Mahindra Thar এর থেকে 4 লাখ টাকা সস্তা Maruti Jimny! লঞ্চের আগে দাম ফাঁস হতেই হৈচে
ভারতে খানাখন্দে ভরা রাস্তায় চোষে বেড়ানোর জন্য বহুল জনপ্রিয় গাড়ি Mahindra Thar-এর প্রতিপত্তির সাথে মোকাবিলা করতে...ভারতে খানাখন্দে ভরা রাস্তায় চোষে বেড়ানোর জন্য বহুল জনপ্রিয় গাড়ি Mahindra Thar-এর প্রতিপত্তির সাথে মোকাবিলা করতে আগামী মাসেই লঞ্চ হতে চলেছে Maruti Suzuki Jimny। অফ-রোডিং মডেলপ্রেমীদের কাছে এটি একটি দীর্ঘ প্রতীক্ষার অবসান বলা যায়। ইতিমধ্যেই অসংখ্য ক্রেতার থেকে বুকিং এর বরাত পেয়েছে মারুতি সুজুকির আসন্ন পাঁচ দরজা বিশিষ্ট গাড়িটি। এবারে অনলাইনে Maruti Jimny-র দাম ফাঁস হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, এটি মাহিন্দ্রা থারের চাইতে অনেকাংশেই সস্তা। এমনকি দুই গাড়ির টপ-এন্ড ভ্যারিয়েন্টের মধ্যে মূল্যের ফারাক প্রায় ৪ লক্ষ টাকা হতে পারে।
Mahindra Thar-এর চাইতে Maruti Suzuki Jimny হবে সস্তার
আসন্ন জিমনি-র বেস ভ্যারিয়েন্টটির দর ৯.৯৯ লাখ টাকা এবং টপ এন্ড মডেলটির মূল্য ১৩.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে। এদিকে Mahindra Thar 4×4 গাড়িটির প্রিমিয়াম মডেলের (MLD সমেত) বর্তমান বাজার মূল্য ১৬.৭৭ লাখ টাকা (এক্স-শোরুম)।
দিল্লিতে Mahindra Thar 4×4-এর LX ডিজেল অটোমেটিক মডেলটির নথিভুক্তকরণ, বীমা এবং পথকর ধরে দাম পড়ে ১৯.৬ লাখ টাকা। যেখানে Jimny গাড়িটি ১৫.৫ থেকে ১৬ লাখ টাকা অন-রোড দামে কেনা যাবে। অর্থাৎ উভয় গাড়ির টপ-এন্ড ভ্যারিয়েন্টের মধ্যে মূল্যের পার্থক্য প্রায় ৪ লাখ টাকা। তবে এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, Maruti Suzuki Jimny কেবলমাত্র পেট্রোল ইঞ্জিন সহ অফার করা হবে। যেখানে Thar পেট্রোলের পাশাপাশি ডিজেল ইঞ্জিনেও উপলব্ধ।
Thar-এর টপ-এন্ড ভ্যারিয়েন্টটি অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যায়। যাতে ৬-স্পিড গিয়ারবক্স রয়েছে। যেখানে Jimny-তে ৪-স্পিড ইউনিট। উপরিউক্ত পরিবর্তনগুলি ছাড়াও জিমনি ও থারের মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন থারের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ১৭৫ মিমি ও ১৩৫ মিমি।
আবার থারের এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও বেশি। বেস 4x4 মডেলটির দাম ১৩.৮৭ লক্ষ টাকা থেকে শুরু। যেখানে জিমনির বেস ভ্যারিয়েন্টের মূল্য ৯.৯৯ লক্ষ টাকা ধার্য করা হবে। এখানেও দামের পার্থক্য প্রায় ৪.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। এদিকে সম্প্রতি মাহিন্দ্রা তাদের থার গাড়িটির আরডব্লিউডি ভ্যারিয়েন্ট একটি ১.৫ লিটার ডিজেল ইঞ্জিন সহ হাজির করেছে। যার দাম ১০.৫৪ লক্ষ টাকা।
2023 Maruti Jimny
ভারতে Maruti Suzuki Jimny-র ৫ দরজা বিশিষ্ট ভ্যারিয়েন্টটি অফার করা হবে। এর সমস্ত ভ্যারিয়েন্টের ফিচারের তালিকায় থাকছে ডুয়েল এয়ারব্যাগ। আশা করা হচ্ছে, এ বছর মে মাসে বাজারে লঞ্চ করা হবে এটি। মোট দুটি ভার্সনে আসতে চলেছে জিমনি – Zeta ও Alpha। উভয় মডেলে থাকবে সুজুকির অলগ্রিল ফোর-হুইল-ড্রাইভ সিস্টেম এবং একটি ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন, যা থেকে ১০৪ পিএস শক্তি উৎপাদিত হবে। গাড়িটি ৫-স্পিড ম্যানুয়াল এবং ৪-স্পিড অটোমেটিক ট্রান্সমিশন বিকল্পে বেছে নেওয়া যাবে।