Best Bikes Under Rs 1.5 Lakh

TVS থেকে Yamaha, ভারতে ১.৫ লক্ষ টাকার কমে জবরদস্ত পাঁচ মোটরসাইকেল

তরুণ বাইক-প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় নেকেড মোটরসাইকেল। এই তালিকায় সুজুকি, ইয়ামাহার একাধিক মডেল রয়েছে। দেড় লক্ষ টাকার কমে এমন পাঁচ সেরা বাইক দেখে নেওয়া যাক।

Suvrodeep Chakraborty 10 Dec 2024 1:20 PM IST

সম্পূর্ণ ফেয়ার্ড মোটরসাইকেলগুলি চালানোর জন্য সামনের দিকে ঝুঁকতে হয়। পাশাপাশি এটির রাইডিং স্টান্স দীর্ঘ দূরত্বে অস্বস্তিকর করে তোলে। সেই তুলনায় নেকেড মোটরসাইকেল হয় আরামদায়ক এবং লং ট্রিপের জন্য পারদর্শী। প্রতিদিনের যাতায়াত বা দীর্ঘ হাইওয়েতে চালানোর জন্য নিখুঁত বিকল্প। আপনিও যদি এমন বাইকের সন্ধানে থাকেন, তাহলে হোন্ডা, সুজুকি, ইয়ামাহার এই বাইকগুলি সম্পর্কে জেনে নিন। দাম রয়েছে ১.৫ লক্ষ টাকার কম।

TVS Apache RTR 200 4V

RTR 200 4V ভারতের সবচেয়ে জনপ্রিয় বাজেট ভিত্তিক নেকেড মোটরসাইকেলগুলির মধ্যে একটি। এটির দাম ১.৪৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে ১৯৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, যা ২০.৫৪ হর্সপাওয়ার এইচপি এবং ১৭.২৫ পিক টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ার। এই বাইকের ARAI-প্রত্যয়িত মাইলেজ ৪১.৯ কিমি প্রতি লিটার।

Honda Hornet 2.0

Hornet 2.0 সেরা চেহারার কম দামি নেকেড মোটরসাইকেলগুলির মধ্যে একটি৷ এটির দাম ১.৪০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। Hornet 2.0-এ রয়েছে ১৮৪ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে ১৭ হর্সপাওয়ার এবং ১৫.৯ এনএম পিক টর্ক উৎপন্ন হয়। সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স বর্তমান। বাইকের মাইলেজ ৪২.৩ কিমি প্রতি লিটার (ARAI সার্টিফায়েড)।

Yamaha FZ-S Fi

অন্যতম স্টাইলিশ ও মজবুত বাইক FZ-S Fi Ver 4.0। এটির দাম ১.৩০ লক্ষ টাকা (এক্স-শোরুম)৷ এতে পাবেন একটি ১৪৯ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা ১২.২ হর্সপাওয়ার এবং ১৩.৪ পিক টর্ক তৈরি করতে সক্ষম৷ ইঞ্জিনটির সঙ্গে যুক্ত ৫ স্পিড গিয়ার। বাইকের ARAI মাইলেজ ৬০ কিমি প্রতি লিটার।

Suzuki Gixxer SF

Suzuki Gixxer হল সম্পূর্ণরূপে ফেয়ার্ড মোটরসাইকেলের নেকেড ভার্সন। এর দাম ১.৩৪ লক্ষ টাকা থেকে ১.৪৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। Gixxer- এ রয়েছে ১৫৫ সিসি সিঙ্গেল-সিলিন্ডার ইঞ্জিন, যা ১৩.৪১ হর্সপাওয়ার এবং ১৩.৮ এনএম পিক টর্ক তৈরি করে৷ সঙ্গে রয়েছে ৫ গতির গিয়ারবক্স। সংস্থার দাবি, বাইকের ARAI মাইলেজ ৪৫ কিমি প্রতি লিটার।

Hero Xtreme 160R

নতুন Xtreme 160R দেখতে দারুণ। এর দাম ১.৩৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এটিতে একটি ১৬৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, যা ১৪.৭৯ হর্সপাওয়ার এবং ১৪ এনএম পিক টর্ক তৈরি করে। ইঞ্জিনটির সঙ্গে যুক্ত একটি ৫ স্পিড গিয়ারবক্স। Hero Xtreme 160R-এর মাইলেজ ৪৯.৬৫ কিমি প্রতি লিটার।

Show Full Article
Next Story