Car Discount: 99,000 টাকার বিশাল ছাড়, পুজোর মরসুমে এই 5 হ্যাচব্যাক গাড়িতে মহা সেল

এই উৎসবের ভরা বাজারে অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হচ্ছে – এখন কি গাড়ি কেনার আদর্শ সময়। এর জবাবে আমাদের...
SUMAN 19 Oct 2023 6:44 PM IST

এই উৎসবের ভরা বাজারে অনেকের মনেই একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তা হচ্ছে – এখন কি গাড়ি কেনার আদর্শ সময়। এর জবাবে আমাদের মতামত, হ্যাঁ এখনই গাড়ি কেনার আদর্শ সময়। কারণ উৎসবের এই দিনগুলিতে বিভিন্ন কোম্পানি সবচেয়ে বেশি ছাড় দিয়ে থাকে। আজকের এই প্রতিবেদনে এমন পাঁচটি হ্যাচব্যাক গাড়ির হদিশ রইল, যেগুলিতে প্রায় ১ লাখ টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তবে অঞ্চল ও ডিলারশিপ ভেদে ডিসকাউন্টের অঙ্ক আলাদা হতে পারে। তাই গাড়ি কেনার আগে অফারের বিষয়ে নিশ্চিত হয়ে নেওয়ার পরামর্শ রইল আমাদের তরফে।

Citroen C3

বর্তমানে Citroen C3 গাড়িটি ৯৯,০০০ টাকার ডিসকাউন্ট সমেত কেনা যাচ্ছে। এর সাথে রয়েছে ৫ বছরের এক্সটেন্ডেড ওয়ারেন্টি। আবার ফরাসি কোম্পানিরই তাদের এই গাড়িতে সহজ ইএমআই স্কিম, যেমন এখন কিনে পড়ে (পড়ের বছর) পরিশোধ করার মতো অফার দিচ্ছে। গাড়িটির বর্তমান বাজার মূল্য ৬.১৬ লাখ থেকে ৮.৯২ লাখ টাকা (এক্স-শোরুম)।

Maruti Suzuki Ignis

মারুতি সুজুকির অন্যান্য হ্যাচব্যাক মডেলের মতো Ignis-এর কম বেচাকেনার কারণে, কখনই সামনের সারিতে আসতে পারেনি। বর্তমানে এটি কিনলে ৭০,০০০ টাকা ডিসকাউন্ট মিলবে। এর মধ্যে রয়েছে ৩৫,০০০ টাকার ক্যাশ ডিল, ২৫,০০০ টাকার এক্সচেঞ্জ অফার এবং ১০,০০০ টাকার কর্পোরেট বোনাস। ব্র্যান্ডের প্রিমিয়াম শোরুম নেক্সা (Nexa) থেকে উপলব্ধ গাড়িটির দাম ৫.৮৪ লক্ষ থেকে ৮.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Maruti Suzuki Celerio

ডিসকাউন্ট প্রাপ্ত হ্যাচব্যাক গাড়ির তালিকার তৃতীয় স্থানে রয়েছে Maruti Suzuki Celerio। এই মাস জুড়ে গাড়িটির পেট্রোল ও সিএনজি মডেলে সর্বোচ্চ ৫৯,০০০ টাকা ডিসকাউন্ট অফার করা হচ্ছে। যার মধ্যে রয়েছে ক্যাশ ডিসকাউন্ট বাবদ ৩৫,০০০ টাকা, এক্সচেঞ্জ বোনাস বাবদ ২০,০০০ টাকা এবং কর্পোরেট বোনাস বাবদ ৪,০০০ টাকা। গাড়িটির বর্তমান বাজার মূল্য ৫.৩৭ লক্ষ থেকে ৭.১৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Hyundai Grand i10 Nios

Hyundai Grand i10 Nios এন্টি লেভেল গাড়িটির সর্বোচ্চ ৫০,০০ টাকার ডিসকাউন্ট সমেত কেনা যাচ্ছে। এর মধ্যে রয়েছে ৩০,০০০ টাকার ক্যাশ অফার এবং ১০,০০০ টাকার এক্সচেঞ্জ অফার। আবার কয়েকটি বাছাই করা ভ্যারিয়েন্টে মিলবে কর্পোরেট ডিল। গাড়িটি বর্তমানে কিনতে খরচ করে ৫.৮৪ লক্ষ থেকে ৮.৫১ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Renault Kwid

২০১৫-তে হাজির হওয়া Renault Kwid-এ মিলছে ৫০,০০০ টাকার ছাড়। এর মধ্যে উপলব্ধ ২০,০০০ টাকার ক্যাশ অফার, ২০,০০০ টাকার এক্সচেঞ্জ পলিসি এবং ১০,০০০ টাকার কর্পোরেট বোনাস। এই মুহূর্তে গাড়িটির মূল্য ৪.৭০ লক্ষ থেকে ৬.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story