অন্য গাড়ির জায়গায় সদ্য লঞ্চ হওয়া Maruti Suzuki Jimny কেন কিনবেন? রইল 5 কারণ

অপ্রতিরোধ্য ফিচার এবং পারফরম্যান্স সহ ভারতের গাড়ি বাজারে রীতিমতো ঝড় তুলে হাজির হয়েছে অফ-রোডার এসইউভি Maruti Suzuki...
SUMAN 16 Jun 2023 6:19 PM IST

অপ্রতিরোধ্য ফিচার এবং পারফরম্যান্স সহ ভারতের গাড়ি বাজারে রীতিমতো ঝড় তুলে হাজির হয়েছে অফ-রোডার এসইউভি Maruti Suzuki Jimny। বাজারে এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Mahindra Thar ও Force Gurkha। Jimny-র এই পাঁচ দরজা বিশিষ্ট ভার্সনে এমন কিছু কোয়ালিটি আছে, যার জন্য সহজেই অন্য গাড়িকে না বলে দেওয়া যায়। এই প্রতিবেদনে Maruti Suzuki Jimny কেনার পাঁচটি মূল কারণ সম্পর্কে আলোচনা করা হল।

ছোট এসইউভি-প্রেমীদের জন্য আদর্শ

যে সমস্ত ব্যক্তি ছোট এসইউভি গাড়িকে পছন্দের তালিকায় প্রথমে রাখেন, তাঁদের জন্য মারুতি সুজুকি জিমনি আদর্শ। আকার আকৃতিতে ছোট হওয়ার কারণে সরু গলি এবং যানজট পূর্ণ রাস্তাতে পাশ কাটিয়ে চলতে সক্ষম গাড়িটি। যা Mahindra Thar ও Force Gurkha-র থেকেও এটিকে এগিয়ে রাখে।

বিক্রি পরবর্তী নজিরবিহীন পরিষেবা

গাড়ি কেনার পর তার দারুণ পরিষেবা প্রদানের জন্য মারুতি সুজুকির যথেষ্ট সুখ্যাতি রয়েছে। মারুতি সুজুকি জিমনি-র ক্ষেত্রেও তার অন্যথা হবা না। দক্ষ কারিগরের এবং বৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে পরিষেবা প্রদানের কথা জানিয়েছে সংস্থা। এর ফলে গাড়ি কেনার পর ক্রেতাদের মানসিক শান্তি বজায় থাকবে বলে দাবি সংস্থার।

ইঞ্জিন

বিশ্বস্ততা ও ভরসার দিক থেকে মারুতি সুজুকির যে কোনো গাড়ি বাজারে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। জিমনিও সেই ধারা বজায় রাখবে বলেই মনে করা হচ্ছে। গাড়িটি একটি K15B সিরিজ ১.৫ লিটার ফোর সিলিন্ডার ন্যাচারালি-অ্যাস্পিরেটেড পেট্রোল ইঞ্জিন সহ অফার করা হয়েছে। এতে উপস্থিত ফাইভ স্পিড ম্যানুয়াল এবং ফোর স্পিড অটোমেটিক ট্রান্সমিশন।

সেরা মাইলেজ

বর্তমানে ভারতে জ্বালানি তেলের অগ্নিমূল্যের কারণে বেশি মাইলেজ যুক্ত গাড়ির প্রতি চাহিদা বৃদ্ধি পাচ্ছে। Maruti Suzuki Jimny ক্রেতাদের সেই ভরসা অর্জন করেছে। এক লিটার পেট্রলে এর ম্যানুয়াল ভ্যারিয়েন্টটি ১৬.৯৪ কিলোমিটার এবং অটোমেটিক মডেলটি ১৬.৩৯ কিলোমিটার পথ ছুটতে পারবে বলে দাবি করা হয়েছে। যেখানে Mahindra Thar-এর ডিজেল ম্যানুয়াল ভ্যারিয়েন্ট থেকে ১৫.২ কিমি/লিটার এবং ডিজেল অটোমেটিক ভ্যারিয়েন্ট থেকে ৯ কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়। যদিও গাড়িটির ম্যানুয়াল এবং অটোমেটিক পেট্রোল ভ্যারিয়েন্টের মাইলেজ ১৫.২ কিমি/লিটার।

কিউট লুক

Mahindra Thar ও Force Gurkha-এর তুলনায় Maruti Suzuki Jimny হচ্ছে একটি ছোট এসইউভি গাড়ি। দর্শনের দিক থেকে এটি আদর্শ এসইউভি-র ন্যায় দেখতে না হলেও, কিউট লুকের জন্য অনেকের হৃদয়ে দাগ কেটেছে গাড়িটি।

Show Full Article
Next Story