Royal Enfield থেকে Yamaha, নভেম্বরের মধ্যে বাজারে আসছে দুর্দান্ত সব বাইক, দাম কত হবে
প্রতি বছরের শেষার্ধে উৎসবের মরসুমকে ঘিরে বাজারে বিভিন্ন ধরনের মোটরসাইকেল লঞ্চ হয়। এ সময় আপামর দেশবাসীর বিপুল কেনাকাটার...প্রতি বছরের শেষার্ধে উৎসবের মরসুমকে ঘিরে বাজারে বিভিন্ন ধরনের মোটরসাইকেল লঞ্চ হয়। এ সময় আপামর দেশবাসীর বিপুল কেনাকাটার সদ্ব্যবহার করতেই এই পদক্ষেপ করে থাকে কোম্পানিগুলি। এ বছরও যার অন্যথা হচ্ছে না। রয়্যাল এনফিল্ড (Royal Enfield), ইয়ামাহা (Yamaha), ট্রায়াম্ফ (Triumph) এবং এপ্রিলিয়া (Aprilia)-র মতো কোম্পানিগুলি আগামী দু’মাসের মধ্যে ভারতে তাদের দুর্দান্ত সব নতুন বাইক লঞ্চ করতে চলেছে। চলুন আসন্ন সেই মডেলগুলির খুঁটিনাটি নেওয়া যাক।
Royal Enfield Himalayan 452
Himalayan 452-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অসংখ্য আগ্রহী ক্রেতা। সদ্য ফাঁস হওয়া নথি থেকে জানা গিয়েছে, বাইকটির ৪৫১ সিসির ইঞ্জিন থেকে ৪০ পিএস শক্তি উৎপন্ন হবে। এই প্রথম সংস্থার কোনও লিকুইড কুল্ড ইঞ্জিন ও অত্যাধুনিক টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার সহ আসবে। নভেম্বরের মধ্যে লঞ্চ হতে চলা এই বাইকটির আনুমানিক মূল্য ২.৬০ লক্ষ টাকা (এক্স-শোরুম) হতে পারে।
Aprilia RS 450
এপ্রিলিয়া ইতিমধ্যেই ভারতে RS 450 উন্মোচন করেছে। ইতিমধ্যেই যার অগ্রিম বুকিং শুরু হয়েছে। অফিশিয়াল লঞ্চ খুব শীঘ্রই হবে। আগামী এক বছরের মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শহরগুলিতে হাজির হবে স্পোর্টস বাইকটি। মেড-ইন-ইন্ডিয়া মোটরসাইকেলটির প্যারালাল টুইন ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪৭ এইচপি শক্তির উৎপন্ন হবে। এর দাম রাখা হতে পারে ৪.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম)। বাইকটির প্রতিপক্ষ হিসাবে রয়েছে – Kawasaki Ninja 400, Yamaha R3, KTM RC 390 ইত্যাদি।
Triumph Scrambler 400X
Speed 400 লঞ্চের পর এবার বাজাজ ও ট্রায়াম্ফ যৌথভাবে Scrambler 400X-এর দাম ঘোষণার জন্য প্রস্তুতি নিচ্ছে। Speed 400-এর মূল্য ২.২৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। অপেক্ষাকৃত বেশি রাগেড ডিজাইনের Scrambler 400X-এ থাকছে একটি ৩৯৮ সিসি, লিকুইড কুল্ড ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৪০ এইচপি শক্তি এবং ৩৭.৫ এনএম টর্ক উৎপন্ন হবে। এদেশে বাইকটির সাথে টক্কর নেবে Yezdi Scrambler। অক্টোবরে দাম ঘোষণা করা হবে। এর মূল্য ২.৬০ লক্ষ টাকার (এক্স-শোরুম) কাছাকাছি রাখা হতে পারে।
Yamaha R3 ও MT-03
Yamaha R3 এক সময় ভারতে বিক্রি করা হলেও, আচমকাই বাজার থেকে হারিয়ে যায় এটি। এবারে এই স্পোর্টস বাইকটি নতুন অবতারে হাজির করতে চলেছে ইয়ামাহা। সাথে MT-03 এরও আগমন ঘটতে চলেছে। উভয় মডেলেই দেওয়া হচ্ছে নতুন নির্গমন বিধি মেনে ইঞ্জিন। আন্তর্জাতিক বাজারে ৩২১ সিসি প্যারালাল টুইন ইঞ্জিনে ছোটে বাইক জোড়া। যা থেকে সর্বোচ্চ ৪০ এইচপি শক্তি এবং ২৯.৪ এনএম টর্ক উৎপন্ন হয়। ফিচার হিসেবে রয়েছে এলইডি হেডল্যাম্প, ডুয়েল চ্যানেল এবিএস, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল ইত্যাদি। ভারতে Yamaha R3 ও MT-03 এর মূল্য যথাক্রমে ৩.৫০ ও ৩ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হতে পারে।