Best ABS Bikes: বাজাজ থেকে হোন্ডা, দেশে সবচেয়ে সস্তায় কেনা যাচ্ছে এবিএস সহ এই 5 বাইক

একটু বেশি গতিতে চলার সময় আচমকা সামনে কিছু চলে এলে জোরে ব্রেক কষে করা ছাড়া আর কোনও উপায় থাকে না। আর বিপদটা ঘটে তখনই। বাইকের…

একটু বেশি গতিতে চলার সময় আচমকা সামনে কিছু চলে এলে জোরে ব্রেক কষে করা ছাড়া আর কোনও উপায় থাকে না। আর বিপদটা ঘটে তখনই। বাইকের চাকার গতি একেবারে স্তব্ধ হওযার প্রতিক্রিয়াস্বরূপ সেটি পিছলে গিয়ে রাস্তায় আছাড় খেতে হয়, না হলে পেছনের চাকা উপরে উঠে ঘটতে পারে দুর্ঘটনা! এহেন পরিস্থিতিতে পরিত্রাতার ভূমিকা পালন করে এবিএস বা অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। অবাক করার মতো বিষয় হল বর্তমানে ভারতের বাজারে ১২৫ সিসি বা তার থেকেও কম ক্যাপাসিটির ইঞ্জিন চালিত মোটবাইকে স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে এবিএস দেওয়া হচ্ছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক দেশের সবচেয়ে কম মূল্যে (এক্স-শোরুম) উপলব্ধ এবিএস যুক্ত বাইক কোনগুলি।

Bajaj Platina 110 ABS (দাম ৬৯,৫০৪ টাকা)

বর্তমানে ভারতের বাজারে এবিএস যুক্ত সবচেয়ে সস্তা মোটরসাইকেলের তকমা জিতে নিয়েছে Bajaj Platina 110। এতে সিঙ্গেল চ্যানেল এবিএস সমেত সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেক বর্তমান। শক্তির সঞ্চার ঘটাতে রয়েছে ১১৫.৪৫ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইঞ্জেক্টেড ইঞ্জিন। এটি থেকে ৮.৪৮ বিএইচপি ক্ষমতা এবং ৯ এনএম টর্ক উৎপন্ন হয়। ৫-গতির গিয়ার উপলব্ধ এতে।

Honda Unicorn (দাম ১.১০ লাখ টাকা)

ভারতের ১৬০ সিসি মোটরসাইকেলের দুনিয়ায় Honda Unicorn একটি অতি ভরসাযোগ্য নাম। এই জনপ্রিয় প্রিমিয়াম কমিউটার বাইকটিতে এবিএস সহ উভয় চাকায় ডিস্ক ব্রেক উপস্থিত। এতে রয়েছে ১৬২.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যা থেকে ১২.৭ বিএইচপি ক্ষমতা এবং ১৪ এনএম টর্ক পাওয়া যায়। ৫-স্পিড গিয়ারবক্স সহ ছোটে বাইকটি।

Yamaha FZ ও FZ-S (দাম ১.১৭-১.২২ লাখ টাকা)

Yamaha FZ ও FZ-S-তে শক্তির উৎস হিসাবে ১৫৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন দেওয়া হয়েছে, যার আউটপুট ১২.২ বিএইচপি এবং ১৩.৩ এনএম। ইঞ্জিনের সাথে সংযুক্ত ৫-স্পিড গিয়ারবক্স। এতেও সিঙ্গেল চ্যানেল এবিএস সমেত সামনে ও পেছনের চাকায় ডিস্ক ব্রেক অপশন উপলব্ধ।

Hero Xtreme 160R (দাম ১.২১ লাখ টাকা)

এবিএস সহ সবচেয়ে সস্তা মোটরসাইকেলের তালিকায় স্থান পেয়েছে Hero Xtreme 160R। এর ১৬৩ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৫ বিএইচপি এবং ১৪ এনএম টর্ক পাওয়া যায়। বাইকটি ৫-গতির গিয়ারবক্সে ছোটে। সিঙ্গেল চ্যানেল এবিএস সহ সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম/ডিস্ক ব্রেক অপশনে বেছে নেওয়া যায় বাইকটি।

TVS Apache RTR 160 4V (দাম ১.২৩ লাখ টাকা)

তালিকার সর্বশেষ স্থানে জায়গা পেয়েছে ভারতের জনপ্রিয় রেসিং বাইক TVS Apache RTR 160 4V।টু-হুইলারটির ১৫৯.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন। যার আউটপুট ১৫.৮ বিএইচপি এবং ১৩.৮৫ এনএম। মোটরের গতিতে ছন্দ মেলাতে আছে ৫-স্পিড গিয়ারবক্স। সিঙ্গেল চ্যানেল এবিএস সহ সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ও ডিস্ক ব্রেক বিকল্পে উপলব্ধ এটি।

WhatsApp Follow Button

লেটেস্ট খবর পড়তে হোয়াটসঅ্যাপে

WhatsApp Logo যুক্ত হোন