Top 5 Scooter: বাজেট কম? আপনার জন্য উপযুক্ত সর্বাধিক মাইলেজ দেওয়া এই 5 স্কুটি

ভারতের সিংহভাগ মানুষের পথ চলার সবচেয়ে প্রিয় মাধ্যম হচ্ছে টু-হুইলার। যার মধ্যে স্কুটারের প্রতি অনেকের আগ্রহ ইদানিং বৃদ্ধি পাচ্ছে। স্কুটি গিয়ারলেস হওয়ার কারণে যানজটপূর্ণ রাস্তায়…

ভারতের সিংহভাগ মানুষের পথ চলার সবচেয়ে প্রিয় মাধ্যম হচ্ছে টু-হুইলার। যার মধ্যে স্কুটারের প্রতি অনেকের আগ্রহ ইদানিং বৃদ্ধি পাচ্ছে। স্কুটি গিয়ারলেস হওয়ার কারণে যানজটপূর্ণ রাস্তায় সহজেই রাইডিং করা যায়। বারংবার গিয়ার পরিবর্তনের ঝুটঝামেলা থেকে মেলে রেহাই। কিন্তু একটি বাইকের তুলনায় স্কুটারের মাইলেজ তুলনামূলক কম। এই কথা চিন্তা করে অনেকেই মোটরসাইকেল কিনতে বাধ্য হন। কিন্তু জানেন কি, ভারতের বাজারে এমন কিছু স্কুটার উপলব্ধ রয়েছে যার মাইলেজ যথেষ্ট সন্তোষজনক? এই প্রতিবেদনে ৮০,০০০ টাকার (এক্স-শোরুম) মধ্যে তেমনি পাঁচটি সেরা স্কুটির হদিশ রইল।

Honda Activa 6G

ভারতের স্কুটারের জগতে নেতৃত্ব প্রদান করে চলেছে Honda Activa। এর 6G মডেলটি একটি ১১০ সিসি সিলিন্ডার ইঞ্জিনে ছোটে। যার আউটপুট ৭.৬৮ বিএইচপি এবং ৮.৭৯ এনএম টর্ক। এতে রয়েছে একটি সিভিটি গিয়ারবক্স। এর ইঞ্জিন ১ লিটার পেট্রোলে ৬০ কিলোমিটার মাইলেজ প্রদান করে। Honda Activa 6G-এর বর্তমান বাজার মূল্য ৭৪,৫৩৬ টাকা (এক্স-শোরুম)।

TVS Jupiter

টিভিএস মোটর কোম্পানির অন্যতম জনপ্রিয় স্কুটার হচ্ছে Jupiter 110। এর ফিচারের তালিকাটিও বেশ লম্বা-চওড়া। এগিয়ে চলার শক্তি জোগাতে এতে উপস্থিত একটি ১১০ সিসি ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৬২ কিলোমিটার মাইলেজ মেলে। স্কুটারটি কিনতে এখন খরচ পড়ে ৭১,৩৯০ টাকা (এক্স-শোরুম)।

Suzuki Access 125

১২৫ সিসি স্কুটারের দুনিয়ায় অন্যতম নামজাদা মডেল হচ্ছে Suzuki Access 125। ১২৫ সিসি ইঞ্জিন থাকা সত্ত্বেও এটি এক লিটার পেট্রলে ৬৪ কিলোমিটার পথ চলতে সক্ষম। এর দাম ৭৮,৪০০ টাকা (এক্স-শোরুম)।

Yamaha Fascino 125 Hybrid

হাইব্রিড প্রযুক্তি থাকার কারণে ১২৫ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন যুক্ত Yamaha Fascino 125 সর্বাধিক মাইলেজ প্রদানকারী স্কুটারের তালিকা স্থান পেয়েছে। এর মোটর থেকে সর্বোচ্চ ৮.১ বিএইচপি শক্তি এবং ১০.২ এনএম টর্ক উৎপন্ন হয়। সম্প্রতি স্কুটারটির E20 অবতার লঞ্চ হয়েছে। ১ লিটার পেট্রলে এর মাইলেজ ৬৮ কিলোমিটার। বর্তমান বাজার মূল্য ৭৮,৬০০ টাকা (এক্স-শোরুম)।

Yamaha Ray ZR125 Hybrid

হাইব্রিড প্রযুক্তির হওয়ার কারণে Fascino 125 Hybrid-এর মতো Yamaha Ray ZR125 Hybrid-ও ১ লিটার পেট্রোলে ৬৮ কিলোমিটার পথ ছোটে। এতে রয়েছে একটি ১২৫ সিসি ইলেকট্রিক্যাল অ্যাসিস্টেড ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৮.১ বিএইচপি শক্তি এবং ১০.২ এনএম টর্ক পাওয়া যায়।