অল্লু অর্জুন থেকে কিং খান, ভারতের এই পাঁচ চিত্রতারকা বহুমূল্য Rolls Royce এর মালিক
ভারত তথা গোটা বিশ্বের নামকরা সমস্ত সেলিব্রিটিদের কাছে তাদের নিজস্ব গাড়িটি বাস্তবে আভিজাত্যের প্রমাণ বহন করে। ফেরারি,...ভারত তথা গোটা বিশ্বের নামকরা সমস্ত সেলিব্রিটিদের কাছে তাদের নিজস্ব গাড়িটি বাস্তবে আভিজাত্যের প্রমাণ বহন করে। ফেরারি, ল্যাম্বরগিনি, বিএমডব্লিউ কিংবা বেন্টলে এর মতো বিলাসবহুল গাড়ির মালিক এদেশের অনেক তারকাই। তবে এমন বহুমূল্যের গাড়ির দুনিয়ায় রোলস রয়েস (Rolls Royce) এর আভিজাত্য অন্যান্য সবাইকেই পিছনে ফেলে দেওয়ার ক্ষমতা রাখে। আজকের প্রতিবেদনে ভারতে রোলস রয়েস গাড়ি রয়েছে এমন পাঁচ জন চিত্রতারকার তালিকা রইল।
প্রিয়াঙ্কা চোপড়া
বলিউডের গণ্ডি ছাড়িয়ে হলিউডের যে কয়েকজন তারকা সুনাম অর্জন করেছেন তাদের মধ্যে অবশ্যই প্রথম দিকে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে নিউইয়র্ক নিবাসী এই অভিনেত্রীর বাড়ির গ্যারেজে শোভা বর্ধন করে রয়েছে Rolls Royce Ghost। সম্পূর্ণ গাড়িটি কালো রঙের হলেও উপরের অংশটি রূপালী রঙের। ২০১০ সালে লঞ্চ হলেও এখনও পর্যন্ত Rolls Royce Ghost মডেলটি কিনতে পাওয়া যায়।
গাড়িটির অন্যতম বিশেষত্ব লুকিয়ে রয়েছে এর দরজায়। সাধারণ গাড়ীর দরজার কব্জা যেখানে সামনের দিকে লাগানো থাকে সেখানে এর পিছনের দরজার কব্জা ঠিক পিছনের দিকেই অবস্থিত। এতে ৬.৭ লিটারের V12 ইঞ্জিন উপস্থিত। BMW এর তৈরি অটোমেটিক গিয়ারবক্স যুক্ত ইঞ্জিন ৫৬৩বিএইচপি এবং ৮২০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম।
হৃত্বিক রোশন
ধুম সিনেমা খ্যাত বলিউডের তারকা অভিনেতা হৃত্বিক রোশনের জিম্মায় রয়েছে Rolls Royce Ghost Series 2। এই মুহূর্তে অবশ্য গাড়িটির উৎপাদন বন্ধ করে দিয়েছে সংস্থা। ২০১৬ তে নিজের জন্মদিনে এই গাড়িটি কেনেন অভিনেতা। আগেরটির মতো এক্ষেত্রেও ৬.৬ লিটারের V12 ব্যবহার করা হয়েছে যা থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৫৬৩ বিএইচপি এবং ৭৮০ এনএম। সাথে রয়েছে অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম যা পিছনের চাকাতে সমস্ত শক্তি পৌঁছে দিতে সক্ষম।
বিজয়
দক্ষিণী সিনেমার পরিচিত মুখ বিজয়ের সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। অভিনেতার গ্যারেজের শোভা বর্ধন করে রয়েছে Rolls Royce Ghost গাড়িটি। দক্ষিণ ভারতের সিনেমার এই অভিনেতার পছন্দের বিলাসবহুল গাড়ির তালিকা কিন্তু অনেকটাই দীর্ঘ। রোলস রয়েস ছাড়াও তার কাছে আছে BMW, Audi এবং Mini Coopers এর মতো সংস্থার তৈরি প্রিমিয়াম রেঞ্জের মডেল গুলি।
অল্লু অর্জুন
দক্ষিণ ভারতের সিনেমার কথা বলতে গেলেই "স্টাইলিশ সুপারস্টার" হিসাবে পরিচিত অল্লু অর্জুনের নাম সবার প্রথমেই মাথায় আসে। অতি জনপ্রিয় এই দক্ষিণী চিত্রতারকার কাছে বিভিন্ন সংস্থার তৈরি বিলাসবহুল গাড়ির সম্ভার দেখতে পাওয়া যায়। এরমধ্যে অন্যতম Rolls Royce Cullinan এসইউভি। এর প্রাণ ভোমরা হিসেবে ৬.৭ লিটারের V12 ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনটি থেকে ৫৬৩ বিএইচপি শক্তি এবং ৮৬০ এনএম টর্ক উৎপাদিত হয়। ফোর হুইল ড্রাইভ প্রযুক্তি সম্বলিত এই ইঞ্জিনের সঙ্গে এইট স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম সংযুক্ত রয়েছে।
শাহরুখ খান
বলিউড কিং শাহরুখ খানের মুম্বাইতে অবস্থিত বাড়ি মন্যত এ বহুমূল্যের বিভিন্ন গাড়ির কালেকশন দেখতে পাওয়া যায়। জনপ্রিয় এই অভিনেতা নিজেও দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা Hyundai এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর। কিং খানের পছন্দের গাড়িগুলির মধ্যে অন্যতম একটি হলো Rolls Royce Phantom Drophead Coupe। ২০১৬ সালেই এর উৎপাদনের চাকা বন্ধ হয়ে যায়।
রোলস রয়েস এর এই বহুমূল্যের গাড়িটি ভারতবর্ষের সবচেয়ে দামি গাড়ির তকমা পেয়েছে। এর মধ্যে ব্যবহার করা হয়েছে ৬.৭ লিটারের V12 ইঞ্জিন, যা থেকে ৪৬০ বিএইচপি শক্তি এবং ৭২০এনএম টর্ক জেনারেট হয়। ইঞ্জিনের সঙ্গে যুক্ত অটোমেটিক গিয়ার বক্স এর পিছনের চাকায় শক্তি পৌঁছে দিতে সাহায্য করে।