সার্ভিস সেন্টারে আর কষ্ট করে ছুটতে হবে না, Tork Motors ভ্রাম্যমান গাড়িতে বাড়ির সামনে এসে পরিষেবা দেবে

ইলেকট্রিক মোটরসাইকেলে কোনও সমস্যা হলে কষ্ট করে আর সার্ভিস সেন্টারে ছুটতে হবে না। এবার গোটা সার্ভিস সেন্টার আপনার বাড়ির...
techgup 11 Sept 2022 8:27 AM IST

ইলেকট্রিক মোটরসাইকেলে কোনও সমস্যা হলে কষ্ট করে আর সার্ভিস সেন্টারে ছুটতে হবে না। এবার গোটা সার্ভিস সেন্টার আপনার বাড়ির দোরগোড়ায় এসে হাজির হবে। এমনই নতুন পরিষেবা নিয়ে হাজির হল পুণের টর্ক মোটরস (Tork Motors)। একটি ফোনে সংস্থাটি ভ্রাম্যমান গাড়ি নিয়ে এসে তাদের Cratos ই-বাইক সার্ভিসিং করে দেবে। এই পরিষেবার পোশাকি নাম রাখা হয়েছে Pit Crew। এর মাধ্যমে বৈদ্যুতিক বাইকের ডেলিভারি কিংবা সার্ভিস সংক্রান্ত সমস্ত কাজ গ্রাহকের বাড়ির সামনে করা হবে।

এই মুহূর্তে শুধু পুনের বিস্তৃত অঞ্চল জুড়েই দেখা মিলছে টর্কের ভ্রাম্যমান সার্ভিস ভ্যানের। তবে চলতি অর্থবর্ষের মধ্যেই বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, মুম্বাই ও আমেদাবাদে ছড়িয়ে পড়বে এই পরিষেবা। এদিকে গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার পাশাপাশি সংস্থার ডিলারদেরও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নতুন শোরুম খোলার মাধ্যমে আরো বেশি সংখ্যক নতুন গ্রাহকের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়।

Tork Motors Doorstep Sales and Service Facility

ওই ভ্রাম্যমান ভ্যানে একসাথে তিনটি মোটরসাইকেলের সার্ভিসিং করা সম্ভব হবে। তৎক্ষণাৎ মেরামতি করার লক্ষ্যে ভ্যানটির মধ্যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও স্পেয়ার পার্টস রাখার ব্যবস্থা আছে। আবার জিপিএস ও ওয়াইফাই-এর সাহায্যে ক্লাউড স্টোরেজে সংযোগ স্থাপনের মাধ্যমে ব্যাটারি চালিত বাইকগুলির সমস্যা চিহ্নিত ও প্রয়োজনীয় আপডেট ইন্সটল করে সফটওয়্যার সংক্রান্ত ত্রুটির সমাধান করা হবে। গাড়িটিতে ৭০০ ওয়াটের দুটি চার্জারও রাখা আছে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে ই-বাইক লঞ্চ করেছিল টর্ক। মডেলটি স্ট্যান্ডার্ড এবং R ভ্যারিয়েন্টে উপলব্ধ। প্রিমিয়াম হওয়ার কারণে R মডেলটি শক্তি এবং ফিচার, দু’দিক থেকেই স্ট্যান্ডার্ড ভার্সনের থেকে এগিয়ে। হালে সেগুলির ডেলিভারি দেওয়া শুরু হয়েছে। Tork Kratos স্ট্যান্ডার্ড মডেলটি IP67 ওয়াটারপ্রুফ রেটিংযুক্ত ৪ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক-সহ এসেছে, যা সম্পূর্ণ চার্জে ১২০ কিমি পথ চলতে পারে। ৭.৫ কিলোওয়াট মোটর রয়েছে এতে। যা ২৮ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম। সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ১০০ কিমি।

অন্যদিকে এর প্রিমিয়ান ভার্সন Kratos R। এটি আরও পাওয়ারফুল মোটর পেয়েছে। যা সর্বোচ্চ ৩৮ এনএম টর্ক উৎপন্ন করে এবং ঘন্টা প্রতি ১০৫ কিমি গতিবেগ তুলতে সক্ষম। স্ট্যান্ডার্ড সংস্করণটি সাদা রঙে উপলব্ধ হলেও টপ ভ্যারিয়েন্ট সাদা, নীল, লাল ও কালো রংয়ের মধ্যে বেছে নেওয়ার অপশন আছে। Tork Kratos ও Kratos R -এর দাম যথাক্রম ১,২২,৫০০ টাকা ও ১,৩৭,৫০০ টাকা (এক্স-শোরুম)।

Show Full Article
Next Story