Car Mileage Tips in Winter

শীতেও গাড়ি দেবে তুখোড় মাইলেজ, এই ৫টি টিপস জেনে রাখলে রেজাল্ট পাবেন হাতেনাতে

শীতকালে গাড়ির মাইলেজ বাড়ানোর জন্য টায়ার প্রেশার, ওয়ার্ম-আপ টাইম সহ কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত। কারণ আধুনিক ইঞ্জিনগুলি যত বেশি দক্ষতার সঙ্গে কাজ করে তত বেশি গরম হয়।

Suvrodeep Chakraborty 11 Dec 2024 2:23 PM IST

ভারতের একাধিক রাজ্যে শীতের আগমন ঘটেছে। তাপমাত্রা কমছে প্রতিদিন। শরীরের পাশাপাশি গাড়ি তরতাজা রাখার জন্য কিছু সহজ পদক্ষেপও অনুসরণ করতে পারেন। কারণ শীতে গাড়ির ইঞ্জিন যত বেশি দক্ষতার সঙ্গে কাজ করে, তত বেশি গরম হতে পারে। এই পাঁচটি সহজ টিপস আপনাকে এই ঠান্ডার সময়ে গাড়িকে সঠিকভাবে বজায় রাখতে এবং সর্বাধিক জ্বালানী দক্ষতা নিশ্চিত করতে সাহায্য করবে।

টায়ার প্রেশার

টায়ার প্রেশার চেক করতে অনেকেই ভুলে যান। কিন্তু এই কাজ খুবই গুরুত্বপূর্ণ। তাপমাত্রা কমে যাওয়ার সাথে সাথে টায়ারের চাপ কমতে থাকে, যা জ্বালানী দক্ষতাকে (মাইলেজ) প্রভাবিত করে। প্রস্তুতকারকের পরামর্শ অনুযায়ী, নিয়মিত টায়ার পরীক্ষা করুন এবং সঠিক প্রেশার বজায় রাখুন।

ড্রাইভিং অভ্যাস

শীতকালে আক্রমণাত্মক ড্রাইভিং, জ্বালানী দক্ষতার জন্য ক্ষতিকারক হতে পারে। অলসতা এড়িয়ে চলা দরকার। হঠাৎ থেমে যাওয়া এবং দ্রুত স্টার্ট, এগুলি শুধুমাত্র বেশি জ্বালানি খরচ করে না, বরং আপনার গাড়ির উপর অতিরিক্ত চাপও তৈরি করে।

ইঞ্জিন ওয়ার্ম-আপ

ইঞ্জিন স্টার্ট করে কিছুক্ষণ গরম করার অভ্যাস রয়েছে অনেকের। এটি একটি অদক্ষ অনুশীলন। গাড়ি চালানোর সময় আধুনিক ইঞ্জিনগুলি আরও দক্ষতার সাথে গরম হয়। তাই সময় খরচ না করে, ইঞ্জিন তার সর্বোত্তম তাপমাত্রায় না পৌঁছানো পর্যন্ত প্রথম কয়েক মিনিটের জন্য ধীরে ধীরে গাড়ি চালান। এই পদ্ধতিটি শুধুমাত্র জ্বালানি সাশ্রয় করে না, আপনার ইঞ্জিনও ভালো রাখে।

সঠিক তেল বাছুন

শীতকালীন অবস্থার জন্য উপযুক্ত ইঞ্জিন তেল নির্বাচন করুন। তেল ঘন হলে তা বেশি জ্বালানী খরচ করতে পারে। গাড়ির ম্যানুয়াল পড়ুন এবং একটি শীতকালীন-গ্রেড বা উপযুক্ত তেল বেছে নিন। এই সাধারণ সামঞ্জস্য ইঞ্জিনের কর্মক্ষমতা বাড়াতে পারে এবং আরও ভাল মাইলেজে দেবে আপনাকে।

বেশি ওজন নয়

গাড়ির উপর অতিরিক্ত ওজন কমাতে হবে। আপনার গাড়িতে অপ্রয়োজনীয় ওজন বহন করা জ্বালানী খরচ বৃদ্ধি করতে পারে। তাই গাড়ি যত হালকা রাখা যায় সেই চেষ্টা করুন।

Show Full Article
Next Story