Electric Cars: একবার চার্জ দিলে 590 কিমি পর্যন্ত চিন্তা থাকে না, এগুলি দেশের সেরা পাঁচ মাইলেজের বৈদ্যুতিক গাড়ি

বৈদ্যুতিক যানবাহন কেনার আগে গ্রাহকদের সর্বপ্রথম জিজ্ঞাস্য থাকে এর রেঞ্জ সম্পর্কে। যত বেশি রেঞ্জ, সেই গাড়ির চাহিদাও...
SUMAN 6 Jun 2022 7:43 PM IST

বৈদ্যুতিক যানবাহন কেনার আগে গ্রাহকদের সর্বপ্রথম জিজ্ঞাস্য থাকে এর রেঞ্জ সম্পর্কে। যত বেশি রেঞ্জ, সেই গাড়ির চাহিদাও ততোধিক। আর অধিক রেঞ্জের সাথে তুলনামূলক দাম কম রাখতে পারলে সেই ব্যাটারি চালিত গাড়ির সোনায় সোহাগা! তবে দুঃখের বিষয়, ভারতের সবচেয়ে বেশি রেঞ্জের গাড়িগুলির মধ্যে বিদেশি সংস্থার মডেলই রাজ করছে। যদিও বৈদ্যুতিক গাড়ির বাজারে বর্তমানে বিক্রিতে শীর্ষস্থানে রয়েছে টাটা নেক্সন ইভি (Tata Nexon EV)। কিন্তু রেঞ্জে তা অনেকটাই পিছিয়ে। আসুন এদেশে উপলব্ধ সেরা পাঁচটি সর্বাধিক রেঞ্জের ব্যাটারি চালিত গাড়ির সম্পর্কে জেনে নেওয়া যাক। উল্লেখ্য, এগুলি রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ নয়। এবং বাস্তবে নানা পরিস্থিতির উপর তার হেরফের হতে পারে‌।

BMW i4

গত মাসে ভারতে লঞ্চ হয়েছে বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি BMW i4। গাড়িটির রেঞ্জ ৫৯০ কিমি। এটিই বর্তমানে দেশের সর্বাধিক রেঞ্জের ইলেকট্রিক গাড়ি। এর দাম ৬৯.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে একটি ৮৩.৯ কিলোওয়াট আওয়ার ব্যাটারি। এর ইলেকট্রিক মোটরটি থেকে ৩৩৫ বিএইচপি শক্তি এবং ৪৩০ এনএম টর্ক উৎপন্ন হয়। ০-১০০ কিমি/ঘন্টার গতিবেগ মাত্র ৫.৭ সেকেন্ডে তুলতে সক্ষম।

Kia EV6

২ জুন ভারতে লঞ্চ হয়েছে ভারতে কিয়ার প্রথম ইলেকট্রিক গাড়ি Kia EV6। দুটি ভেরিয়েন্ট আত্মপ্রকাশ করেছে এটি - GT Line RWD ও GT Line AWD। মডেল দু'টির দাম যথাক্রমে ৫৯.৯৫ ও ৬৪.৯৫ লক্ষ টাকা। সম্পূর্ণ চার্জে গাড়িটির রেঞ্জ ৫২৮ কিমি বলে দাবি করা হয়েছে। ৭৭.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সহ ডুয়াল মোটর ভ্যারিয়েন্টে কেনা যায় গাড়িটি। একটি থেকে ২২৬ বিএইচপি এবং ৩৫০ এনএম টর্ক পাওয়া যায় অন্যটি থেকে ৩২০ বিএইচপি এবং ৬৫০ এনএম টর্ক উৎপন্ন হয়।

Audi e-tron GT

এদেশে উপলব্ধ Audi-র তৃতীয় e-tron মডেল হল GT। সম্পূর্ণ চার্জে এর রেঞ্জ ৫০০ কিমি। গাড়িটির দাম ১.৬৫ কোটি টাকা (এক্স-শোরুম)। এটিও দুটি ইলেকট্রিক মোটরে অফার করা হয়। একটি থেকে ৫২৩ বিএইচপি এবং ৬৩০ এনএম টর্ক ২২৬ এবং অপরটি থেকে ৬৩৭ বিএইচপি এবং ৮৩০ এনএম টর্ক পাওয়া যায়।

Audi e-tron SUV/Sportback

Audi e-tron SUV/Sportback-এর রেঞ্জ ৪৮৪ কিমি। এটি ভারতের বাজারে দু'টি মডেলে বেছে নেওয়া যায় - e-tron 50 ও e-tron 55। প্রথমটিতে রয়েছে ৭১ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক, যা থেকে ৩৭৯ কিমি রেঞ্জ মেলে। অপরটিতে উপস্থিত ৯৫ কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যা থেকে ৪৮৪ কিমি রেঞ্জ পাওয়া যায়।

Jaguar I-Pace

২০১৮-তে উন্মোচিত হয়েছিল Jaguar-এর প্রথম সম্পূর্ণ ইলেকট্রিক মডেল I-Pace। ভারতের বাজারে কেবলমাত্র একটি ব্যাটারির বিকল্পে অফার করা হয় গাড়িটি। এর ৯০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থেকে ৪৭০ কিমি রেঞ্জ পাওয়া যায়। এর ডুয়েল মোটর অল হুইল ড্রাইভ সেটআপ থেকে ৩৯৪ বিএইচপি এবং ৬৯৬ এনএম টর্ক উৎপন্ন হয়।

Show Full Article
Next Story