Top 5 Expensive Electric Bikes: পারফরম্যান্স দমদার, পেট্রল মোটরসাইকেলের কথা ভুলে যাবেন, দেশের সবচেয়ে দামী ই-বাইক এগুলি

দেশের দু'চাকা বৈদ্যুতিক গাড়ি শিল্প এখনও প্রাথমিক স্তরে রয়েছে। পূর্ণ বিকশিত হতে সময় লাগবে আরও কয়েক বছর‌ ফলে ইলেকট্রিক...
techgup 8 July 2022 3:43 PM IST

দেশের দু'চাকা বৈদ্যুতিক গাড়ি শিল্প এখনও প্রাথমিক স্তরে রয়েছে। পূর্ণ বিকশিত হতে সময় লাগবে আরও কয়েক বছর‌ ফলে ইলেকট্রিক টু-হুইলার উৎপাদনে এখন খরচও বেশি‌ বর্তমানে বাজারে এমন কিছু ব্যাটারি পরিচালিত মোটরসাইকেল উপলব্ধ, যাদের দাম দেখলে সত্যিই চোখ ছানাবড়া হতে বাধ্য‌। আবার উল্লেখযোগ্য বিষয় হল, দেশের সবচেয়ে দামী ইলেকট্রিক বাইকগুলি ভারতীয় সংস্থাদের হাতেই তৈরি। একবার ব্যবহার করলে পেট্রল চালিত মোটরসাইকেল ব্যবহার করতে আর ইচ্ছাই করবে না। আজ তেমনই পাঁচ মডেলের খোঁজ রইল।

Odysse Evoqis

সুপার স্পোর্টস মোটরসাইকেলের ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে ফুল ফেয়ারিং যুক্ত Odysse Evoqis। এতে থাকা ৩ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন BLDC মোটর চালিকাশক্তি যোগায়। আউটপুট ৪.৩ কিলোওয়াট ও ৬৪ নিউটন মিটার। সর্বোচ্চ গতি ঘণ্টায় ৮০ কিমি। ৪.৩ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক যুক্ত এই বাইকটির রেঞ্জ ১৪০ কিমি । অ্যান্টি থেফ্ট লক, চাবি ছাড়া স্টার্ট ও চার ধরনের রাইডিং মোড এতে রয়েছে। দাম ১,৬৬,০০০ টাকা।

Komaki Ranger

নির্মাতা সংস্থার দাবি, এটিই ভারতের প্রথম ইলেকট্রিক ক্রুজার মোটরসাইকেল। এতে ৪ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন মোটর এবং ৩.৬ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক। সম্পূর্ণ চার্জে ইকো মোডে বাইকটি ২০০ কিমি পাড়ি দিতে পারবে বলে দাবি করা হয়েছে। উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে- তিন ধরনের রাইডিং মোড, রিভার্স অ্যাসিস্ট্যান্স, ক্রুজ কন্ট্রোলিং, ইউএসবি চার্জিং ও ব্লুটুথ কানেক্টিভিটি-সহ ফোন ও মিউজিক কন্ট্রোলিং সিস্টেম। মূল্য ১,৬৮,০০০ টাকা।

Cyborg Yoda

ভারতের সবচেয়ে দামী দু'চাকার বৈদ্যুতিক গাড়ির পাশাপাশি এটি দেশের অন্যতম প্রথম ই-ক্রুজার। বাইকটি ৩.২৪ কিলোওয়াট আওয়ার বদলযোগ্য ব্যাটারি প্যাক নিয়ে এসেছে। ৮.৫ কিলোওয়াট ক্ষমতা চালিকা শক্তি যোগায়। সর্বাধিক গতি ৯০কিমি/ঘণ্টা৷ ইকো মোড অর্থাৎ কম গতিতে রেঞ্জ ১৫০ কিমি রেঞ্জ পাওয়া যায়। স্পোর্ট ও ড্রাইভিং মোডও দেওয়া রয়েছে। দাম ১,৮৫,০০০ টাকা।

Joy e-bike Beast

Kawasaki Z900 এর মত দেখতে ভারতের দ্বিতীয় মূল্যবান ব্যাটারী চালিত বাইক এটি। সংস্থার দাবি এক চার্জে এটি ১১০ কিমি অতিক্রম করতে সক্ষম এবং টপ স্পিড ৯০কিমি/ঘণ্টা। ৫ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন BLDC মোটর এই বাইকের পিছনের চাকায় ২৩০এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। Joy e-Bike-এ ৫.১৮ কিলোওয়াট আওয়ারের লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। বাইকটির সামনের চাকায় ইউএসডি ফর্ক ও পিছনে মনোশক সাসপেনশন দেওয়া হয়েছে। তাছাড়া সামনে ডুয়েল ডিস্ক থাকলেও পিছনে সিঙ্গেল ডিস্ক রয়েছে। দাম ২,৪২,০০০ টাকা।

Srivaru Motors Prana

এই ভারতের সবচেয়ে দামি ও সবচেয়ে পাওয়ারফুল ইলেকট্রিক মোটরসাইকেল। Srivaru Motors Prana দেখতে কোনো স্পোর্টস বাইকের মত না হলেও তার পারফরম্যান্স যথেষ্ট উচ্চ মানের। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১২৩ কিমি এবং রেঞ্জ ২২৫ কিমি । BLDC মোটর ও ৭.২ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক একে দৌড়াতে সাহায্য করে। সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক ও ডুয়েল ডিস্ক যুক্ত এবং পিছনে মনোশক সাসপেনশন ও সিঙ্গেল ডিস্ক যুক্ত। এছাড়াও বাইকটিতে পার্কিং অ্যাসিস্ট্যান্সের সাথে চারটি রাইডিং মোড রয়েছে। দাম ৩ লাখ টাকা।

Show Full Article
Next Story