পেট্রলকে বলুন গুড বাই, পশ্চিমবঙ্গে Tork এর প্রথম শোরুম, এক চার্জে বাইক ছুটবে 180 কিমি
দেশেহ পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গে যত দিন যাচ্ছে বিভিন্ন ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা ব্যবসা...দেশেহ পূর্বাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গে যত দিন যাচ্ছে বিভিন্ন ইলেকট্রিক টু-হুইলার নির্মাতা ব্যবসা বাড়াতে আগ্রহ প্রকাশ করছে। এবারে যেমন পুণের সংস্থা টর্ক মোটরস (Totk Motors) কলকাতায় তাদের প্রথম শোরুম বা এক্সপেরিয়েন্স জোনের ফিতে কাটল। এটি এ রাজ্যে তাদের প্রথম আউটলেট। ৯, এ জে সি বোস রোড, মল্লিক বাজার, পার্ক স্ট্রিটে অবস্থিত। সংস্থা সূত্রে বলা হয়েছে, ক্রেতারা টু-হুইলার কেনার আগে এবং পরের যাবতীয় পরিষেবা পাবেন এখান থেকে।
Tork Motors কলকাতায় প্রথম শোরুম খুলল
১,৫০০ বর্গফুট অঞ্চল জুড়ে গড়ে ওঠা টর্ক মোটরসের এক্সপেরিয়েন্স জোনে Kratos R ইলেকট্রিক মোটরসাইকেলটি ডিসপ্লে করা থাকবে। গ্রাহকদের বিক্রির পরবর্তী সার্ভিস প্রদান করার জন্য শোরুমে আলাদা জায়গা বরাদ্দ রয়েছে। এমনকি সম্ভাব্য ক্রেতাদের আপ্যায়নের জন্যও বিশেষ জায়গার ব্যবস্থা রয়েছে।
নতুন শোরুম উদ্বোধনের প্রসঙ্গে টর্ক মোটরস-এর প্রতিষ্ঠাতা এবং সিইও কপিল শেলকে বলেন, “আমরা পশ্চিমবঙ্গে আমাদের নতুন এক্সপেরিয়েন্স জোন উদ্বোধন করতে পেরে রোমাঞ্চিত। যেহেতু ভারতের পূর্বাঞ্চলে ইলেকট্রিক ভেড়িকেলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, তাই এটি আমাদের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলা যায়। আমাদের এই শোরুম থেকে ক্রেতারা বিশ্বমানের ইলেকট্রিক মোটরসাইকেলের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।” আবার ভবিষ্যতে এই রাজ্যে আরও বেশি শোরুম খোলার কথা জানিয়েছেন তিনি।
Tork Kratos R : দাম ও স্পেসিফিকেশন
গত বছর টর্ক মোটরস তাদের Kratos R ব্যাটারি চালিত মোটরসাইকেলটি লঞ্চ করেছিল। এর বর্তমান বাজার মূল্য ১,৬৮,৩৭৪ টাকা (এক্স-শোরুম)। এতে উপস্থিত একটি ৯ কিলোওয়াট মোটর, যা থেকে ৩৮ এনএম টর্ক উৎপন্ন হয়। বাইকটির সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০৫ কিলোমিটার।
Tork Kratos R-এ দেওয়া হয়েছে একটি ৪ কিলোওয়াট আওয়ার IP67 শংসাপত্র প্রাপ্ত লিথিয়াম আয়ন ব্যাটারি। ফুল চার্জে যেটি ১৮০ কিলোমিটার রেঞ্জ (পরীক্ষিত) প্রদান করবে বলে দাবি করেছে টর্ক। তবে বাস্তবে ফুল চার্জে ১২০-১৩০ কিলোমিটারের মধ্যে দৌড়তে পারে। ফাস্ট চার্জার দ্বারা এর ব্যাটারিটি এক ঘন্টাতেই ৮০% চার্জ হয়ে যাবে আবার সম্পূর্ণ চার্জ হতে সময় নেবে ৪-৫ ঘন্টা।