Best Electric Scooter: ফুল চার্জে 212 কিমি যায়, এই সব ই-স্কুটারের মাইলেজের ধারেকাছে কেউ নেই

চালানোর খরচ কম বলে প্রচুর গ্রাহক বর্তমানে পেট্রল স্কুটারের পরিবর্তে ইলেকট্রিক স্কুটার বেছে নিচ্ছেন। ব্যাটারি স্কুটারের জগতে এখন প্রচুর সংস্থার উপস্থিতি। ফলে সেগুলির মধ্যে পছন্দের…

চালানোর খরচ কম বলে প্রচুর গ্রাহক বর্তমানে পেট্রল স্কুটারের পরিবর্তে ইলেকট্রিক স্কুটার বেছে নিচ্ছেন। ব্যাটারি স্কুটারের জগতে এখন প্রচুর সংস্থার উপস্থিতি। ফলে সেগুলির মধ্যে পছন্দের মডেল বেছে নেওয়া কষ্টসাধ্য কাজ। একটি ই-স্কুটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাটারির রেঞ্জ অর্থাৎ ফুল চার্জে কতটা ছুটতে পারে তার হিসাব। এই মুহূর্তে ভারতের বাজারে সাতটি ইলেকট্রিক স্কুটার আছে যাদের রেঞ্জ (সার্টিফায়েড) বা মাইলেজ সবচেয়ে বেশি। চলুন দেখে নেওয়া যাক সেগুলি কী কী।

ভারতে সর্বাধিক মাইলেজের 7টি ইলেকট্রিক স্কুটার

  1. Simple One:

তালিকার শীর্ষেই রয়েছে ৪.৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক বিশিষ্ট বৈদ্যুতিক স্কুটার Simple one। একে চালিকাশক্তি সরবরাহ করে শক্তিশালী ইলেকট্রিক মোটর। প্রতি চার্জে এটি প্রায় ২১২ কিমি যাত্রাপথ অতিক্রম করতে পারে বলেই দাবি নির্মাতার। Simple One এর এক্স শোরুম মূল্য ১.৪৫ লক্ষ টাকা।

  1. Ola S1 Pro:

দ্বিতীয় স্থানেই রয়েছে অন্যতম জনপ্রিয় ব্যাটারি চালিত স্কুটার Ola S1 Pro। এরমধ্যে শক্তি ভান্ডার হিসাবে ব্যবহার করা হয়েছে ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক যা একবার চার্জে প্রায় ১৯৫ কিমি পথ পাড়ি দিতে সক্ষম। দ্বিতীয় প্রজন্মের এই Ola S1 Pro-এর এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ১.৪৭ লাখ টাকা থেকে।

  1. Vida V1 Pro:

বেশ কয়েক মাস আগে Vida V1 Pro এর হাত ধরে ভারতের ইলেকট্রিক স্কুটারের দুনিয়ায় পা রেখেছে হিরো মটোকর্প। ৩.৯৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি যুক্ত করা রয়েছে এই স্কুটারে। হিরোর দাবি অনুযায়ী চার্জে পরিপুষ্ট অবস্থায় প্রায় ১৬৫ কিমি রাস্তা ছুটতে পারে এটি। ১.২৫ লাখ টাকা (এক্স শোরুম) খরচ করেই হাতে পেতে পারেন এই অত্যাধুনিক বৈদ্যুতিক স্কুটারের চাবি।

  1. Okhinawa Okhi-90:

ব্যাটারি চালিত স্কুটারের জগতে আরও একটি নামকরা মডেল হল Okhinawa Okhi-90। স্কুটারটির অন্যতম বিশেষত্ব হল এর ৩.০৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক। ওকিনাওয়ার দাবি, তাদের এই স্কুটারটি এক চার্জে ১৬০ কিমি পাড়ি দিতে সক্ষম। ভারতের বাজারে Okhi-90 এর এক্স শোরুম মূল্য শুরু হচ্ছে ১.৮৬ লাখ টাকা থেকে।

  1. Okaya Faast F4:

তালিকায় পঞ্চম স্থানে রয়েছে Okaya Faast F4, যা পুরো চার্জে ১৬০ কিমি রাস্তা পাড়ি দিতে পারে বলে জানিয়েছে এই সংস্থা। ৪.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক সমৃদ্ধ Okaya Faast F4 এর এক্স শোরুম মূল্য ১.৩২ লাখ টাকা থেকেই শুরু।

  1. Ather 450 X:

আপনি কি একটি স্মার্ট ইলেকট্রিক স্কুটার খুঁজছেন? তবে আপনার জন্য আদর্শ অপশন হল- Ather 450 X। দুই ব্যাটারি প্যাকের বিকল্প পাওয়া যাবে এই ই-স্কুটারটিতে। প্রথমটি ৩.৭ কিলোওয়াট আওয়ারের এবং অপরটি ২.৯ কিলোওয়াট আওয়ার। ৩.৭ কিলোওয়াট আওয়ার ব্যাটারি প্যাক যুক্ত সংস্করণটি সম্পূর্ণ চার্জে ১৫০ কিমি পথ যেতে সক্ষম।

  1. TVS X:

আজকের প্রতিবেদনের একেবারে শেষে রয়েছে ৪.৪ কিলোওয়াট আওয়ার ব্যাটারি সমৃদ্ধ TVS X । এই স্কুটারটির রাইডিং রেঞ্জ প্রায় ১৪০ কিমি/চার্জ। সর্বোচ্চ গতিবেগ ঘন্টা প্রতি ১০৫ কিমি। একটিমাত্র ভ্যারিয়েন্টে উপলব্ধ এই TVS X। এটি কিনতে খরচ হবে ২.৬০ লাখ টাকা (এক্স শোরুম)।