Upcoming Bikes: চলতি বছর নতুন বাইক নেওয়ার প্ল্যান? নজরে রাখুন এই 5 মডেল
ভারতের বাজারে ইদানিং ৪০০ থেকে ৪৫০ সিসি মোটরসাইকেলের চাহিদা তীব্র গতিতে বাড়তে দেখা যাচ্ছে। যার জন্য বিভিন্ন অটোমোবাইল...ভারতের বাজারে ইদানিং ৪০০ থেকে ৪৫০ সিসি মোটরসাইকেলের চাহিদা তীব্র গতিতে বাড়তে দেখা যাচ্ছে। যার জন্য বিভিন্ন অটোমোবাইল নির্মাতা উক্ত সেগমেন্টে নিজেদের নতুন মডেল লঞ্চ করছে। ২০২৩-এর পর এবার ২০২৪ এও বাজারে এমন বেশ কিছু মোটরবাইক আসতে চলেছে। KTM থেকে Royal Enfield সহ আরও বিভিন্ন সংস্থা আনতে চলেছে নিজেদের বাইক। এমনই আসন্ন পাঁচটি নতুন মোটরসাইকেল সম্পর্কে বিশদে আলোচনা করা হল।
Hero Mavrick 440
২৩ জানুয়ারি ২০২৪-এ লঞ্চ করতে চলেছে Hero Mavrick 440। এটি Harley-Davidson X440-এর উপর ভিত্তি করে আসবে। সংস্থার ফ্ল্যাগশিপ মডেলটিতে থাকছে ৪৪০ সিসি ওয়েল কুল ইঞ্জিন। আসন্ন রেট্রো থিমের রোডস্টার মোটরসাইকেলটির মূল্য ২ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি রাখা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
Bajaj Pulsar NS400
এবছর দ্বিতীয় ত্রৈমাসিকে বাজাজ অটো তাদের ফ্ল্যাগশিপ নেকেড মোটরসাইকেল Pulsar NS400 লঞ্চ করবে। এ বিষয়ে নিশ্চিত করেছেন সংস্থার কর্ণধার রাজিব বাজাজ। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষমতাশালী পালসার মডেল এটি। অনুমান করা হচ্ছে, এতে Dominar 400-তে ব্যবহৃত ৩৭৩.২ সিসি ইঞ্জিনটি দেওয়া হতে পারে।
Triumph Thruxton 400
ট্রায়াম্ফ একটি 400 সিসির ক্যাফে রেসার মোটরসাইকেল লঞ্চের প্রস্তুতি চালাচ্ছে। Thruxton 900 ও 1200 মডেল থেকে অনুপ্রাণিত হয়ে আসছে এটি। জানা গেছে, বাইকটি Speed 400 ও Scrambler 400X-এর সমান প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে আসবে। বিদেশের রাস্তায় টেস্টিং চলাকালীন এটির দর্শন মিলেছে। এতে থাকছে একটি ৩৯৮ সিসি লিকুইড কুল্ড ইঞ্জিন, যা থেকে ৪০ পিএস শক্তি উৎপন্ন হবে। ২০২৪-এই ভারতের বাজারে লঞ্চ হবে বাইকটি।
Royal Enfield Hunter 450
Himalayan 450-এর পর এবার ৪৫০ সিসির আরও একটি নতুন মোটরসাইকেল চলতি বছরই লঞ্চ করবে রয়্যাল এনফিল্ড। Hunter 450 নামে হাজির হতে পারে বাইকটি। যদিও এই প্রসঙ্গে এখনো কোনো নিশ্চিত বার্তা এসে পৌঁছায়নি। এর মূল্য ২.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।
নতুন প্রজন্মের KTM 390 Adventure
সম্প্রতি ভারতের রাস্তায় KTM 390 Adventure নতুন প্রজন্মের মডেলের টেস্টিং শুরু হয়েছে। অনুমান করা হচ্ছে এতে নতুন ইঞ্জিন, ফিচার্স এবং চ্যাসিসের দেখা মিলবে। আবার ডিজাইনেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। এবছরই এদেশের বাজারে পা রাখবে এটি।