অজান্তেই কেস খেয়ে যাবেন, এই 5 ট্রাফিক আইনের সঙ্গে কিন্তু খুব কম মানুষই পরিচিত

ভারতে রাস্তাঘাটে যা যানজট, তাতে করে গাড়ি নিয়ে বেরিয়ে বাড়ি ফেরাই একটি বড় চ্যালেঞ্জ। ড্রাইভিংয়ের সময় একাগ্রতার সামান্যতম বিচ্যুতি ঘটলেও বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে হতে…

ভারতে রাস্তাঘাটে যা যানজট, তাতে করে গাড়ি নিয়ে বেরিয়ে বাড়ি ফেরাই একটি বড় চ্যালেঞ্জ। ড্রাইভিংয়ের সময় একাগ্রতার সামান্যতম বিচ্যুতি ঘটলেও বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে হতে পারে। রাস্তায় বেরোলেই প্রতি মুহূর্তেই কিছু না কিছু সারপ্রাইজের সম্মুখীন হতে হয়। এর সাথে ট্রাফিক নিয়মের বেড়াজাল তো রয়েছেই। যেখানে পান থেকে চুন খসলেই বড়সড় জরিমানার ঝক্কি পোহাতে হতে পারে। এমনই পাঁচটি অজানা ট্রাফিক নিয়ম সম্পর্কে এই প্রতিবেদনে আলোকপাত করা হল।

গাড়ি চালানোর সময় ধূমপান করা

অনেকেই হয়তো জানেন না ভারতের রাস্তায় গাড়ি চালানোর সময়ে ধূমপান নিষিদ্ধ। ধরা পড়লে ১০০ থেকে ৩০০ টাকা অর্থদণ্ড দিতে হতে পারে। পাবলিক প্লেসে ধূমপান বিপজ্জনক প্রমাণিত হতে পারে। গবেষণা বলছে গাড়ি চালানোর সময় ধূমপান আপনার প্রতিক্রিয়া কয়েক গুণ কমিয়ে দিতে পারে। তাই আচমকা কোন অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হলে, তা এড়িয়ে যাওয়া সাধারণ অবস্থার তুলনায় কঠিন।

হাই বিমে গাড়ি চালানো

হাই বিমে অর্থাৎ লাইট আপার পজিশনে রেখে গাড়ি চালানো আইনের দৃষ্টিভঙ্গিতে অপরাধ হিসেবে গণ্য হয়। এতে সবচেয়ে বেশি উল্টো দিক থেকে আসা গাড়ির চালকদের হয়রানির সম্মুখীন হতে হয়। আলোর ঝলকানিতে দিকবিদিক শূন্য হয়ে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা। তাই বলে যে হাই বিমের প্রয়োজনীয়তা নেই তা বলা হচ্ছে না। গাড়ি চালানোর সময় এটিরও উপযুক্ত ব্যবহার রয়েছে।

প্রেসার হর্নের ব্যবহার

গাড়িতে প্রেসার হর্ন অথবা এয়ার হর্নের ব্যবহার ভারতের রাস্তায় নিষিদ্ধ। কারণ এই জাতীয় হর্নের আওয়াজ শব্দ দূষণ সৃষ্টি করে। যা থেকে যে কোন সময় অঘটন ঘটে যেতে পারে। তাই এই জাতীয় হর্ন গাড়িতে ব্যবহার না করাই যুক্তিযুক্ত।

ইন্সুরেন্স ছাড়া ড্রাইভিং

ভারতে গাড়ি চালাতে হলে ইন্সুরেন্স থাকা আবশ্যক। কমপক্ষে থার্ড পার্টি ইন্সুরেন্স রাখতেই হবে। কারণ রাস্তায় কী ঘটবে তা কেউ জানে না। তাই বীমা ছাড়া গাড়ি চালালে পুলিশের রোষে পড়তে হতে পারে।

হ্যাজার্ড লাইটের ভুল ব্যবহার

হ্যাজার্ড লাইটের সঠিক ব্যবহার রয়েছে। গাড়িতে ভুল জায়গায় সেটি লাগানো হলেই জরিমানা গুনতে হতে পারে। উপরিউক্ত এই পাঁচটি ট্রাফিক আইন মেনে চলা আবশ্যক। নয়তো যেকোনো মুহূর্তে জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত থাকুন।