গিয়ার চেঞ্জের ঝামেলা নেই, Maruti, Tata-র সবচেয়ে সস্তা 5 অটোমেটিক গাড়ি দেখে নিন
বিজ্ঞানের জয়যাত্রার গুণে মানুষজনের জীবনযাত্রা এখনো হয়েছে অনেক সহজ। জটিল পরিস্থিতিকে কী করে সহজতর করে তোলা যায় সেই...বিজ্ঞানের জয়যাত্রার গুণে মানুষজনের জীবনযাত্রা এখনো হয়েছে অনেক সহজ। জটিল পরিস্থিতিকে কী করে সহজতর করে তোলা যায় সেই প্রচেষ্টায় মত্ত আধুনিক প্রযুক্তিবিদরা। ঠিক এই ভাবেই গাড়ি চালানোর জন্য ক্লাচ ও গিয়ার বদলের ঝামেলা দূরে সরিয়ে রাখার ভূমিকায় সফল অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমের গাড়ি। তাছাড়াও শহরাঞ্চলের যানবাহনপূর্ন ব্যস্ত রাস্তার মধ্যে ঝঞ্ঝাটহীন ভাবে আপনার শখের চার চাকাটি চালিয়ে নিতে হলে অটোমেটিক গিয়ারের মাহাত্ম্য উপলব্ধি করা যায়। একটা সময় অটোমেটিক গাড়িরর জন্য অনেকটা অতিরিক্ত টাকা খরচ করতে হলেও বর্তমানে প্রতিযোগিতার বাজারে হাতের নাগালের মধ্যেই হাতে পাবেন এমন গাড়ির চাবি। চলুন দেখে নেওয়া যাক দেশের সবচেয়ে সস্তা পাঁচ অটোমেটিক গাড়ি কোনগুলি।
Maruti Suzuki Alto K10 (দাম শুরু ৫.৬১ লাখ টাকা থেকে)
আজকের তালিকায় সবার প্রথমে জায়গা করে নিয়েছে ভারতের সবচেয়ে কম দামের অটোমেটিক গিয়ার বক্স যুক্ত গাড়ি Maruti Suzuki Alto K10। একে চালিকাশক্তি যোগায় ১.০ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি থেকে উৎপাদিত পাওয়ার এবং টর্ক আউটপুট যথাক্রমে ৬৫.৭ বিএইচপি এবং ৮৯ এনএম। সাথে থাকছে ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ার বক্সের অপশন।
Maruti Suzuki S-Presso (দাম শুরু ৫.৭৬ লাখ টাকা থেকে)
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে Maruti Suzuki S-Presso। এই গাড়িটির মধ্যেও অল্টোতে ব্যবহৃত একই ধরনের ১.০ লিটারের পেট্রোল চালিত ইঞ্জিন এগিয়ে চলার শক্তি সরবরাহ করে। এক্ষেত্রেও রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্সের পাশাপাশি অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম।
Renault Kwid (দাম শুরু ৬.১২ লাখ টাকা থেকে)
ফরাসি গাড়ি নির্মাতা রেনো এর তৈরি সবচেয়ে কম দামের চারচাকা মডেল হল কুইড। এর মধ্যে ১.০ লিটার এবং ৮০০ সিসি এই দুই ধরনের ইঞ্জিন অপশন বিদ্যমান। দ্বিতীয় ক্ষেত্রে কেবলমাত্র ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স থাকলেও প্রথমটিতে রয়েছে অটোমেটিক অপশন।
Maruti Suzuki WagonR (দাম শুরু ৬.৫৫ লাখ টাকা থেকে)
পকেট সাশ্রয়ী মূল্যে খানিকটা বড় চেহারার হ্যাচব্যাক গাড়ি হল মারুতি সুজুকি ওয়াগনর। এর মধ্যেও দুই ধরনের ইঞ্জিনের অপশন দেওয়া হয়েছে- প্রথমটি ১.০ লিটারের এবং দ্বিতীয়টি ১.২ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন। উভয় ক্ষেত্রেই ফাইভ স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেম থাকলেও কেবলমাত্র দ্বিতীয়টির ক্ষেত্রে অটোমেটিক ভার্সন চালু রেখেছে মারুতি।
Tata Tiago (দাম শুরু ৬.৯২ লাখ টাকা)
আজকের তালিকায় পঞ্চম এবং শেষ গাড়িটি হলো টাটা টিয়াগো। এটি টাটা মোটরসের তৈরি এন্ট্রি লেভেলের মডেল। একে চালিকাশক্তি যোগায় ১.২ লিটারের সাধারণ পেট্রোল চালিত ইঞ্জিন যা ৮৪ বিএইচপি শক্তি এবং ১১৩ এনএম টর্ক উৎপন্ন করার ক্ষমতা রাখে। সাথে থাকছে পাঁচ ধাপ যুক্ত ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন।