সেডান যুগ পেরিয়ে এবার এসইউভি, Honda-র আপকামিং 5 গাড়ি চিন্তার ফেলবে প্রতিপক্ষদের

হোন্ডা কারস ইন্ডিয়া (Honda Cars India) ভারতের যাত্রীবাহী গাড়ির দুনিয়ায় একটি অতিপ্রসিদ্ধ সংস্থা। দীর্ঘদিন ধরেই এদেশের বাজারে রমরমিয়ে ব্যবসা করে এসছে তারা। তাদের Amaze ও…

হোন্ডা কারস ইন্ডিয়া (Honda Cars India) ভারতের যাত্রীবাহী গাড়ির দুনিয়ায় একটি অতিপ্রসিদ্ধ সংস্থা। দীর্ঘদিন ধরেই এদেশের বাজারে রমরমিয়ে ব্যবসা করে এসছে তারা। তাদের Amaze ও City সেডান ডাড়ি দুটির জনপ্রিয়তা নেহাত কম নয়। সম্প্রতি দ্বিতীয় মডেলটির নয়া সংস্করণ হাজির করেছে হোন্ডা। যাতে দেওয়া হয়েছে বিভিন্ন সেফটি ফিচার্স। এবার এসইউভির রমরমা দেখে এই ধরনের গাড়ি আনতে উদ্যোগী হয়েছে তারা। চলুন ভারতে লঞ্চ হতে চলা হোন্ডার আসন্ন পাঁচ গাড়ি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Hyundai Creta-র প্রতিপক্ষ

ভারতের রাস্তায় C-SUV গাড়িটির টেস্টিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সম্প্রতি ফ্লোটিং ডিজাইনের হোন্ডার নতুন ১০ ইঞ্চি ইনফোটেনমেন্ট সিস্টেমের দর্শন মিলেছে। গাড়িটি একটি ১.৫ লিটার পেট্রোল এবং ১.৫ লিটার স্ট্রং হাইব্রিড ইঞ্জিনের বিকল্পে আসতে পারে। ট্রান্সমিশন হিসেবে এতে ৬-স্পিড ম্যানুয়াল এবং সিভিটি গিয়ারবক্স দেওয়া হতে পারে।

নতুন Honda Amaze

কম্প্যাক্ট সেডান Amaze-এর নতুন ভার্সন আনার প্রস্তুতি নিচ্ছে হোন্ডা। এটি PF2 প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে। তবে এবারে এটি কেবল পেট্রোল ভার্সনে আনা হতে পারে। এতে অফার করা হতে পারে একটি ১.২ লিটার পেট্রোল ইঞ্জিন। যা থেকে ৮৯ বিএইচপি শক্তি এবং ১১০ এনএম টর্ক উৎপন্ন হবে। গাড়িটিতে আন্তর্জাতিক বাজারে বিক্রিত Accord এবং City-র থেকে ডিজাইন ধার করা হতে পারে। এছাড়া ফ্লোটিং স্ক্রীন ডিজাইন সহ একটি নতুন ইন্টেরিয়র লেআউটের দেখা মিলবে। নতুন প্রজন্মের গাড়িটি ২০২৪-এর মাঝামাঝিতে বাজারে আসতে পারে বলে অনুমান করা হচ্ছে। এর প্রতিপক্ষ হিসাবে রয়েছে Tata Tigor, Maruti Dzire এবং Hyundai Aura।

Honda WRV

জাপানি গাড়ি সংস্থাটি দক্ষিণ এশিয়ার বাজারে তাদের কম্প্যাক্ট এসইউভি WRV-এর উপর থেকে পর্দা সরিয়েছে। যদি এটি ভারতের লঞ্চ হয়, তবে Tata Nexon, Hyundai Venue সহ অন্যান্য গাড়ির সাথে টক্কর নেবে। এটি Honda RS Concept SUV এবং PF2 প্ল্যাটফর্মের উপর ভর করে আসবে। আন্তর্জাতিক বাজারে গাড়িটি অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম ও অটো হাই বিম সমেত বিক্রি হয়। এতে রয়েছে একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন। থেকে ১১৯ বিএইচপি শক্তি এবং ১৪৫ এনএম টর্ক পাওয়া যায়। গাড়িটি ৬-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন এবং সিভিটি গিয়ারবক্স বিকল্পে বেছে নেওয়া যায়।

Honda 7 Seater SUV

Hyundai Alcazar-এর সাথে টেক্কা নিতে হোন্ডা একটি নতুন মডেল লঞ্চ করতে পারে। অর্থাৎ দীর্ঘ হুইলবেস সমেত একটি নতুন এসইউভি আনবে তারা। যা থেকে বলা যায়, আসন্ন মডেলটি প্রিমিয়াম ফিচার, অধিক শক্তিশালী পেট্রোল ইঞ্জিন এবং ৭-সিটের বিকল্পে আসবে। Hyundai Alcazar ছাড়াও লঞ্চের পর গাড়িটি আসন্ন ৭-সিটের Grand Vitara-র সাথে প্রতিদ্বন্দ্বীতা করবে।

Honda-র সস্তার ইভি

সংস্থার তরফে অফিসিয়ালি বলা হয়েছে ভারতের বাজারে আগামীতে তারা সস্তার ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করবে। সংস্থার আন্তর্জাতিক পোর্টফলিও দেখে অনুমান করা হচ্ছে, এটি হতে পারে Honda One। হয়তো ভারতের জন্য বিশেষভাবে মডেলটি তৈরি করা হতে পারে। এখনও পর্যন্ত গাড়িটির দর্শন পাওয়া যায়নি। এর দাম ১০-১৫ লক্ষ টাকা ধার্য করা হতে পারে।