নতুন বছরের আনন্দ হবে দ্বিগুণ, বর্ষশেষে বাজারে আসছে 5টি নতুন মোটরসাইকেল

ভারতীয় মোটরসাইকেলপ্রেমীদের কাছে চলতি বছর বেশ উচ্ছ্বাসের সঙ্গেই কেটেছে। এর কারণ চলতি বছরে আমরা একাধিক আকর্ষণীয়...
techgup 4 Dec 2023 12:24 PM IST

ভারতীয় মোটরসাইকেলপ্রেমীদের কাছে চলতি বছর বেশ উচ্ছ্বাসের সঙ্গেই কেটেছে। এর কারণ চলতি বছরে আমরা একাধিক আকর্ষণীয় টু-হুইলার মডেলের সাক্ষী থেকেছি। সবচেয়ে বড় ধামাকা হিসেবে গত মাসে লঞ্চ করেছে Royal Enfield Himalayan 450। তবে আপনি যদি ভেবে থাকেন চলতি বছরের চমক এবারের মত শেষ তবে আপনি ভুল ভাবছেন। এই ডিসেম্বরে নববর্ষের আনন্দ দ্বিগুণ করতে অপেক্ষা করে রয়েছে আরও বেশ কিছু নতুন দুই চাকা। ফুল-ফেয়ার্ড স্পোর্টস বাইক থেকে শুরু করে অ্যাডভেঞ্চার ট্যুরার মিলিয়ে একঝাঁক নতুন মডেল আসতে চলেছে এই মাসে।

Kawasaki Eliminator 450

ভারতে Kawasaki-এর হাত ধরে আত্মপ্রকাশ করতে চলেছে Eliminator 450। ইতিমধ্যেই আন্তর্জাতিক বাজারে পা রেখেছে বাইকটি। আধুনিক ফিচারের সঙ্গে আপাদমস্তক এই ক্রুজারে শক্তি সরবরাহ করে ৪৫১ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন। ডিসেম্বরের ৮ তারিখ থেকে শুরু হওয়া ইন্ডিয়া বাইক উইক ২০২৩ ইভেন্টে প্রথম পর্দা সরানো হবে Eliminator 450 এর উপর থেকে।

Aprilia RS 457

ইন্ডিয়া বাইক উইক ২০২৩ ইভেন্টে প্রদর্শিত হবে ফুল-ফেয়ারিংযুক্ত Aprilia RS 457। ভারতে সংস্থার সবচেয়ে সস্তা স্পোর্টস বাইক হবে এটি। সেই দিক থেকে বিচার করে ৪৫৭ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন সমৃদ্ধ এই বাইকের উপর অনেকটাই প্রত্যাশা রয়েছে সকলের। বাইকটির পাওয়ার ৪৭ বিএইচপি।

2024 Triumph Tiger 900 GT এবং Tiger 900 Rally Pro

ইন্ডিয়া বাইক উইক ২০২৩-তে আপডেটেড Triumph Tiger 900 GT এবং Tiger 900 Rally Pro উন্মোচন হতে চলেছে। Triumph Tiger 900 রেঞ্জের এই দুটি বাইকেই উন্নত ইঞ্জিন দেখতে পাওয়া যাবে। পূর্বের তুলনায় এই ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক আউটপুট খানিকটা বেশি। এছাড়াও নতুন টিএফটি ডিসপ্লে যুক্ত ইন্সট্রুমেন্ট কনসোল সহ আরো অনেক কিছুই থাকবে এতে। সম্ভাব্য এক্স শোরুম মূল্য শুরু হবে ১৪ লাখ টাকা থেকে।

Yamaha R3

আগামী ১৫ই ডিসেম্বর এদেশে গ্র্যান্ড এন্ট্রি নিতে চলেছে Yamaha R3। পূর্ববর্তী সংস্করণের তুলনায় সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং নতুন বৈশিষ্ট্য নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছে এটি। ৩২১ সিসির প্যারালাল টুইন ইঞ্জিন Yamaha R3-কে এগিয়ে চলারশক্তি সরবরাহ করবে। বাইকটির দাম ৪ লাখ টাকার আশেপাশেই থাকার সম্ভাবনা (এক্স শোরুম)।

Yamaha MT-03

ফুল-ফেয়ারিং যুক্ত Yamaha R3 এর নেকেড সংস্করণ হল Yamaha MT-03। চলতি মাসে একই দিনে ভারতে আসছে বাইকটি। এক্ষেত্রেও ব্যবহৃত হয়েছে ৩২১ সিসির টুইন সিলিন্ডার যুক্ত শক্তিশালী ইঞ্জিন। ডিজাইন ইয়ামাহার স্ট্রিট ফাইটার রেঞ্জের বড় বাইকের মতো। Yamaha MT-03 এর দাম ৩.৭০ লাখ টাকার (এক্স শোরুম) আশেপাশেই থাকবে বলে মনে করা হচ্ছে।

Show Full Article
Next Story