্টে রয়েছে এলইডি হেডল্যাম্প অপশন। দাম ৮.৮৮ লক্ষ টাকা (এক্স শোরুম)।

Show Full Article
Next Story