Top 5 Car features: না থাকলে মুখ ব্যাজার, গাড়ির যে পাঁচ ফিচারের জন্য ক্রেতারা পাগল

আধুনিক দিনে বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ সেই নিয়ে বিতর্ক রয়েছে অনেক। তবে দৈনন্দিন জীবন এই বিজ্ঞানের জয়যাত্রার গুনে...
techgup 24 Feb 2023 10:40 AM IST

আধুনিক দিনে বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ সেই নিয়ে বিতর্ক রয়েছে অনেক। তবে দৈনন্দিন জীবন এই বিজ্ঞানের জয়যাত্রার গুনে অনেকটাই যে সহজ হয়েছে তা কিন্তু অস্বীকার করার জায়গা নেই কোনো। এই যেমন গাড়ির বাজার। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আজকের দিনে দাঁড়িয়ে একটি গাড়ি শুধুমাত্র যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার মাধ্যম তা কিন্তু নয়! বরং আপনার যাত্রা পথকে আরো আরামদায়ক করে তুলতে এক ফোঁটা জায়গা ছাড়েনি বিজ্ঞান ব্যবস্থা। ছোট গাড়ির বদলে এখন ভারতীয়দের গ্যারাজে জায়গা করে নিচ্ছে বড় চেহারাওয়ালা এসইউভি। আবার এখন ইলেকট্রিক গাড়ির রমরমাও চোখে পড়ার মত। ডিজাইন থেকে শুরু করে ফিচার সবেতেই যেন বসন্তের ছোঁয়া। এই প্রতিবেদনে তেমনই আধুনিক গাড়ির পাঁচ ট্রেন্ডিং ফিচারের খোঁজ দিলাম আমরা।

HUD ডিসপ্লে

HUD অর্থাৎ হেড-আপ-ডিসপ্লে ফিচারটি বাজারে Maruti Suzuki Baleno, Brezza কিংবা Kia Seltos এর মতো চার চাকায় দেখতে পাওয়া যায়। মোটরবাইক হোক কিংবা গাড়ি, সব ক্ষেত্রেই চালককে গাড়ির স্পিড কিংবা অন্যান্য তথ্যাবলী নজরে রাখতে দিকে চোখ সরিয়ে ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের দিকে দেখতে হয়। এই বিষয়টিকেই সহজতর করতে এমন HUD ডিসপ্লের আগমন। অর্থাৎ ড্রাইভার এর ঠিক সামনেই ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের প্রয়োজনীয় তথ্য ভেসে উঠবে উইন্ডস্কিনের ঠিক নিচেই। এর ফলে চালককে বারবার চোখ নামিয়ে ইন্সট্রুমেন্ট ক্লাস্টার দেখার প্রয়োজন হবে না। এলইডি লাইট কিংবা লেজারের প্রজেকশন এবং ডিজিটাল ডিসপ্লের রিফ্লেকশন মেথড ব্যবহার করা হয় এমন হেড আপ ডিসপ্লে ইউনিটে।

প্যানোরামিক সানরুফ

সানরুফের মত বৈশিষ্ট্যটি বর্তমানে বেশিরভাগ গাড়িতেই দেওয়া হয়ে থাকে এবং তা যথেষ্টই জনপ্রিয়। তবে অধুনা ছোট চেহারার সানরুফ এর পরিবর্তে অনেকটা বড় জায়গা নিয়ে এই জাতীয় প্যানোরামিক সানরুফ দেওয়ার প্রবণতা বেড়েছে। এটি আদতে গাড়ির ছাদে লাগানো বেশ বড় আকৃতির স্বচ্ছ কাঁচ। এর মধ্যে কোনরকম গতিশীল অংশ থাকে না। Hyundai Creta, Tata Harrier, Safari, MG Hector/Hector Plus, Mahindra XUV700, Jeep Compass, Maruti Grand Vitara এবং Toyota Hyryder এর মতো গাড়িতে মেলে এমন জাতীয় সানরুফ।

ভেন্টিলেটেড সিট

দীর্ঘ রাস্তা একই সিটে বসে পাড়ি দিতে গেলে আমাদের দেশের মতো আর্দ্র গ্রীষ্মপ্রদান দেশে তা বেশ কষ্টকর। এই সমস্যার সমাধানে বিভিন্ন গাড়ির সিটে ছোট ছোট ছিদ্রের মাধ্যমে ঠান্ডা হাওয়া যাতায়াত করার ব্যবস্থাকেই ভেন্টিলেটেড সিট বলা হয়ে থাকে। তাই বাইরের প্রখর গরমেও আরামদায়কভাবে নিশ্চিন্তে পাড়ি দিন বহু দূরের শহরে। সাধারণত ড্রাইভার এবং তার পাশের সিটেই থাকে এই অপশন। এমন ভেন্টিলেটেড সিট লাগানো কয়েকটি জনপ্রিয় গাড়ি হল- Tata Nexon, Tata Harrier, Kia Sonnet , Skoda Kushaq, Volkawagen Taigun, Hyundai Verna, Hyundai Creta, Kia Carens, MG Hector।

৩৬০ ডিগ্রি ক্যামেরা

শহরের কোলাহলপূর্ণ ব্যস্ততম রাস্তায় কিংবা অফিসের স্বল্প পরিসরের পার্কিং লটে আপনার সাধের গাড়িটি সঠিকভাবে চালানোর জন্য যত কম পরিমাণ ব্লাইন্ড স্পট তৈরি হয় ততই মঙ্গল। সেই জন্যই বর্তমানে ৩৬০ ডিগ্রা ক্যামেরার প্রয়োজনীয়তা বেড়েছে অনেকটাই। এটি আসলে আপনার গাড়ির চারপাশের অংশের সামগ্রিক ছবি ফুটিয়ে তোলে ড্রাইভরের পাশে থাকা ইনফোটেনমেন্ট স্ক্রিনে। গাড়ির সামনে ও পিছনে থাকা বেশ কয়েকটি ছোট ক্যামেরার মিলিত ফুটেজ দেখতে পাওয়া যায় এতে। সাথে থাকে সফটওয়্যার এর কারিকুরি। Maruti Baleno, Kia Seltos, MG Astro, Hyundai Alcazar, Nissan Kicks, Mahindra XUV700 এবং Jeep Compass এর মতো গাড়িতে আজকের দিনে দাঁড়িয়ে এমন ক্যামেরা দেখতে পাওয়া যায়।

ওয়ারলেস চার্জিং

আজকালকার দিনে দাঁড়িয়ে অফিস কিংবা বাড়ির পাশাপাশি নিজের সাধের গাড়িটির মধ্যেও ওয়ারলেস চার্জিং ফিচার এর জনপ্রিয়তা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। গাড়িগুলিতে স্মার্টফোন চার্জ দেওয়ার জন্য এমন Qi প্রযুক্তিযুক্ত ওয়ারলেস চার্জিং সিস্টেম লাগানো থাকে। এর ফলে অতি সহজেই এমন ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা উপলব্ধ এমন স্মার্টফোন চার্জ করা সম্ভব। বর্তমান দিনে এই ফিচার থাকা কয়েকটি জনপ্রিয় গাড়ির মধ্যে অন্যতম- Hyundai Grand i10 Nios, Aura, i20, Venue, Kia Sonet, Seltos, Maruti Suzuki Grand Vitara, Toyota Hyruder, Renault Kiger, Nissan Magnite।

Show Full Article
Next Story