উচ্চতা কম বলে চিন্তা? আপনার চালানোর জন্য উপযুক্ত Hero, TVS, Honda-র এই স্কুটারগুলি

টু-হুইলারের শখ কার না রয়েছে! দু’চাকায় ভর করে প্রকৃতির হাওয়া গায়ে লাগিয়ে ছুটে বেড়ানোর সাধ পূরণের স্বপ্ন দেখেন না, এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। কিন্তু…

টু-হুইলারের শখ কার না রয়েছে! দু’চাকায় ভর করে প্রকৃতির হাওয়া গায়ে লাগিয়ে ছুটে বেড়ানোর সাধ পূরণের স্বপ্ন দেখেন না, এমন ব্যক্তি খুঁজে পাওয়া দায়। কিন্তু এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে প্রায়শই বাধা হয়ে দাঁড়ায় খাটো উচ্চতা। ফলে আর্থিক স্বচ্ছলতা থাকা সত্ত্বেও ফিউচারিস্টিক ও স্টাইলিশ টু-হুইলার চালানোর ইচ্ছা পূরণ হাতের নাগালের বাইরেই থেকে যায়। কারণ আজকাল বেশিরভাগ বাইক ও মোটরসাইকেলের সিট হাইট বেশ উঁচু। কিন্তু জানেন কি, আমাদের দেশের বাজারে এমন কিছু স্কুটার উপলব্ধ রয়েছে, যেগুলি কম উচ্চতার মানুষের জন্য আদর্শ। এগুলি চালানোর সময় মাটিতে পা পাওয়ার দুশ্চিন্তা আর থাকে না। আজকের এই প্রতিবেদনে তেমনি সেরা ৫টি স্কুটার সম্পর্কে আলোচনা করা হল।

TVS Zest 110

কম উচ্চতার স্কুটারের তালিকায় TVS Zest 110 শীর্ষস্থান দখল করেছে। মাটি থেকে এর সিট হাইট মাত্র ৭৬০ মিমি। এদেশে সবচেয়ে নিচু উচ্চতার স্কুটারের মধ্যে এটি অন্যতম। আবার ৭৩,০৩৬ টাকা মূল্য হওয়ার কারণে এটি দামের দিক থেকেও যথেষ্ট সস্তার। Zest 110-এ উপস্থিত একটি ১০৯.৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, FI ইঞ্জিন। যা থেকে ৭.৭ বিএইচপি শক্তি এবং ৮.৮ এনএম টর্ক উৎপন্ন হয়। মোটরের সাথে সংযুক্ত একটি সিভিটি।

Hero Pleasure Plus

নিচু হাইটের কারণে Hero Pleasure Plus তালিকার দ্বিতীয় স্থানে জায়গা দখল করেছে। মাটি থেকে এর সিটের উচ্চতা ৭৬৫ মিমি। ফলে কম উচ্চতার পুরুষ বা মহিলাদের জন্য এই স্কুটারটি আদর্শ। Pleasure Plus-এ উপস্থিত একটি ১১০.৯ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন। সিভিটি যুক্ত মোটরটি থেকে ৭.৮ বিএইচপি এবং ৮.৭ এন এম টর্ক উৎপন্ন হয়।

Honda Activa / Activa 125

দীর্ঘদিন ধরে দেশের বেস্ট সেলিং স্কুটারের তকমা জিতে আসা Honda Activa-ও কিন্তু খাটো উচ্চতার মানুষের কথা ভেবেই বাজারে এসেছে। মাটি থেকে স্কুটারটির সিট হাইট ৭৬৫ মিমি হওয়ার কারণে যেকোনো উচ্চতার মানুষকে এটি স্বাচ্ছন্দ্য দেয়। Activa 6G ও Activa 125-এর বর্তমান বাজার মূল্য যথাক্রমে ৭৫,৩৪৭ টাকা ও ৭৮,৯২০ টাকা। প্রথম মডেলটিতে উপস্থিত ১০৯.৫১ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থেকে ৭.৭৩ বিএইচপি শক্তি উৎপাদিত হয়। যেখানে Activa 125-এর ১২৩.৯৭ সিসি মিলের আউটপুট ৮.১৯ বিএইচপি।

TVS Jupiter / Jupiter 125

টিভিএস-এর সংগ্রহের Jupiter ও Jupiter 125 স্কুটার দুটি কম উচ্চতার জন্য জনপ্রিয়। মাটি থেকে এর সিট হাইট ৭৬৫ মিমি। এদের দাম যথাক্রমে ৭১,৩৯০ টাকা ও ৮২,৮২৫ টাকা (এক্স-শোরুম)। জুপিটার-এ উপস্থিত একটি ১০৯.৭ সিসি ইঞ্জিন। যার আউটপুট ৭.৭ বিএইচপি। যেখানে জুপিটার ১২৫-এর ১২৪.৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড ইঞ্জিন থেকে ৮ বিএইচপি শক্তি পাওয়া যায়।

Honda Grazia 125

কম উচ্চতার স্কুটারের তালিকায় Honda Grazia 125-এরও নাম রয়েছে। বর্তমানে স্কুটারটির বাজার মূল্য ৮২,৫২০ টাকা। মাটি থেকে এর সিটের উচ্চতা ৭৬৫ মিমি। Grazia 125-এ উপস্থিত একটি ১২৩.৯৭ সিসি, সিঙ্গেল সিলিন্ডার, এয়ার কুল্ড, ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন। এর সিভিটি পাওয়ারট্রেন থেকে ৮.১৯ বিএইচপি শক্তি এবং ১০.৪ এনএম টর্ক উৎপন্ন হয়।