দুই প্রাক্তন পার্টনারের মধ্যে জোর টক্কর, Splendor ও Activa এর সৌজন্যে ফের ফার্স্ট-সেকেন্ড বয় Hero এবং Honda
চার চাকার বাজারে যেমন Maruti Suzuki-র একচ্ছত্র আধিপত্য, একই ভাবে দেশের দু'চাকা গাড়ির বাজারে রাজ করে আসছে Hero MotoCorp।...চার চাকার বাজারে যেমন Maruti Suzuki-র একচ্ছত্র আধিপত্য, একই ভাবে দেশের দু'চাকা গাড়ির বাজারে রাজ করে আসছে Hero MotoCorp। ভারতের টু-হুইলার মার্কেট বর্তমানে বিশ্বের বৃহত্তম এবং প্রতি মাসেই এখানে Hero Spelndor ও Honda Activa-র মতো মডেল বিক্রি হচ্ছে লাখ লাখ। করোনার পর থেকে বিক্রিবাটা ধাক্কা খেলেও অর্থনীতি খুলে যাওয়ার পর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। মোটরসাইকেল ও স্কুটার বিক্রি ফিরছে আগের অবস্থার।
প্রতিবারের মতো জুলাইয়ে গাড়ি নির্মাতা ও ডিলারদের সংগঠন SIAM গত মাসে টু হুইলার বিক্রির তালিকা প্রকাশ করেছে। প্রত্যাশিত ভাবেই সেখানে এক নম্বরে Hero MotoCorp। তাহলে এক নজরে দেখে নেওয়া যাক জুন মাসে বিক্রির নিরিখে পাঁচ বৃহত্তম দু'চাকা প্রস্তুতকারী সংস্থার নাম।
মোটরসাইকেল ও স্কুটার বাজারে ৩৫.৪ শতাংশ অংশীদারিত্ব নিয়ে বরাবরের মতোই জুননেও ফার্স্ট বয় হিরো Hero MotoCorp। গত মাসে তারা মোট ৪,৬৩,২১০ ইউনিট বেচেছে।তালিকায় দ্বিতীয় স্থানে Honda। তাদের মার্কেট শেয়ার ২৭.১৬%। জাপানি সংস্থাটি জুনে ৩,৫৫,৫৬৫টি বাইক ও স্কুটার বিক্রি করেছে। উল্লেখ্য, Splendor-এর মতো মডেল অত্যন্ত ভরসাযোগ্য, সস্তা ও জ্বালানি সাশ্রয় হওয়ার কারণে হিরোকে শীর্ষস্থান দখলে রাখতে সাহায্য করেছে।
অন্য দিকে, Honda-র বিক্রিবাটায় সিংহভাগ অবদান Activa রেঞ্জের। আবার তাদের ঝুলিতে দেশের বেস্ট সেলিং ১২৫ সিসি বাইক বর্তমান। টু-হুইলার মার্কেটে ১৪.৭৫% শতাংশ শেয়ার নিয়ে তৃতীয় আরও এক ভারতীয় সংস্থা TVS। দ্বিতীয় স্থানাধিকারী Honda-র থেকে বেশ খানিকটা পিছিয়ে জুনে ১,৯৩,০৯০ ইউনিট বিক্রি করেছে তারা।
এর পরের স্থানে রয়েছে Bajaj Auto। জুনে তাদের অংশীদারিত্ব ৯.৫৫ %। মে মাসের তুলনায় ১.৭১% বেশি গ্রাহক জুড়েছে বাজাজের সাথে। তালিকায় শেষ অর্থাৎ পঞ্চম স্থানে রয়েছে আরেক জাপানি সংস্থা Suzuki।বিক্রি বাজাজের অর্ধেক হলেও মাত্র ৮২৯ ইউনিটের ব্যবধানে ইয়ামাকে পিছনে ফেলে দিয়েছে সুজুকি। ৪.০৪% বাজার তাদের দখলে। এর পরবর্তী দুই স্থানে রয়েছে Yamaha ও Royal Enfield।