2023-এ প্রচুর ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ হবে, আপনি কোনটা কিনবেন, দেখুন লিস্ট

২০২২ গড়িয়ে ২০২৩ শুরু হল। নতুন বছরে নতুন আশা ও উদ্দীপনায় বুক বেঁধেছে সকলেই। ইলেকট্রিক টু-হুইলারপ্রেমীরা অপেক্ষা করে রয়েছেন এ বছর নতুন কিছু চমকের আশায়।…

২০২২ গড়িয়ে ২০২৩ শুরু হল। নতুন বছরে নতুন আশা ও উদ্দীপনায় বুক বেঁধেছে সকলেই। ইলেকট্রিক টু-হুইলারপ্রেমীরা অপেক্ষা করে রয়েছেন এ বছর নতুন কিছু চমকের আশায়। সেই সকল উৎসাহী ব্যক্তিদের কথা ভেবে বিভিন্ন সংস্থা ২০২৩-এও বেশ কিছু বৈদ্যুতিক মোটরসাইকেল বাজারে হাজির করবে। যদিও বৈদ্যুতিক মোটরসাইকেলের চাইতে স্কুটারের প্রতি মানুষের চাহিদা অনেকটাই বেশি। তবে ব্যাটারি চালিত বাইকের নতুন মডেলের আগমন সার্বিকভাবে ইলেকট্রিক টু-হুইলারের বাজারে বিক্রির গতি ত্বরান্বিত করবে বলেই আশা করা যায়। এই প্রতিবেদনে এ বছর লঞ্চ হতে চলা সেরা পাঁচটি মোটরসাইকেলের খোঁজ রইল।

Ultraviolette F77

ইলেকট্রিক মোটরসাইকেলের বাজারে আলোড়ন সৃষ্টিকারী Ultraviolette F77 গত বছর লঞ্চ হলেও ২০২৩-এর জানুয়ারি থেকে ডেলিভারি দেওয়া শুরু হবে। দুটি ভ্যারিয়েন্টে এসেছে এটি – অরিজিনাল এবং রেকন। এদের রেঞ্জ যথাক্রমে ২০৬ ও ৩০৭ কিলোমিটার বলে দাবি করা হয়েছে।

Tork Motors

ভারতীয় বৈদ্যুতিক টু-হুইলার স্টার্টআপ Tork Motors এ বছর অটো এক্স-পো-তে তাদের একটি নতুন মোটরসাইকেল সর্বসমক্ষে আনবে। এর সাথে সংস্থাটি বাজারে তাদের চলতি Kratos বাইকের নতুন সংস্করণ হাজির করবে। Kratos দুই ভ্যারিয়েন্টে বাজারে বিকোয় – Standard ও R।

Oben Rorr

ওবেন তাদের Rorr ই-বাইকটি বর্তমানে ৭টি রাজ্যে বিক্রি করে। ২০২৩-এর প্রথমার্ধ থেকেই এর ডেলিভারি শুরু করা হবে। সিঙ্গেল চার্জে ইকো মোডে এটি ২০০ কিমি রেঞ্জ দেবে বলে দাবি করা হয়েছে। বাইকটিতে একটি ৪.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক উপস্থিত এবং এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিমি।

Matter

আমেদাবাদের স্টার্টআপ গত বছর তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল Matter -এর উপর থেকে পর্দা সরিয়েছে। এর বিশেষত্ব বলতে ব্যাটারি চালিত ভার্সন হওয়া সত্ত্বেও এতে রয়েছে ম্যানুয়াল গিয়ারবক্স। বাইকটির নাম এখনও পাকাপাকিভাবে স্থির করা হয়নি। এ বছর থেকেই বাইকটি বুকিং শুরু হবে।

Honda-র গ্লোবাল ইলেকট্রিক মোটরসাইকেল

হোন্ডার নতুন ইলেকট্রিক মোটরসাইকেল এই জানুয়ারিতেই উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে। তবে ভারতের বাজারে কবে পা রাখবে সেই সম্পর্কে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। জাপানি সংস্থাটি তাদের যে দশটি নতুন মডেল লঞ্চের পরিকল্পনা করছে, তাদের মধ্যে এটিও একটি। তবে হোন্ডার এই ইলেকট্রিক মোটরসাইকেল সম্পর্কে এখনও বিস্তারিত কোন তথ্য জানা যায়নি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন