Best Cars: দাম 3.99 লাখ টাকা, আপনার চার চাকা কেনার স্বপ্নপূরণ করবে এই 5 গাড়ি

জীবনে প্রথম গাড়ি কেনার সময় যে কোন ব্যক্তি একটু বেশিই সতর্ক থাকেন। নতুন মডেল বেছে নেওয়ার ক্ষেত্রেও তাই উদ্দীপনা থাকে...
SUMAN 13 Oct 2023 8:31 PM IST

জীবনে প্রথম গাড়ি কেনার সময় যে কোন ব্যক্তি একটু বেশিই সতর্ক থাকেন। নতুন মডেল বেছে নেওয়ার ক্ষেত্রেও তাই উদ্দীপনা থাকে চরমে। এদিকে সিংহভাগ ভারতীয়কে জীবনের প্রথম গাড়ি হিসেবে তুলনামূলক সস্তার মডেল বেছে নিতে দেখা যায়। কারণ এন্ট্রি লেভেল মডেলগুলি যেমন বেশি মাইলেজ অফার করে, আবার কম খরচে নিত্যদিন অফিসে যাতায়াত বা ছুটির দিনে পরিবার নিয়ে দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য এই জাতীয় গাড়ির জুড়ি মেলা ভার। এখানেই শেষ নয়, সাশ্রয়ী হলেও এই জাতীয় গাড়িগুলি আধুনিক ফিচার দ্বারা ভরপুর হয়ে আসছে। চলুন ভারতের বাজারে উপলব্ধ এমনই সেরা ৫টি সস্তার গাড়ি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Maruti Suzuki Alto K10

সস্তার গাড়ির তালিকার সর্বপ্রথম মডেলটি হচ্ছে Maruti Suzuki Alto K10। বর্তমানে দেশের বাজারে এর দাম ৩.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এই হ্যাচব্যাক মডেলে আছে একটি ১.০ লিটার, থ্রি সিলিন্ডার NA পেট্রোল ইঞ্জিন। গাড়িটি সিএনজি ভার্সনেও বিক্রি করে মারুতি সুজুকি। আবার ম্যানুয়াল ও অটোমেটিক উভয় ট্রান্সমিশন বিকল্পে উপলব্ধ এটি।

Maruti Suzuki S-Presso

ভারতের সবচেয়ে সাশ্রয়ী গাড়ির তালিকায় স্থান পেয়েছে Maruti Suzuki S-Presso। এসইউভি মডেলের থেকে অনুপ্রাণিত গাড়িটির বর্তমানে কিনতে খরচ পড়ে ৪.২৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটি একটি ১.০ লিটার NA পেট্রোল ইঞ্জিন সমেত অফার করা হয়। যা Alto K10-এও উপস্থিত।

Renault Kwid

পরপর দুটি মারুতি সুজুকির গাড়ির পর তালিকার তৃতীয় স্থান দখল করেছে Renault Kwid। হ্যাচব্যাক মডেলটি এখন‌ ৪.৭০ লক্ষ টাকায় (এক্স-শোরুম) বিকোচ্ছে। রেনো তাদের এই মডেলে একটি ১.০ লিটার, থ্রি-সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন অফার করে। যা থেকে সর্বোচ্চ ৬৭ এইচপি শক্তি এবং ৯১ এনএম টর্ক পাওয়া যায়।

Maruti Suzuki Celerio

চতুর্থ স্থানেও মারুতি সুজুকির গাড়ি। বর্তমানে Celerio দেশের মধ্যে অন্যতম সস্তা চার চাকা হিসেবে সুপরিচিত। কিছু প্রিমিয়াম ফিচার থাকার কারণে অল্টো ও এস-প্রেসো-এর চাইতে এর মূল্য কিছুটা বেশি, যা ৫.৩৭ লক্ষ টাকা (এক্স-শোরুম)। একটি ১.০ লিটার, NA পেট্রোল ইঞ্জিনে ছোটে গাড়িটি। আবার সিএনজি মডেলে কেনা যায় এটি।

Maruti Suzuki WagonR

কম দামের সাথে শক্তিশালী হওয়ার কারণে Maruti Suzuki WagonR-এর জনপ্রিয়তা দেখে রীতিমতো ঈর্ষান্বিত প্রতিপক্ষরা। এখন গাড়িটি কিনতে খরচ পড়ে ৫.৫৪ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে একটি ১.০ লিটার, NA পেট্রোল এবং ১.২ লিটার, ফোর পট NA পেট্রোল ইঞ্জিন উপস্থিত।

Show Full Article
Next Story