বাজারে ঝড় তুলতে আসছে এই 5 ইলেকট্রিক SUV, এক চার্জে 550 কিমি পথ নিয়ে যাবে

ভারতীয়দের মধ্যে এসইউভি কেনার প্রবণতা বেড়ে চলেছে। বেশি স্পেস, কমফোর্ট, রাইডিং, ও উন্নত ফিচার্সের কারণে এই জাতীয় গাড়ির প্রতি বেশি ক্রেতাদের ঝোঁক বাড়ছে। ইদানিং এসইউভি…

ভারতীয়দের মধ্যে এসইউভি কেনার প্রবণতা বেড়ে চলেছে। বেশি স্পেস, কমফোর্ট, রাইডিং, ও উন্নত ফিচার্সের কারণে এই জাতীয় গাড়ির প্রতি বেশি ক্রেতাদের ঝোঁক বাড়ছে। ইদানিং এসইউভি বডির ইলেকট্রিক মডেলও আসা শুরু করেছে। জানলে অবাক হবেন আগামী এক থেকে দেড় বছরের মধ্যে পাঁচটি দুর্দান্ত ই-এসইউভি লঞ্চ হতে চলেছে। যে তালিকায় আছে Maruti Suzuki, Tata, Hyundai ও Mahindra-র নাম।

ভারতে লঞ্চ হতে চলা পাঁচটি ইলেকট্রিক SUV-র তথ্য

Tata Curvv ও Harrier EV

এ বছরের মাঝামাঝিতে টাটা তাদের Curvv গাড়ি বাজারে আনছে। এটি প্রথমে ইলেকট্রিক ও পড়ে আইসিই ভার্সনে আসবে। এই ইলেকট্রিক এসইউভি কুপ গাড়িটি ফুল চার্জে ৫০০ কিলোমিটারের বেশি রেঞ্জ প্রদান করবে বলে দাবি করেছে টাটা। ফাইভ-সিটার এই গাড়ি Acti.ev প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে আসবে, যা Punch EV-তেও ব্যবহৃত হয়েছে।

বছরের শেষের দিকে টাটা তাদের Harrier EV আনার প্রস্তুতি শুরু করেছে। গত মাসে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪-এ এটি আত্মপ্রকাশ করেছিল। ফেসলিফ্ট ভার্সনের থেকে অনুপ্রাণিত হয়ে হাজির হবে এই গাড়ি। কেবিনে থাকবে একাধিক এয়ারব্যাগ, ADAS, ফ্লোটিং টাচস্ক্রিন, ডিজিটাল ক্লাস্টার ইত্যাদি।

Hyundai Creta EV

অফিসিয়ালি এখনও নিশ্চিত করা না হলেও আশা করা হচ্ছে, ২০২৪-এর শেষ অথবা ২০২৫-এর শুরুতে Creta EV উন্মোচিত হবে। এটি Maruti Suzuki eVX-এর সাথে টক্কর চালাবে। এতে LG Chem-এর ব্যাটারি ও Kona Electric-এর পাওয়ারট্রেন ব্যবহার করা হতে পারে।

Maruti Suzuki eVX

২০২৩-এর শেষের দিকে মারুতি সুজুকি তাদের প্রথম ইলেকট্রিক এসইউভি eVX নিয়ে হাজির হতে চলেছে। ভারতের রাস্তায় ইতিমধ্যেই গাড়িটির একাধিকবার টেস্টিং চালাতে দেখা গিয়েছে। ভারতে এটি উৎপাদনের পর বিদেশের বাজারে রপ্তানি করার পরিকল্পনা করছে সংস্থা। টয়োটার 27PL প্ল্যাটফর্মের উপর নির্ভর করে আসবে এতে। টপ-এন্ড ভ্যারিয়েন্টের ৬০ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক থেকে ৫৫০ কিলোমিটার রেঞ্জ মিলতে পারে।

Mahindra XUV.e8

Mahindra XUV.e8 আগামী ডিসেম্বরে বাজারে হাজির হবে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এটি আদতে XUV700-এর ইলেকট্রিক ভার্সন। কনসেপ্ট মডেলটি থেকে অনেকাংশেই অনুপ্রাণিত হয়ে আসবে এর প্রোডাকশন ভার্সন। আবার INGLO প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে প্রথম গাড়ি হিসেবে আসতে চলেছে এটি।