Top 5 Electric Scooter: এক চার্জেই 140 কিমি, বাইকের দামেই পাবেন এই 5 ই-স্কুটার
পেট্রোল ডিজেলের অগ্নিমূল্য এবং পরিবেশ দূষণের বাড়বাড়ন্ত মানুষকে বৈদ্যুতিক যানবাহনমুখী হয়ে উঠতে বাধ্য করছে। ফলে বৃদ্ধি...পেট্রোল ডিজেলের অগ্নিমূল্য এবং পরিবেশ দূষণের বাড়বাড়ন্ত মানুষকে বৈদ্যুতিক যানবাহনমুখী হয়ে উঠতে বাধ্য করছে। ফলে বৃদ্ধি পাচ্ছে দেশে ইলেকট্রিক স্কুটারের বিক্রি। কিন্তু এই জাতীয় মডেলের দাম একটি আইসি স্কুটারের চাইতে বেশি। যে কারণে বহু ক্রেতার ইচ্ছা থাকলেও ইলেকট্রিক স্কুটার বাড়ি নিয়ে আসার সুযোগ হয়ে ওঠে না। আজকের এই প্রতিবেদনে তাই এদেশে উপলব্ধ ১.৫০ লাখের কমে পাঁচটি সেরা ইলেকট্রিক স্কুটারের সন্ধান রইল।
TVS iQube
তালিকার সর্বপ্রথম স্থানে জায়গা করে নিয়েছে TVS iQube। এতে উপস্থিত একটি ৩.০৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যা সম্পূর্ণ চার্জে ১০০ কিলোমিটার পথ দৌড়তে সক্ষম। ফিচার হিসেবে এতে রয়েছে একটি ৭.০ ইঞ্চি ডিএফটি টাচস্ক্রিন ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি ও রিভার্স মোড। iQube-এর দাম ১.২৩ লক্ষ টাকা (এক্স-শোরুম)। অন্যান্য বৈশিষ্ট্য হিসেবে এতে একটি ইউএসবি চার্জিং পোর্ট এবং ৩২ লিটার স্টোরেজের সুবিধা মেলে।
TVS iQube ১১টি কালার অপশনে উপলব্ধ। এগুলি হল – স্টারলাইট ব্লু গ্লসি, কোরাল স্যান্ড গ্লসি, কপার ব্রোঞ্জ ম্যাট, কপার ব্রোঞ্জ গ্লসি, টাইটানিয়াম গ্রে ম্যাট, লুসিড ইয়েলো, মার্কারি গ্রে গ্লসি, মিন্ট ব্লু ও শাইনিং রেড।
Ola S1 Air
Ola Electric -এর সবচেয়ে সস্তার ইলেকট্রিক স্কুটার S1 Air-এর দাম ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে উপস্থিত একটি তিন কিলোওয়াট আওয়ার ব্যাটারি, যা পুরোপুরি চার্জে ১২৫ কিলোমিটার রেঞ্জ প্রদান করে বলে দাবি সংস্থার। এর ৪.৫ কিলোওয়াট আওয়ার মোটর ঘন্টা প্রতি ৮৫ কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ তুলতে সহায়তা করে। এতে রয়েছে একটি এলইডি হেডল্যাম্প, ৭.০ ইঞ্চি টাচ স্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম এবং ৩৪ লিটার আন্ডার সিট স্টোরেজ।
iVOOMi S1
iVOOMi S1 কিনতে খরচ পড়ে ৮৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। এতে একটি ৬০ ভোল্ট/৩৫ অ্যাম্পিয়ার আওয়ার সোয়াপেবেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এর ১১০ কিলোমিটার পরীক্ষিত রেঞ্জ বলে দাবি করা হয়েছে। সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘন্টায় ৫৫ কিলোমিটার। তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ স্কুটারটি – S1 80, S1 200 ও S1 240। মোট ছয়টি রঙে বেছে নেওয়া যায় এটি – ট্রু রেড, স্কারলেট রেড, পার্ল হোয়াইট, মুন গ্রে, মিডনাইট ব্লু এবং পিকক ব্লু।
Okinawa Praise Pro
Okinawa Praise Pro-তে শক্তির উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি ২.০৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ফুল চার্জে এটি ৮১ কিলোমিটার রেঞ্জ প্রদান করে। ৫৬ কিলোমিটার/ঘন্টার টপ স্পিড যুক্ত স্কুটারটিতে ফিচার হিসেবে দেওয়া হয়েছে একটি ইউএসবি চার্জিং পোর্ট, টেলিস্কোপিক সাসপেনশন, অ্যান্টি থেফ্ট অ্যালার্ম সহ সেন্ট্রাল লকিং এবং একটি রিমোট কিলেস এন্ট্রি সিস্টেম। এর দাম ৯৯,৬৪৫ টাকা (এক্স-শোরুম)। এতে উপলব্ধ তিনটি কালার স্কিম – গ্লসি স্পার্কেল ব্ল্যাক, গ্লসি রেড ব্ল্যাক এবং গ্লসি ব্লু ব্ল্যাক।
Hero Electric Optima CX
Hero Electric Optima CX একটি ৫১.২ ভোল্ট/৩০ অ্যাম্পিয়ার আওয়ার ডুয়েল ব্যাটারি সমেত কেনা যায়। ১৪০ কিলোমিটার রেঞ্জ সমেত স্কুটারটির সর্বোচ্চ গতিবেগ ৪৫ কিমি/ঘন্টা। ফিচারের প্রসঙ্গে বললে এতে দেওয়া হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন, ১২ ইঞ্চি অ্যালয় হুইল এবং একটি ইউএসবি চার্জিং পোর্ট। স্কুটারটির বর্তমান বাজার মূল্য ৮৫,১৯০ টাকা (এক্স-শোরুম)। গ্রে, ব্লু এবং হোয়াইট – এই তিনটি রঙের বিকল্পে বেছে নেওয়া যায় এটি।