নতুন Pulsar 400 থেকে দেশের প্রথম CNG বাইক, বাজার কাঁপাতে ছ'টি নয়া মডেল লঞ্চ করবে বাজাজ
Hero, Honda, TVS-এর মতো প্রতিপক্ষদের টেক্কা দিতে প্রস্তুতি চালাচ্ছে বাজাজ অটো (Bajaj Auto)। ভারতের বাজারে সংস্থাটি প্রায়...Hero, Honda, TVS-এর মতো প্রতিপক্ষদের টেক্কা দিতে প্রস্তুতি চালাচ্ছে বাজাজ অটো (Bajaj Auto)। ভারতের বাজারে সংস্থাটি প্রায় এক ডজন মডেল লঞ্চ করতে চলেছে। যার মধ্যে নতুন Pulsar থেকে শুরু করে দেশের প্রথম সিএনজি বাইক এবং Chetak-এর সস্তা ভার্সন রয়েছে। আর কথা না বাড়িয়ে, চলুন বাজাজের আপকামিং টু হুইলারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।
Bajaj Pulsar NS400
পালসার রেঞ্জের এখনও পর্যন্ত সবচেয়ে বড় ইঞ্জিন সমেত আসতে চলেছে Bajaj Pulsar NS400। সব ঠিকঠাক চললে ২০২৪ এ এটি বাজারে হাজির হবে। এতে থাকছে Dominar 400-এর ৩৭৩ সিসি লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ৪০ বিএইচপি শক্তি ও ৩৫ এনএম টর্ক উৎপন্ন হয়। এতে NS200-এর থেকেও অধিক শার্প ডিজাইন থাকবে।
Bajaj CNG Bike
Bruzer E101 সাঙ্কেতিক নামের প্রথম সিএনজি বাইক আনছে বাজাজ। এটি এন্ট্রি-লেভেল কমিউটার সেগমেন্টে আনা হবে। CT100 ও CT110-এর সাথে মিল থাকতে বলে আশা করা হচ্ছে। কাছাকাছি সিএনজি স্টেশনে পৌছাতে এতে একটি পেট্রোল ট্যাঙ্ক থাকছে। অর্থাৎ দুই ধরনের জ্বালানিতেই চলতে পারবে বাইকটি। তবে পেট্রোল চালিত বাইকের চাইতে এতে চলাচলের খরচ কম হবে।
নতুন Bajaj Pulsar P125
Bajaj নিজেদের পালসার লাইনআপে ১২৫ সিসির আরও একটি নতুন মডেল আনতে চলেছে। যার নাম Pulsar P125 রাখা হতে পারে। এতে ব্যবহৃত ১২৫ সিসি ইঞ্জিন থেকে ১১.৮ বিএইচপি শক্তি এবং ১০.৮ এনএম টর্ক উৎপন্ন হবে। প্রতিযোগিতামূলক দাম ও সাধারণ হার্ডওয়্যার প্যাকেজের সাথা হাজির হবে বাইকটি।
Bajaj Sunny EV
Chetak-এর পর নিজেদের ইলেকট্রিক টু হুইলার লাইনআপে একটি নতুন মডেল সংযুক্ত করতে চলেছে বাজাজ। সম্প্রতি পুণের রাস্তায় বাজাজকে একটি নতুন ইলেকট্রিক স্কুটারের টেস্টিং চালাতে দেখা গিয়েছে। ডিজাইনের দিক থেকে যেটি অরিজিনাল Sunny-র মতোই। এতে রয়েছে একটি গোলাকৃতি হেড ল্যাম্প, দীর্ঘ ফেন্ডার এবং স্লিম বডিলাইন। Yulu-র হার্ডওয়্যার সমেত একটি হাব মাউন্টেড মোটরে ভর করে আসবে এটি। আশা করা হচ্ছে, সামনের বছর ভারতের রাস্তায় দেখা যাবে স্কুটারটিকে।
Bajaj CT 150X
বাজাজ তাদের CT রেঞ্জে নতুন বাইক আনতে চলেছে। CT 110X ও CT 125X-এর পর এবারে CT 150X হাজির করা হবে। এটির টেস্টিং শুরু করেছে বাজাজ। এটা দেওয়া হতে পারে পালসারের ১৫০ সিসি রেঞ্জের ইঞ্জিন। কমিউটার সেগমেন্টে হাজির করা হবে এটি।
Bajaj Chetak Electric-এর নতুন সস্তার ভ্যারিয়েন্ট
দীর্ঘদিন ধরেই Bajaj-এর Chetak EV-র তুলনামূলক সস্তার ভ্যারিয়েন্ট লঞ্চ করার বিষয়ে জল্পনা শোনা যাচ্ছে। এ বছর মার্চে চেতকের আপডেট ভার্সন লঞ্চ করা হয়েছিল। ক্রেতাদের পকেটের চাপ কমাতে এবারে কম দামের চেতক আনতে চলেছে বাজাজ।