ইলেকট্রিক সানরুফ গাড়ি এখন হাতের মুঠোয়, দাম 7 লাখ থেকেই শুরু, কিনবেন নাকি
বর্তমানে ইলেকট্রিক সানরুফ গাড়ির অন্যতম আকর্ষণীয় একটি ফিচার। সারা বছর তাপমাত্রা যথেষ্ট উষ্ণ অনুভূত হলেও গাড়ির ছাদ থেকে...বর্তমানে ইলেকট্রিক সানরুফ গাড়ির অন্যতম আকর্ষণীয় একটি ফিচার। সারা বছর তাপমাত্রা যথেষ্ট উষ্ণ অনুভূত হলেও গাড়ির ছাদ থেকে মাথা বের করে চারপাশের বাতাস উপভোগ করার স্বাধীনতা পেতে চায় অনেকেই। একসময় শুধু প্রিমিয়াম গাড়ির ছাদ খোলার সুবিধা পাওয়া গেলেও বর্তমানে সানরুফ ফিচার চলে এসেছে মধ্যবিত্তের হাতের মুঠোয়। দশ লাখের মধ্যে বাজারে এমন পাঁচটি গাড়ি পাবেন যা সানরুফ অফার করে ক্রেতাদের। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী।
Tata Altroz
ভারতের বাজারে থাকা ইলেকট্রিক সানরুফ যুক্ত গাড়িগুলির মধ্যে সবচেয়ে কম দামে মেলে Tata Altroz। এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৭.৩৫ লাখ টাকা থেকে। আকর্ষণীয় সব ফিচার্সেরে পাশাপাশি টাটার এই হ্যাচব্যাক গাড়িটি ফাইভ স্টার সেফটি রেটিং সমৃদ্ধ। সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো ডিজাইন এবং ভরসাযোগ্য ইঞ্জিন এবং বিভিন্ন ট্রান্সমিশন সিস্টেমের অপশন।
Hyundai Exter
দক্ষিণ কোরিয়ার গাড়ি নির্মাতা Hyundai এর ভারতীয় পোর্টফোলিওতে থাকা সবচেয়ে ছোট চেহারার এসইউভি Exter। লঞ্চ হয়েছে খুব বেশি দিন হয়নি। Hyundai exter এর SX ভ্যারিয়েন্টে মিলবে ইলেকট্রিক সানরুফ অপশন। খরচ হবে ৮ লক্ষ টাকা (এক্স শোরুম)। এই মাইক্রো এসইউভি গাড়িটিতে চালিকা শক্তি সরবরাহ করে ১.২ লিটারের সাধারণ পেট্রোল ইঞ্জিন। সঙ্গে ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ারবক্স অপশন উপলব্ধ।
Tata Punch
Hyundai Exter এর অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী হল Tata Punch। মাইক্রো এসইউভি এই মডেলেও রয়েছে ইলেকট্রিক সানরুফ অপশন। দাম পড়বে ৮.৩৫ লক্ষ টাকা (এক্স শোরুম)। Tata Altroz এর মত Punch এর দাম যথেষ্ট আকর্ষণীয় রাখা হয়েছে। টাটা পাঞ্চ গাড়িতে ১.২ লিটারের পেট্রোল ইঞ্জিন আছে। পাঁচ ধাপ যুক্ত ম্যানুয়াল গিয়ার বক্যে পাশাপাশি সিক্স স্পিড অটোমেটিক ট্রান্সমিশন মিলবে এতে। কেনা যায় সিএনজি ভ্যারিয়েন্টেও।
Mahindra XUV300
জনপ্রিয় দেশীয় গাড়ি নির্মাতা মাহিন্দ্রা সম্প্রতি তার সাব-কম্প্যাক্ট এসইউভি XUV300 এর W4 ভ্যারিয়েন্টে সানরুফ ফিচার যুক্ত করেছে। এই সংস্করণটির এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ৮.৬৬ লাখ টাকা থেকে। সানরুফ যুক্ত এসইউভি গাড়ির মধ্যে এটিই অন্যতম বাজেট ফ্রেন্ডলি অপশন। গাড়িটিতে রয়েছে মোট তিন ধরনের ইঞ্জিন- ১.২ লিটারের টার্বো চার্জ পেট্রল ইঞ্জিন, ১.৫ লিটারের ডিজেল ইঞ্জিন এবং ১.২ লিটারের mStallion টার্বো পেট্রোল ইঞ্জিন।
Hyundai i20
প্রিমিয়াম হ্যাচব্যাক হিসেবে জনপ্রিয় Hyundai i20 এর Asta ভ্যারিয়েন্টের স্পেশাল সব ফিচারের মধ্যে অন্যতম হল ইলেকট্রিক সানরুফ। ৯.২৮ লাখ টাকা (এক্স শোরুম) খরচ করেই হাতে মিলবে এই ভ্যারিয়েন্টের চাবি। Tata Altroz কে মুখোমুখি টক্কর দিচ্ছে হুন্ডাই এর এই হ্যাচব্যাক গাড়িটি। সাধারণ পেট্রোল ইঞ্জিনের পাশাপাশি টার্বো পেট্রোল ইঞ্জিন অপশন রয়েছে এতে। গাড়িটির প্রিমিয়াম সংস্করণ- N-Line কিনতে পাওয়া যায় ভারতে।